মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির সমাবেশ হবে নজিরবিহীন : রিজভী

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কথা বলছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কথা বলছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় বুধবার (১২ জুলাই) নজিরবিহীন সমাবেশ হবে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

রিজভী বলেন, জনসমাবেশ ঘিরে পুলিশ নানাভাবে নেতাকর্মীদের নির্যাতন, হয়রানি করে যাচ্ছে। তারা গায়েবি মামলা দিচ্ছে। মাইকিংয়ে বাধা দিয়েছে। কিন্তু গ্রেপ্তার ও হয়রানি কোনো কিছুতেই নেতাকর্মীদের দমাতে পারেনি। আগামীকালের জনসমাবেশে বিপুল তরঙ্গ ও স্রোত তৈরি হবে। এই সমাবেশ একেবারই ব্যতিক্রম এবং নজিরবিহীন হবে। কারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে।

তিনি বলেন, আমাদের চলমান আন্দোলনের কাফেলায় যারা শামিল থাকবে তারা হবে একবিংশ শতাব্দীর নতুন মুক্তিযোদ্ধা। যারা বিরুদ্ধাচরণ করবে তারা হবে নব্য রাজাকার। আজকে ১৪-১৫ বছর ধরে শেখ হাসিনা আওয়ামী ও বাকশালী চেতনা দিয়ে পুলিশ-প্রশাসন সাজিয়েছে। আজকে একবার যদি সিংহাসন টলমল হয়ে যায়, গদি উল্টাতে শুরু করে তখন কিন্তু ডানে বামে পুলিশ-প্রশাসন, বিডিআর সব চলে যায়। এখনো সময় আছে প্রধানমন্ত্রী নিজের বোধ ফিরিয়ে আনুন। তা না হলে দেশের মানুষ কোনোদিন ক্ষমা করবে না।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মো. আব্দুস সালামের আরোগ্য কামনায় এই অনুষ্ঠান হয়। সালামসহ অসুস্থ নেতাকর্মীদের রোগমুক্তির জন্য দোয়া কামনা করা হয়। এ সময় মাহফিলে ঢাকা মহানগর বিএনপির নবীউল্লাহ নবী, প্রকৌশলী ইশরাক হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন, সরকারের নির্যাতন-নিপীড়ন, গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যা এসবে আর কেউ ভয় পাচ্ছে না। কারণ অনেক হয়েছে। চৌধুরী, আলম, এম ইলিয়াস আলীসহ অনেকেই আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। আমরা তো হাত গুটিয়ে ঘরে বসে থাকতে পারি না। রাজপথে যদি প্রতিবাদ করতে না পারি, সত্য উচ্চারণ করতে না পারি, ইথারে ইথারে যদি আমাদের কণ্ঠকে উচ্চারিত করতে না পারি তাহলে স্বৈরাচারী দানব সরকার সিন্দাবাদের জিনের মতো জনগণের ঘারের ওপর দীর্ঘদিন বসে থাকার চেষ্টা করবে। কিন্তু আমাদের ইতিহাস সেটি নয়। আমাদের পদ্মা-মেঘনা-মধুমতির পানিতে অনেক রক্ত মিশেছে। পূর্বপুরুষদের অনেক জীবন চলে গেছে। তাদের বিনিময়ে আমরা স্বাধীনতা ও পতাকা পেয়েছি। বেঁচে থাকার মন্ত্রণা পেয়েছি। তাই কেউ নতুন করে যদি চিন্তা করে বাংলাদেশের মানচিত্র পরাধীন করে কর্তৃত্ব আজীবনের জন্য ধরে রাখবে বাংলার মাটি সেটা সহ্য করবে না। শেখ হাসিনা ভুল ধারণা তৈরি করেছেন।

তিনি বলেন, আজকে বিশ্বের যারা গণতন্ত্র ও মানুষের মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে তারা হাসিনার বিরুদ্ধে ধিক্কার দিচ্ছে , ঘৃণা জানাচ্ছে। নিজেরে দেশের মানুষের গলায় ফাঁসির দড়ি পরিয়েছে সরকার। তারা গোটা দেশের মানুষকে বন্দি করে দেশকে বন্দিশালায় পরিণত করেছেন। কিন্তু সরকারের শেষ রক্ষা হবে না। দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণ মুক্তি পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত ট্রেনে পপকর্ন বিক্রেতাকে হত্যা

আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, গ্রেপ্তার ২৪

বস্তিবাসীর জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও স্থায়ী পুনর্বাসনের আশ্বাস আমিনুল হকের

দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: সাকি

তিন মামলায় আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি গ্রেপ্তার

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে : ডা. শাহাবুদ্দিন

‘যারা কাসেমীর ফাঁদে পড়েছ, আমার সঙ্গে যোগাযোগ করো’

ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘ ইতালির আত্মপ্রকাশ

১০

শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়া পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

১১

‘হাসিনার কালো আইন বাতিল করুন, না হয় নিবন্ধন দিন’

১২

বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

আহত শিশুকে নেওয়া হলো হাসপাতালে, সড়কে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত

১৪

বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৫

যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের ২ সদস্য বরখাস্ত

১৬

দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

১৭

লাভের আশায় কৃষকের আগাম ফুলকপি চাষ

১৮

বাউল শিল্পীদের মারধরের ঘটনায় মামলা

১৯

না ফেরার দেশে মেসিকে আর্জেন্টিনা দলে আনার মূল কারিগর

২০
X