কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৪ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

জি এম কাদের-চুন্নুর ব্যর্থতায় পার্টিতে বিপর্যয় নেমে এসেছিল : রওশন

জাতীয় মহিলা পার্টির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় রওশন এরশাদ। ছবি : কালবেলা
জাতীয় মহিলা পার্টির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় রওশন এরশাদ। ছবি : কালবেলা

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর ব্যর্থতার জন্য পার্টিতে বিপর্যয় নেমে এসেছিল বলে মন্তব্য করেছেন জাপার স্বঘোষিত চেয়ারম্যান রওশন এরশাদ।

তিনি বলেন, সেই দুজনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু দল থেকে তাদের বাদ দেওয়া হয়নি। তারা সংসদে জাতীয় পার্টির প্রতিনিধিত্ব করবেন। তারা সেখানে যোগ্যতার প্রমাণ দিতে পারবেন বলেও আমি আশা করি।

শুক্রবার গুলশানস্থ নিজ বাসভবনে জাতীয় মহিলা পার্টির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় পার্টির একাংশের এই চেয়ারম্যান।

দলে কোনো বিভেদ না থাকার কথা জানিয়ে রওশন এরশাদ বলেন, দলের সর্বস্তরের নেতা-কর্মী ঐক্যবদ্ধ। যারা পল্লীবন্ধুর নাম নিশানা মুছে ফেলতে চায়, তারাই আলাদা হয়ে থাকতে পারে।

রওশন বলেন, আমি কোনোভাবেই পার্টিকে ছোট করতে পারি না। তাই এরশাদভক্ত যাদের দূরে সরিয়ে রাখা হয়েছিল-যাদের অব্যাহতি দেওয়া হয়েছিল কিংবা যাদের বহিষ্কার করা হয়েছিল- তাদের সবাইকে ফিরিয়ে এনেছি।

দেশের রাজনীতিতে একটা ইতিবাচক ধারা প্রবর্তন করে যেতে চাই এ কথা উল্লেখ করে তিনি বলেন, সেই রাজনীতির ধারক এবং বাহক হবে জাতীয় পার্টি।

জাতীয় পার্টির অগণিত নেতাকর্মীর মনের যন্ত্রণা মোছানোর জন্যই আমাকে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে জানিয়ে রওশন বলেন, আগামী ৯ মার্চ জাতীয় কাউন্সিলের মাধ্যমে পার্টি পরিচালনার জন্য যোগ্য নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করবে।

জাতীয় পার্টির যুগ্ম মহিলাবিষয়ক সম্পাদক শাহনাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন পার্টির কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, দলের মহাসচিব কাজী মামুনূর রশিদ, রাহগির আল মাহি সাদ এরশাদ, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী গোলাম সরোয়ার মিলন, শফিকুল ইসলাম সেন্টু, সুনীল শুভরায়, রফিকুল হক হাফিজ, ফখরুজ্জামান জাহাঙ্গীর, এমএ গোফরান, নুরুল ইসলাম মিলন, নুরুল ইসলাম নূরু, জাহাঙ্গীর আলম পাঠান, শফিকুল ইসলাম শফিক, খন্দকার মনিরুজ্জামান টিটু, পীরজাদা জুবায়ের আহমেদ, মোস্তাকুর রহমান মোস্তাক, ফখরুল আহসান শাহজাদা, শারমিন পারভিন লিজা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএল, বিগ ব্যাশ মাতানো বিধ্বংসী অলরাউন্ডার এবার বিপিএলে

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

কেরানীগঞ্জে আগুন লাগা ভবন থেকে জীবিত উদ্ধার ৪২

নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি গ্রেপ্তার

কলকাতায় মেসি, জেনে নিন কখন কী করবেন

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে ইরাক-রাশিয়া

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আজই আবেদন করুন

নিখোঁজ প্রতিবন্ধী শিশুর লাশ মিলল পুকুরে

জেলা নির্বাচন কার্যালয়ে আগুন, পুড়েছে নথিপত্র

১০

সরকারকে সহযোগিতা করা জরুরি : রাষ্ট্রদূত মুশফিক

১১

তিন দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রাও একই

১২

সরে দাঁড়ালেন সৌম্যসহ ৫ ক্রিকেটার, ডাক পেলেন যারা

১৩

সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মামলা

১৪

লোকসানের ঝুঁকি নিয়েও আলু চাষে নেমেছেন কৃষকরা

১৫

গুলিবিদ্ধ ওসমান হাদিকে নিয়ে যে বিবৃতি দিল বিসিবি

১৬

মধ্যরাতে হাদিকে নিয়ে নাহিদের আবেগঘন পোস্ট

১৭

অন্তর্বর্তী সরকারের কাছে মির্জা ফখরুলের যে আহ্বান

১৮

আবুল খায়ের গ্রুপে চাকরি, থাকছে না বয়সসীমা

১৯

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে যত খেলা

২০
X