কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৪, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতারা নিজেদের ভেতরকার অস্থিরতা আড়াল করতে চাচ্ছে : প্রিন্স

নেত্রকোনায় প্রতিনিধি সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা
নেত্রকোনায় প্রতিনিধি সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগের নেতারা প্রতিনিয়ত অসত্য ও বিভ্রান্তিকর কথা বলে নিজেদের ভেতরকার অস্থিরতা আড়াল করতে চাচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ চাপে আছে বলেই তাদের কথাবার্তায় নার্ভাসনেস প্রকাশ পাচ্ছে। আন্দোলন ও জনমতকে ষড়যন্ত্র আখ্যায়িত করে আওয়ামী লীগ গণতন্ত্র ও ভোট ছাড়াই বিদেশি শক্তির সহায়তায় ষড়যন্ত্র করে ক্ষমতায় টিকে থাকতে চায়।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে নেত্রকোনা জেলা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমরান সালেহ প্রিন্স।

প্রতিনিধি সভায় তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে সরকার ভয় পায়, সে কারণে তার সঠিক সুচিকিৎসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আইনের ফাঁদে নয়, সরকারের ষড়যন্ত্রের ফাঁদে বেগম খালেদা জিয়াকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে। আইন নিজস্ব গতিতে চললে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায় দূরের কথা, মামলাই চলত না।

তিনি বলেন, ৭ জানুয়ারি নির্বাচন জনগণ স্বতঃস্ফূর্তভাবে বর্জন ও প্রত্যাখ্যান করার প্রেক্ষাপটে এখন উপজেলা নির্বাচন পরিকল্পিতভাবে আবার সাজানো পাতানো নির্বাচনী দেখানোর জন্য সরকার ফাঁদ পেতেছে। উপজেলা নির্বাচনের নামে গণতন্ত্র হত্যাকারী, নির্বাচনী ব্যবস্থা ধ্বংসকারী সরকার অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করছে। এক দফা আন্দোলনরত নেতাকর্মীরা সরকারে এজেন্ডা বাস্তবায়নের সহযোগী হতে পারেন না। তার পরও যদি কেউ সরকারের এই ফাঁদে পা দেয়, তবে তাদের বিরুদ্ধে দল কঠিন ব্যবস্থা দ্বিধা করবে না। তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি উপজেলা নির্বাচন বর্জন ও প্রত্যাখ্যান করতে গণসংযোগ, কর্মিসভাসহ প্রচার জোরদার করার আহ্বান জানান।

নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হকের সভাপতিত্বে তার বাসভবনে ও যুগ্ম আহ্বায়ক সুজাত উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন। বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান, অ্যাডভোকেট নুরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান দুদু, বিএনপি নেতা শফিকুল কাদের সুজা, কলমাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান পাঠান, কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান ভূইয়া, মোহনগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কারনায়েন, বারহাট্টা উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাক আহমেদ, বিএনপি নেতা বাবুল আলম তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা শ্রমিক দলের সভাপতি আতিকুর রেজা খোকন, জেলা কৃষক দলের সভাপতি সালাহউদ্দিন মিল্কি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই রইস উদ্দিনের বাড়িতে অপু বিশ্বাস

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদত্যাগ

পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে কিম জং উনের নতুন হুমকি

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদের খোঁজে দুদক

১৮০ টাকার জন্য পরীক্ষা দিতে দিলেন না প্রধান শিক্ষক

৪১ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, যেভাবে জানা যাবে

ভুলেও প্রেসার কুকারে রান্না করবেন না যে ৫ খাবার

আলো-অন্ধকারের দার্শনিক জহির রায়হানের জন্মবার্ষিকীতে গভীর অভিবাদন

‘ত্রাণ নয়, রাস্তা চাই’

১০

‘ডাকসুকে ব্যবহার করে বড় নেতা হয়েছেন, শিক্ষার্থীদের উন্নয়ন হয়নি’

১১

প্রতিজ্ঞা ভেঙে হোয়াইট হাউসে স্যুট পরে হাজির জেলেনস্কি

১২

এনসিপি থেকে বহিষ্কার হয়ে মাহিনের ‘বিস্ফোরক’ মন্তব্য

১৩

বেরোবিতে তৃতীয় দিনেও অনশন চলছে, গঠনতন্ত্র চূড়ান্তে ইউজিসির সভা বৃহস্পতিবার

১৪

মাটির নিচে মিলল পিস্তল-গুলি

১৫

জুলাই গণহত্যার আসামির জামিন বিষয়ে আইন উপদেষ্টার বক্তব্য

১৬

নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া-আসা করলে কি ৪০ দিনের ইবাদত নষ্ট হয়ে যায়?

১৭

হঠাৎ অবসরে যাওয়ার ঘোষণা দিলেন মার্কিন বিমানবাহিনীর প্রধান

১৮

ইসিকে ৪০ লাখ ইউরো সহায়তা দেবে ইইউ

১৯

ভারতীয়রা কেন অন্ধভাবে ইসরায়েলকে সমর্থন করে?

২০
X