মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি বন্ধ করা জরুরি বলে মনে করে গণতন্ত্রী পার্টি। শুক্রবার (৯ জানুয়ারি) দলের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতারা এই পরামর্শ তুলে ধরেন।
সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশনের মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন গণতন্ত্রী পার্টির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।
দেশের সম্ভাব্য সংকট মোকাবিলা করার পরামর্শ দিয়ে সভাপতির বক্তব্যে ডা. শহীদুল্লাহ সিকদার বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট চলছে। দেশি-বিদেশি সংকটও চলমান। সকল সংকট প্রতিহত করে গণতন্ত্রী পার্টিকে জনগণের শক্তিতে রূপান্তর করে মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত বাংলাদেশ নির্মাণে দুর্নীতিমুক্ত ও সুশাসন নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, দেশের ১৭ কোটি মানুষকে ঐক্যবদ্ধভাবে সুশাসনের জন্য সম্পৃক্ত করতে হবে। বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম, বীর মুক্তিযোদ্ধা শারাফত আলী হীরা, বীর মুক্তিযোদ্ধা জেড এ ওয়াহেদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. জহুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আরিফ মিয়া, অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মিহির রঞ্জন দাস এবং ফরিদ আহমেদ, খায়রুল আলম, ফুয়াদ হোসেন, মো. আবদুল মজিদ, অধ্যাপক প্রাণ কান্ত দাস, আকতার হোসেন, গুলজার আহমেদ, আজিজুর রহমান খোকন, শ্যামল কান্ত, জুনায়েদ আহমেদ, বায়েজিদ মিল্কী, এম এ গনী, মায়া ভৌমিক, মনজুরুল ইসলাম মেঘ, আব্দুল আলিম, আলমগীর মুন্সী, মিরাজুল ইসলাম জামান, মাদীদ আহম্মেদ সাদী, ফয়েজ আহম্মেদ, কামরুল ইসলাম, হরিপ্রসাদ মিত্র, এড. রফিক উদ্দিন আহম্মেদ, দেলোয়ার হোসেন নানক, এম লিপটন, মো. আশরাফ আলী প্রমুখ।
মন্তব্য করুন