কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০৮:২৮ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের আহ্বান খেলাফত মজলিসের

খেলাফত মজলিসের লোগো। ছবি : সংগৃহীত
খেলাফত মজলিসের লোগো। ছবি : সংগৃহীত

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের যৗথ এক বিবৃতিতে বলেছেন, আজকে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের গাজার যে ন্যক্কারজনক গণহত্যা চালাচ্ছে তা ইতিহাসে নজিরবিহীন। ইসরায়েলের যুদ্ধবাজ নেতানিয়াহু সরকার কারও কথায় কর্ণপাত করছে না। এমনকি যুদ্ধ বন্ধে জাতিসংঘের রেজুলেশনেরও তোয়াক্কা করছে না।

সম্প্রতি গাজার প্রায় ৩৪ হাজার ফিলিস্তিনি নারী-পুরুষ শিশুকে হত্যা করা হয়েছে। ইসরায়েলের এ বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। একইসঙ্গে গাজায় ইসরায়েলের এ নৃশংস গণহত্যা বন্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

আজ রোববার (৭ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে তারা এসব কথা বলেন।

নেতৃদ্বয় বলেন, ঈদুল ফিতর মুসলমানদের জন্য পরম আনন্দের দিন, জাতীয় সাংস্কৃতিক চেতনার প্রধান দিন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও ইবাদত বন্দেগির মাধ্যমে অতিবাহিত করার পর এ দিনটি আমাদের জন্য খুশির বার্তা নিয়ে আসে। ঈদুল ফিতর আমাদের রুচিশীল ও মননশীল সংস্কৃতির শিক্ষা দেয়। ঈদুল ফিতর মুসলমানদের জীবনে শুধু আনন্দ উৎসবই নয় বরং এটি একটি মহান ইবাদত। যার মাধ্যমে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা পায়। ধনী-গরিব, সাদা-কালো, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে যায়। এদিন ঈদ জামায়াতে শামিল হয়ে মহান আল্লাহর প্রতি শুকরিয়ায় নুয়ে পড়ে। তাই ঈদের দিন প্রয়োজন মহান আল্লাহর কাছে আমাদের নিজেদের এবং মৃত ব্যক্তিদের জন্য ক্ষমা প্রার্থনা করা। সাথে সাথে অসুস্থ ও অসহায় মানুষের কষ্ট লাঘবের চেষ্টা করা। ঈদের দিন হোক নির্মল আনন্দের দিন।

তারা আরও বলেন, এবারের রমজান ও ঈদুল ফিতরে দ্রব্যমূল্যের কষাঘাতে বাংলাদেশে হাহাকার বিরাজ করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের বেহাল দশা। দেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক অবস্থা ক্রমশই সংকটাপন্ন হয়ে যাচ্ছে। চারদিকে দুর্ভিক্ষের আলামত লক্ষ করা যাচ্ছে। রাজধানীতে ভিক্ষুকের ঢল এ আলামতের ছোট নমুনা। দেশ ও দেশের জনগণ আজ ঋণে জর্জরিত। সরকারকে আবার ঋণ করে বিদেশি ঋণ পরিশোধ করতে হচ্ছে। দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক। এ অবস্থায় ঈদ আনন্দে সকলে যাতে শরিক হতে পারে সামর্থবানদের সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।

খেলাফত মজলিসের শীর্ষ দুই নেতা বলেন, কর্তৃত্ববাদী শাসনের কারণে দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার আজ পদদলিত। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বও আজ হুমকির সম্মুখীন। পার্শ্ববর্তী দেশের হস্তক্ষেপে সরকার গঠনে এ দেশের জনগণের মতের প্রতিফলন ঘটছে না। ভারত সীমান্তে বিডিআরসহ বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা করা হচ্ছে। মিয়ানমার সীমান্তও অরক্ষিত হয়ে পড়েছে। পার্বত্য অঞ্চল সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর অভয়ারণ্যে পরিণত হয়েছে। বান্দরবানে মসজিদ থেকে অপহরণ, দিনে দুপুরে ব্যাংক ডাকাতিসহ বিভিন্ন অপতৎপরতা রোধে সরকার ব্যর্থ। বিরোধী মতের রাজনৈতিক নেতাকর্মী, আলেম-উলামাদের ওপর পরিচালিত জেল-জুলুম, নির্যাতন, হামলা-মামলা বন্ধ ও কর্তৃত্ববাদী শাসনের অবসানসহ সার্বিক সংকট উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে। নেতৃদ্বয় আরও বলেন, যুদ্ধ বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণে জাতিসংঘ ও মুসলিম বিশ্বকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের জাতিগত নির্যাতনের শিকার হয়ে লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এসব উদ্বাস্তু রোহিঙ্গা জনগোষ্ঠীকে নাগরিক অধিকার দিয়ে আরাকানে ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমার সরকারের কোনো সদিচ্ছা দেখা যাচ্ছে না। বাংলাদেশকে এ বিষয়ে কার্যকর ভূমিকা পালন করতে হবে। নেতৃবৃন্দ ফিলিস্তিন, আরাকানসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের সকল নির্যাতিত মানুষের মুক্তি কামনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটকীয় জয়ের পরও নিজের ভুলে হতবাক আকবর

স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান : প্রধান উপদেষ্টা

নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

ভূমিকম্পে ছেলের পর এবার চিকিৎসাধীন বাবার মৃত্যু

তারেক রহমানের জন্মদিনে ৫ হাজার মানুষকে উপহার দিলেন যুবদল নেতা

জামায়াতের নাড়িপোতা পাকিস্তানে : মাহমুদ হাসান 

ঐক্যবদ্ধভাবে পরস্পরের পাশে দাঁড়ানোর আহ্বান গণসংহতির

তারেক রহমান : ইতিহাসের অগ্নিপথ পেরিয়ে জাতির প্রত্যাশার শিখরে

ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে আগুন, গ্রেপ্তার ৪ 

শিক্ষা ক্যাডারে পদোন্নতি, সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ কর্মকর্তা

১০

ডেজার আলোচনা সভা ও স্মরণিকা উন্মোচন

১১

ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১০, আহত সাড়ে চারশর বেশি

১২

তারেক রহমানের জন্মদিনে রক্তস্পন্দনের ব্যতিক্রমী উদ্যোগ

১৩

শুক্রবারও কমলো স্বর্ণের দাম

১৪

এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম 

১৫

ঢাকায় ভূমিকম্পে নিহত রাফির দাফন হবে বগুড়ায় 

১৬

শতাধিক ছিন্নমূল মানুষকে এক বেলা পেট পুরে খাওয়ালেন তরুণরা

১৭

ট্রেনে অগ্নিসংযোগ, যুবলীগ কর্মী গ্রেপ্তার

১৮

শরীয়তপুরকে হিংসা-সন্ত্রাসমুক্ত করতে পাঠিয়েছেন তারেক রহমান : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৯

পুরান ঢাকায় নিহত ৩ জনের পরিচয় জানা গেল

২০
X