কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১০ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

সরকার নিজেই সিন্ডিকেট পোষে : মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। পুরোনো ছবি
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। পুরোনো ছবি

দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে বাজার সিন্ডিকেটকে দায়ী করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকারই সিন্ডিকেটদের পোষে। তথাকথিত নির্বাচন হয়েছে গত মাসের ৭ তারিখে। আজ এক মাসেরও বেশি। জিনিসপত্রের দামও আগের চাইতে বেশি। একটা ভোট হলো জিনিসের দাম কমলো না। আগামী মাসে রোজা, জিনিসের দাম কী কমবে?

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি। নাগরিক ঐক্যের উদ্যোগে ‘প্রহসনের নির্বাচন মানি না : গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর অভিযান’ শীর্ষক এই অনুষ্ঠান হয়। এতে টেবিলের ওপর কাপড় বিছিয়ে সেখানে গণতন্ত্রের পক্ষে সকল শ্রেণি-পেশার মানুষ স্বাক্ষর দেন।

মান্না বলেন, সরকার বলেছে, রোজা উপলক্ষে তারা চাল, তেল, চিনি, খেজুর এগুলোর ওপরে শুল্ক প্রত্যাহার করেছেন। তারপরও এসব জিনিসের একটারও দাম কমেনি। শেখ হাসিনার সরকার নিজেকে খুবই শক্তিশালী মনে করে কিন্তু সিন্ডিকেটকে হাত দিতে পারে না। এরা সিন্ডিকেটদের পোষে।

তিনি বলেন, তারা (সরকার) বড় বড় ব্যবসায়ীকে ঋণ দেয়, সেই টাকা বিদেশে পাচার হয়। আমাদের এখানে একজন আছে, দরবেশ বাবা, আছে এস আলম, আছে সামিট গ্রুপ, আছে... সরকার তাদের ঋণ দেয়। তাদের সরকার কিছুই করতে পারে না। ওরা জিনিসের দাম কমাতে পারে না, মানুষের পেটে ক্ষুধার আগুন ওরা তাদের খাবার এনে দিতে পারে না।

মান্না আরও বলেন, আমরা বলি, নাগরিক ঐক্য অনেক বড় দল নয়; কিন্তু নিজের মনের মধ্যে বিশ্বাস থেকে বলি, আমরা মনে করি জিনিসপত্রের দাম কমানো সম্ভব। আমরা যদি ক্ষমতায় যাই, আমাদের জোট গণতন্ত্র মঞ্চ যদি ক্ষমতায় যায় প্রথম কথা হলো সিন্ডিকেট থাকবে না। বাজার যে মনিটর করে প্রতিদিন, আপনারা জানেন টিসিবি হিসাব করে দেয় কোন জিনিসের দাম কত হবে? বাজারে বাজারে জিনিসপত্রের দাম লটকানো থাকে আমাদের সময়ে যে টিসিবি থাকবে সেই টিসিবি সত্যি সত্যি চালের দাম কত হয় যাতে মানুষ খেয়ে-পরে বাঁচতে পারে আবার ব্যবসায়ী মারা না যায় সে মুনাফা করতে পারে সেসব ঠিক করে বাজারে জিনিসপত্রের দরদামের তালিকা টানানো থাকবে।

মান্না বলেন, আমরা এই পর্যন্ত ঢাকা মহানগরে ৮টি স্বাক্ষর অভিযান করেছি। বাংলাদেশের অন্যান্য জেলাতেও আমাদের স্বাক্ষর অভিযান শুরু হয়েছে। আমরা বলেছি, এই স্বাক্ষর অভিযান চলতে থাকবে। আমরা দেখাব, দেখো লাখ লাখ মানুষ সই দিয়েছে... আমরা সেই সই দেশের মানুষকে বিশ্বের মানুষকে দেখাব, তোমার ক্ষমতায় থাকবার অধিকার নাই।

অনুষ্ঠানে পাঁচ দিনের কর্মসূচিও ঘোষণা করা হয়। এগুলো হচ্ছে- ১৩ ফেব্রুয়ারি বুধবার মালিবাগ হোসাফ টাওয়ারের সামনে, ১৫ ফেব্রুয়ারি যাত্রাবাড়ীর মোড়ে, ১৬ ফেব্রুয়ারি শনির আখড়া ফুটওভার ব্রিজ সংলগ্ন, ১৮ ফেব্রুয়ারি ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে এবং ১৭ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে কবিতার বইয়ের মোড়ক উন্মোচন।

অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের ট্রেন ট্রাকে উঠে গেছে : বদিউল আলম

গার্মেন্টস শ্রমিকদের ‘রহস্যজনক’ অসুস্থতা, হাসপাতালে ভর্তি শতাধিক

রংপুরের হ্যাটট্রিক হার

পলকের প্রিজনভ্যানে ডিম নিক্ষেপ

প্রথম দেশ হিসেবে স্টারলিংকও অচল করে দিল ইরান

স্পিরিট পানে প্রাণ গেল ৩ জনের

নির্বাচনী জনসভায় পুলিশের অনুমতি নিয়ে নতুন নির্দেশনা

নতুন জরিপে উঠে এলো বিএনপি-জামায়াতের ভোট কত শতাংশ

লাইফ সাপোর্টে গুলিবিদ্ধ শিশু হুজাইফা, যা জানালেন চিকিৎসক 

তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৪১, হারালেন ২৩ জন

১০

খুবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের দুই শিক্ষককে সাময়িক বহিষ্কার

১১

মুস্তাফিজ থাকলে বাড়তে পারে নিরাপত্তা ঝুঁকি—বিসিবিকে আইসিসির অদ্ভুত সতর্কতা

১২

ভেনেজুয়েলার তেল কিনতে যুক্তরাষ্ট্রের দ্বারে ভারতের রিলায়েন্স

১৩

হাদি হত্যার বিচার দাবিতে বরিশালে ছাত্র-জনতার ‘আজাদি মার্চ’

১৪

জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৫

মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক

১৬

ঘুমের মধ্যে মুখ থেকে লালা পড়া কীসের লক্ষণ?

১৭

ট্রেন-পিকআপ সংঘর্ষ, ৩ শ্রমিক নিহত

১৮

দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন মঙ্গলবার 

১৯

বলিউডে রানির তিন দশক

২০
X