অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান ও শ্বেতপত্র প্রকাশের দাবিতে ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক অভিমুখে বিক্ষোভ মিছিল করবে বাম গণতান্ত্রিক জোট। শনিবার (১৭ ফেব্রুয়ারি) জোটের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
জোটের পক্ষ থেকে অন্য দাবিসমূহের মধ্যে রয়েছে বিদেশে পাচারের টাকা উদ্ধার, খেলাপি ঋণ আদায়ের সঙ্গে জড়িত ও দায়ীদের শাস্তি, আর্থিক খাতে অব্যবস্থাপনা, অনিয়ম দূর করাসহ সর্বত্র স্বচ্ছতা নিশ্চিত করতে।
সোমবার সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে বাংলাদেশ ব্যাংক অভিমুখে মিছিল ও ব্যাংকের সামনে বিক্ষোভ এবং একই দাবিতে সারা দেশে বিক্ষোভ করবে বাম গণতান্ত্রিক জোট।
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে সারা দেশের বিক্ষোভ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন