কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির সমাবেশ হবে নজিরবিহীন : রিজভী

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কথা বলছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কথা বলছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় বুধবার (১২ জুলাই) নজিরবিহীন সমাবেশ হবে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

রিজভী বলেন, জনসমাবেশ ঘিরে পুলিশ নানাভাবে নেতাকর্মীদের নির্যাতন, হয়রানি করে যাচ্ছে। তারা গায়েবি মামলা দিচ্ছে। মাইকিংয়ে বাধা দিয়েছে। কিন্তু গ্রেপ্তার ও হয়রানি কোনো কিছুতেই নেতাকর্মীদের দমাতে পারেনি। আগামীকালের জনসমাবেশে বিপুল তরঙ্গ ও স্রোত তৈরি হবে। এই সমাবেশ একেবারই ব্যতিক্রম এবং নজিরবিহীন হবে। কারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে।

তিনি বলেন, আমাদের চলমান আন্দোলনের কাফেলায় যারা শামিল থাকবে তারা হবে একবিংশ শতাব্দীর নতুন মুক্তিযোদ্ধা। যারা বিরুদ্ধাচরণ করবে তারা হবে নব্য রাজাকার। আজকে ১৪-১৫ বছর ধরে শেখ হাসিনা আওয়ামী ও বাকশালী চেতনা দিয়ে পুলিশ-প্রশাসন সাজিয়েছে। আজকে একবার যদি সিংহাসন টলমল হয়ে যায়, গদি উল্টাতে শুরু করে তখন কিন্তু ডানে বামে পুলিশ-প্রশাসন, বিডিআর সব চলে যায়। এখনো সময় আছে প্রধানমন্ত্রী নিজের বোধ ফিরিয়ে আনুন। তা না হলে দেশের মানুষ কোনোদিন ক্ষমা করবে না।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মো. আব্দুস সালামের আরোগ্য কামনায় এই অনুষ্ঠান হয়। সালামসহ অসুস্থ নেতাকর্মীদের রোগমুক্তির জন্য দোয়া কামনা করা হয়। এ সময় মাহফিলে ঢাকা মহানগর বিএনপির নবীউল্লাহ নবী, প্রকৌশলী ইশরাক হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন, সরকারের নির্যাতন-নিপীড়ন, গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যা এসবে আর কেউ ভয় পাচ্ছে না। কারণ অনেক হয়েছে। চৌধুরী, আলম, এম ইলিয়াস আলীসহ অনেকেই আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। আমরা তো হাত গুটিয়ে ঘরে বসে থাকতে পারি না। রাজপথে যদি প্রতিবাদ করতে না পারি, সত্য উচ্চারণ করতে না পারি, ইথারে ইথারে যদি আমাদের কণ্ঠকে উচ্চারিত করতে না পারি তাহলে স্বৈরাচারী দানব সরকার সিন্দাবাদের জিনের মতো জনগণের ঘারের ওপর দীর্ঘদিন বসে থাকার চেষ্টা করবে। কিন্তু আমাদের ইতিহাস সেটি নয়। আমাদের পদ্মা-মেঘনা-মধুমতির পানিতে অনেক রক্ত মিশেছে। পূর্বপুরুষদের অনেক জীবন চলে গেছে। তাদের বিনিময়ে আমরা স্বাধীনতা ও পতাকা পেয়েছি। বেঁচে থাকার মন্ত্রণা পেয়েছি। তাই কেউ নতুন করে যদি চিন্তা করে বাংলাদেশের মানচিত্র পরাধীন করে কর্তৃত্ব আজীবনের জন্য ধরে রাখবে বাংলার মাটি সেটা সহ্য করবে না। শেখ হাসিনা ভুল ধারণা তৈরি করেছেন।

তিনি বলেন, আজকে বিশ্বের যারা গণতন্ত্র ও মানুষের মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে তারা হাসিনার বিরুদ্ধে ধিক্কার দিচ্ছে , ঘৃণা জানাচ্ছে। নিজেরে দেশের মানুষের গলায় ফাঁসির দড়ি পরিয়েছে সরকার। তারা গোটা দেশের মানুষকে বন্দি করে দেশকে বন্দিশালায় পরিণত করেছেন। কিন্তু সরকারের শেষ রক্ষা হবে না। দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণ মুক্তি পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাকে পুলিশে দিল জনতা

ভারতকে নিরাপদ বলছে আইসিসি, মানছে না বাংলাদেশ

সুষ্ঠু ভোট নিশ্চিত করতে অপরাধীদের তথ্য দেওয়ার আহ্বান সাতক্ষীরার পুলিশ সুপারের

পেছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে : ডা. রফিক

বিএনপির প্রার্থীকে শোকজ

রাবি অধ্যাপকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা

এবার রাজপথে নামলেন ইরানের প্রেসিডেন্ট

নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের গ্রেপ্তারের খবর নিয়ে যা জানা গেল

কত আসনে লড়বে এনসিপি, জানালেন আসিফ

বিএনপিতে যোগ দিলেন জাপা-এনসিপির ৫ শতাধিক নেতাকর্মী

১০

পুলিশ সদস্যকে ‘ছুরি’ দেখিয়ে ২ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৪

১১

ইসলামপন্থিদের ভোট এক বাক্সে আনার পরিকল্পনা কার, যা বলছেন মুফতি ফয়জুল করীম

১২

সব রেকর্ড ভেঙে স্বর্ণের দামে ইতিহাস, ভরি কত?

১৩

ঢাকায় পৌঁছালেন বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

১৪

ইউরোপ থেকে বড় দুঃসংবাদ পেল ইরান

১৫

স্বতন্ত্র প্রার্থীর অনুষ্ঠানে হামলা, খাবার লুট

১৬

আসিফ নজরুলের বক্তব্য আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত নয়: বিসিবি

১৭

সীমান্তে মসুর ক্ষেতে মিলল পিস্তলসহ তাজা গুলি

১৮

গরু ভাগাভাগির দ্বন্দ্বে ছেলের হাতে বাবা খুন

১৯

৪৩ পণ্য ও সেবা রপ্তানি প্রণোদনার মেয়াদ বাড়ল

২০
X