কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০৫:১০ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ফের জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতের লোগো। গ্রাফিক্স : কালবেলা
জামায়াতের লোগো। গ্রাফিক্স : কালবেলা

আগামীকাল ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন সারা দেশে বিক্ষোভ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, অবিলম্বে নতুন জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এ কর্মসূচি পালন করবে দলটি।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম এ কর্মসূচি ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে জামায়াত নেতা উল্লেখ করেন, মঙ্গলবার সারা দেশের সব জেলা সদরে বিক্ষোভ করবে জামায়াত।

এটিএম মাছুম বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম ৩ থেকে ৪ গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। দরিদ্র জনগণ দিনে এক বেলাও পেট ভরে খেতে পারছে না। সরকারের ট্রাক সেলে দীর্ঘক্ষণ দাঁড়িয়েও চাহিদামতো দ্রব্যসামগ্রী যাওয়া যাচ্ছে না। অপরদিকে গ্যাস ও বিদ্যুতের চরম সংকটে দেশের নাগরিকগণ ও শিল্প-কারখানা মহাবিপাকে পড়েছে। গৃহিণীরা ঠিকমতো রান্না করতে পারছেন না। গার্মেন্টসহ কল-কারখানার উৎপাদন কমে যাওয়ায় যথাসময়ে শিপমেন্ট করা যাচ্ছে না। ফলে রপ্তানি বাণিজ্যে বিরূপ প্রভাব পড়েছে। দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার হরণ করে একদলীয় প্রহসনের ডামি নির্বাচন করে সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং আন্তর্জাতিকভাবে একঘরে হওয়ার মুখে পড়েছে। সরকারের ডামি নির্বাচন দেশে-বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা পায়নি এবং কোথাও স্বীকৃতি পাচ্ছে না। দেশে বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক মহাসংকট চলছে। তামাশার ডামি নির্বাচন বাতিল করে নির্দলীয়-নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া বর্তমান মহাসংকট থেকে দেশকে উদ্ধার করা সম্ভব নয়। তাই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও গ্যাস-বিদ্যুৎ সংকটের সমাধান করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং অবিলম্বে প্রহসনের ডামি নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে আমি দেশের সব জেলা সদরে আগামীকাল ৩০ জানুয়ারি মঙ্গলবার শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করছি। ঘোষিত এ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য আমি জামায়াতের সব জেলা সংগঠন এবং জেলাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার (২৮ জানুয়ারি) দেশের সব মহানগরীতে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী। এসব মিছিল থেকে অবিলম্বে নতুন নির্বাচন এবং দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি রোধের দাবি জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত আর পরমাণু হুমকিতে ভয় পায় না, পাকিস্তানকে হুঁশিয়ারি মোদির

বিলুপ্তির পথে ৪০০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

শেষ ম্যাচে লিটন কি শ্রীলঙ্কাকে সমর্থন করবেন, জানালেন নিজেই

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসিলম দেশ 

ইসরায়েল খেললে বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত স্পেনের!

৪ ঘণ্টা পর দিনাজপুরে শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার

নতুন মামলায় আনিসুল-আমুসহ গ্রেপ্তার ৮ জন

৫০ কেজি পাটের আঁশে তৈরি দুর্গা প্রতিমা

জামায়াত নেতার পদ স্থগিত

ডাকসু ও জাকসুর ভিপি-জিএসের কার বাড়ি কোথায়

১০

স্ত্রীকে যেসব কথা না বললেই সম্পর্ক ভালো থাকে

১১

এই প্রথম টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে ইংল্যান্ড-আয়ারল্যান্ড

১২

একনেকে ৮৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

১৩

ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে মাঠে নামার হুঁশিয়ারি সিপিবির

১৪

নির্বাচনে অনীহা থেকেই তাদের কর্মসূচি : আমীর খসরু

১৫

চাকসু নির্বাচনে মনোনয়ন সংগ্রহ ও জমাদানের সময় বৃদ্ধি

১৬

হ্যান্ডশেক বিতর্কে ভারতীয় খেলোয়াড়দের দোষ দেখছেন না আফ্রিদি

১৭

পরপর দুবার কামড়ালেই কুকুরের ‘যাবজ্জীবন’ কারাদণ্ড

১৮

‘আমার লাশ চাচাতো ভাইয়ের কাছে পৌঁছে দিয়েন’ 

১৯

১০ টাকায় ইলিশ দেওয়ার ঘোষণা দিয়ে বিপাকে রায়হান জামিল

২০
X