কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ০১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীর বিভিন্ন এলাকায় জামায়াতের ইসতিসকার নামাজ

মহানগরী উত্তরের উত্তরা জোন আয়োজিত ইসতিস্কার নামাজে ইমামতি করেন জামায়াত নেতা ড. মুহাম্মদ রেজাউল করিম। ছবি : কালবেলা
মহানগরী উত্তরের উত্তরা জোন আয়োজিত ইসতিস্কার নামাজে ইমামতি করেন জামায়াত নেতা ড. মুহাম্মদ রেজাউল করিম। ছবি : কালবেলা

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে রাজধানীর বিভিন্ন এলাকায় সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। এ সময় অনাবৃষ্টি ও তীব্র দাবদাহ থেকে পরিত্রাণের জন্য মহান আল্লাহ তায়ালার রহমত কামনা করা হয়।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ঢাকা মহানগরী উত্তরের উত্তরা জোন আয়োজিত ইসতিসকার নামাজে অংশ নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহনগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

এ সময় তিনি বলেন,

সারাদেশে তীব্র তাপপ্রবাহ চলছে। দীর্ঘদিনেও বৃষ্টির দেখা মিলছে না। তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে এবং ব্যাহত হচ্ছে দৈনন্দিন জীবনযাত্রাও। এমতাবস্থায় আমাদের আত্মসমালোচনার সময় এসেছে। হয়তো আমাদের পাপের কারণেই আল্লাহ তায়ালা আমাদের শাস্তির মুখোমুখি করেছেন। তাই আমাদের অতীত পাপের কথা স্মরণ করে বেশি ইসতিগফারসহ আল্লাহর রহমত কামনায় সিজদায় অবনত হতে হবে।

নামাজে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরা অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলম, উত্তরা পশ্চিম থানা আমীর মাজহারুল ইসলাম, তুরাগ দক্ষিণ থানা আমীর মাহবুবুর রহমান, উত্তরা মডেল থানা আমীর হারুন অর রশিদ তারেক, খিলক্ষেত পশ্চিম থানা আমীর সরদার আব্দুল কাদের, উত্তরা পূর্ব থানা আমীর মাহফুজুর রহমান প্রমুখ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের গুলশান অঞ্চলের উদ্যোগে বনানীতে ইসতেস্কার নামাজ আদায় করা হয়েছে। নামাজে ঈমামতি করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, ঢাকা মাহনগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও গুলশান জোন পরিচালক মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, বনানী থানা আমীর মিজানুর রহমান খান, গুলশান পূর্ব থানা আমীর আবু জুনায়েদ, গুলশান পশ্চিম থানা আমীর মাহমুদুর রহমান আজাদ প্রমুখ। সালাতে স্থানীয় শিক্ষক, আলেম উলামাসহ বিপুলসংখ্যক মুসল্লি মানুষ অংশগ্রহণ করেন।

ঢাকা মহানগরী উত্তর উলামা বিভাগের উদ্যোগে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। মগবাজারের একটি ঈদগাহে অনুষ্ঠিত নামাজে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী উলামা বিভাগের সভাপতি ড. হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন ড. কামরুল হাসান শাহিন, ড. আব্দুল জব্বার খান, মাওলানা আব্দুল হালিম, হাফেজ শেখ আসাদুর রহমান প্রমুখ।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উত্তরা পূর্ব জোনের উদ্যোগে বিমানবন্দর দক্ষিণখান সড়কের পাশে আশকোনার খোলা মাঠে অনুষ্ঠিত হয় ইসতিসকার নামাজ। নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জামাল উদ্দিন, মহানগরীর শুরা সদস্য, বিমানবন্দর থানা আমীর মাওলানা এ হক মোল্লা, জামায়াত নেতা ডা. আবু আম্মার, মাওলানা এম আলম, এম এস শাহনেওয়াজ, আবু আব্দুল্লাহ সাদিক, মাওলানা হাসনাইন আহমেদসহ স্থানীয় নেতারা। এ ছাড়া বিপুলসংখ্যক স্থানীয় সাধারণ মুসল্লিরা অংশ নেন।

মোহাম্মদপুরে বৃষ্টির জন্য নামাজ আদায় করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। ঢাকা মহানগরী উত্তর এর উদ্যোগে মোহাম্মদপুরের একটি খোলা মাঠে ইসতেসকার নামাজের আয়োজন করা হয়। নামাজে ইমামতি করেন স্থানীয় মসজিদের ইমাম আব্দুল্লাহ আল মামুন। উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও ঢাকা মহানগরী উত্তরের সভাপতি শ্রমিক নেতা মাওলানা মো. মহিব্বুল্লাহ। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরি কমিটি সদস্য ও ঢাকা মহানগরী উত্তররের সহসভাপতি শ্রমিক নেতা মো. মিজানুল হক, মহানগরীর সহসাধারণ সম্পাদক ও কাফরুল জোন পরিচালক শ্রমিক নেতা মো. মিজানুর রহমান, মোহাম্মদপুর জোনের সকল থানা সভাপতি ও সাধারণ সম্পাদকরা। এ ছাড়া এলাকার মুসল্লিরাও উপস্থিত ছিলেন।

রূপনগরের ইস্টার্ন হাউজিং মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের পল্লবী অঞ্চলের উদ্যোগে দো’য়া চেয়ে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে উপস্থিত ছিলেন ঢাকা মাহনগরী উত্তরের জামায়াতের কর্মপরিষদ সদস্য নাসির উদ্দীন। পল্লবী থানা আমীর মাওলানা সাইফুল কাদেরের পরিচালনায় নামাজে আরও উপস্থিত ছিলেন রূপনগর থানার আমির আবু হানিফ, পল্লবী দক্ষিণ থানা আমীর আশরাফুল আলম, পল্লবী মধ্য থানার আমির আবুল কালাম পাঠান প্রমুখ। নামাজের ইমামতি করেন মাওলানা মুফতি মনির হোসেন।

বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তর ইসতিসকার নামাজের আয়োজন করে। রাজধানীর একটি ঈদগাহ মাঠে এ নামাজের আয়োজন করা হয়। নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা মো. ইব্রাহিম খলিল। উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তর সাধারণ সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা এইচ এম আতিকুর রহমান। আরও উপস্থিত ছিলেন মহানগরী উত্তর সহসাধারণ সম্পাদক শ্রমিক নেতা মো. আ. হালিম, মো. হোসাইন আহমেদ, পল্লবী দক্ষিণ থানা সভাপতি মো. আ. কাদের ভুইঁয়া, পল্লবী উত্তর থানা সভাপতি মো. মহিব্বুল্লাহসহ স্হানীয় মুসল্লিরা।

ভাসানটেক হাইস্কুল মাঠে ইসতিসকার নামাজের আয়োজন করে জামায়াত। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও কাফরুল অঞ্চলের সহকারী পরিচালক মুহাম্মদ শহিদুল্লাহ, ভাসানটেক থানা সেক্রেটারি হাফেজ আলী হোসাইন, থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মাহতাব উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ সাক্ষাৎকারে খুশী কবির / নারীর অধিকার খর্ব করে টেকসই উন্নয়ন সম্ভব নয়

সৌন্দর্যের ডালি সাজিয়েছে লাল টুকটুকে কৃষ্ণচূড়া

লিফট কিনতে ফিনল্যান্ড গেলেন ঢাবি প্রো-ভিসিসহ ৪ জন

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

সরকার পতনে বিরোধী দলগুলো একাত্ম : ড. মঈন খান

আজ থেকে ট্রেনে বাড়তি ভাড়া

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৬

মায়ামিতে বিশ্বজয়ী মেসির আরেক সতীর্থ!

কাভার্ডভ্যানের ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত

ট্রাকের ধাক্কায় ২ নির্মাণশ্রমিক নিহত

১০

ব্রাজিলে ভারী বৃষ্টিপাতে নিহত ৩৯

১১

বনানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

১২

দুর্ঘটনার ২১ ঘণ্টা পার হলেও শেষ হয়নি উদ্ধার অভিযান

১৩

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার খবর কী

১৪

স্টার্ক দেখালেন কেন তিনি সবচেয়ে দামি?

১৫

গুদামের চাবি নিয়ে লাপাত্তা খাদ্য কর্মকর্তা

১৬

যুক্তরাষ্ট্রের ভণ্ডামির মুখোশ উন্মোচন হয়ে গেছে : ইরান

১৭

দুপুরের মধ্যে ঝড়ের আভাস, ৭ অঞ্চলে সতর্কসংকেত

১৮

ঢাকাসহ যে ৫ বিভাগে শিলাবৃষ্টির পূর্বাভাস

১৯

হাতের টানে ওঠে যাচ্ছে রাস্তার পিচ

২০
*/ ?>
X