শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১০ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

সরকার নিজেই সিন্ডিকেট পোষে : মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। পুরোনো ছবি
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। পুরোনো ছবি

দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে বাজার সিন্ডিকেটকে দায়ী করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকারই সিন্ডিকেটদের পোষে। তথাকথিত নির্বাচন হয়েছে গত মাসের ৭ তারিখে। আজ এক মাসেরও বেশি। জিনিসপত্রের দামও আগের চাইতে বেশি। একটা ভোট হলো জিনিসের দাম কমলো না। আগামী মাসে রোজা, জিনিসের দাম কী কমবে?

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি। নাগরিক ঐক্যের উদ্যোগে ‘প্রহসনের নির্বাচন মানি না : গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর অভিযান’ শীর্ষক এই অনুষ্ঠান হয়। এতে টেবিলের ওপর কাপড় বিছিয়ে সেখানে গণতন্ত্রের পক্ষে সকল শ্রেণি-পেশার মানুষ স্বাক্ষর দেন।

মান্না বলেন, সরকার বলেছে, রোজা উপলক্ষে তারা চাল, তেল, চিনি, খেজুর এগুলোর ওপরে শুল্ক প্রত্যাহার করেছেন। তারপরও এসব জিনিসের একটারও দাম কমেনি। শেখ হাসিনার সরকার নিজেকে খুবই শক্তিশালী মনে করে কিন্তু সিন্ডিকেটকে হাত দিতে পারে না। এরা সিন্ডিকেটদের পোষে।

তিনি বলেন, তারা (সরকার) বড় বড় ব্যবসায়ীকে ঋণ দেয়, সেই টাকা বিদেশে পাচার হয়। আমাদের এখানে একজন আছে, দরবেশ বাবা, আছে এস আলম, আছে সামিট গ্রুপ, আছে... সরকার তাদের ঋণ দেয়। তাদের সরকার কিছুই করতে পারে না। ওরা জিনিসের দাম কমাতে পারে না, মানুষের পেটে ক্ষুধার আগুন ওরা তাদের খাবার এনে দিতে পারে না।

মান্না আরও বলেন, আমরা বলি, নাগরিক ঐক্য অনেক বড় দল নয়; কিন্তু নিজের মনের মধ্যে বিশ্বাস থেকে বলি, আমরা মনে করি জিনিসপত্রের দাম কমানো সম্ভব। আমরা যদি ক্ষমতায় যাই, আমাদের জোট গণতন্ত্র মঞ্চ যদি ক্ষমতায় যায় প্রথম কথা হলো সিন্ডিকেট থাকবে না। বাজার যে মনিটর করে প্রতিদিন, আপনারা জানেন টিসিবি হিসাব করে দেয় কোন জিনিসের দাম কত হবে? বাজারে বাজারে জিনিসপত্রের দাম লটকানো থাকে আমাদের সময়ে যে টিসিবি থাকবে সেই টিসিবি সত্যি সত্যি চালের দাম কত হয় যাতে মানুষ খেয়ে-পরে বাঁচতে পারে আবার ব্যবসায়ী মারা না যায় সে মুনাফা করতে পারে সেসব ঠিক করে বাজারে জিনিসপত্রের দরদামের তালিকা টানানো থাকবে।

মান্না বলেন, আমরা এই পর্যন্ত ঢাকা মহানগরে ৮টি স্বাক্ষর অভিযান করেছি। বাংলাদেশের অন্যান্য জেলাতেও আমাদের স্বাক্ষর অভিযান শুরু হয়েছে। আমরা বলেছি, এই স্বাক্ষর অভিযান চলতে থাকবে। আমরা দেখাব, দেখো লাখ লাখ মানুষ সই দিয়েছে... আমরা সেই সই দেশের মানুষকে বিশ্বের মানুষকে দেখাব, তোমার ক্ষমতায় থাকবার অধিকার নাই।

অনুষ্ঠানে পাঁচ দিনের কর্মসূচিও ঘোষণা করা হয়। এগুলো হচ্ছে- ১৩ ফেব্রুয়ারি বুধবার মালিবাগ হোসাফ টাওয়ারের সামনে, ১৫ ফেব্রুয়ারি যাত্রাবাড়ীর মোড়ে, ১৬ ফেব্রুয়ারি শনির আখড়া ফুটওভার ব্রিজ সংলগ্ন, ১৮ ফেব্রুয়ারি ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে এবং ১৭ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে কবিতার বইয়ের মোড়ক উন্মোচন।

অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুনরায় দুঃসংবাদ পেলেন বিএনপির এক নেতা

সেই বিচারকের মোবাইল ফোন ও চশমা উদ্ধার

তারেক রহমানের জন্মদিনে শীতবস্ত্র বিতরণ

নিউমুরিং টার্মিনালের চুক্তির সব কার্যক্রম স্থগিতের নির্দেশ

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শুক্রবার 

আ.লীগের ৫ শতাধিক সমর্থকের নামে চার মামলা, গ্রেপ্তার ২২

নির্বাচনের আগে ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন

স্ত্রী হারালেন তোফায়েল আহমেদ

রাতে ৫৬ নেতাকে সুখবর দিল বিএনপি

মাটি খুঁড়তেই বেরিয়ে আসে গ্রেনেড, বাড়িতে নিয়ে যান কৃষক

১০

ইতালি যাওয়ার পথে গোপালগঞ্জের দুই যুবকের মৃত্যু

১১

জিম্বাবুয়ের কাছে লঙ্কানদের লজ্জার পরাজয়

১২

প্রথমবারের মতো কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান

১৩

গভীর রাতে সাংবাদিক-ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় টিআইবির উদ্বেগ

১৪

২০২৬ বিশ্বকাপের প্লে-অফের ড্র চূড়ান্ত

১৫

ব্রাকসু নির্বাচনে তপশিল পরিবর্তন, জানা গেল ভোটের নতুন তারিখ

১৬

নিউইয়র্ক এলেই নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুঁশিয়ারি মামদানির

১৭

শীত কবে থেকে বাড়তে পারে, জানাল আবহাওয়া অফিস

১৮

কুয়াকাটায় বিসিসির উচ্চাভিলাসী প্রকল্প বাতিলের দাবি

১৯

জাতিসংঘের পরমাণু সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

২০
X