কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৪, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাংক লুটের টাকায় বিদেশে সেকেন্ড হোম করা হয়েছে : আমিনুল হক 

পথচারীদের মাঝে বোতলজাত খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণের অনুষ্ঠানে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক। ছবি : কালবেলা
পথচারীদের মাঝে বোতলজাত খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণের অনুষ্ঠানে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক। ছবি : কালবেলা

আওয়ামী লীগ সরকার ব্যাংক লুটের টাকা দিয়ে বিদেশে সেকেন্ড হোম তৈরি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক।

রোববার (৫ মে) দুপুরে ঢাকা মহানগর উত্তরের ৪০ ও ২৮ নম্বর ওয়ার্ডে পৃথক কর্মসূচিতে অংশ নিয়ে আমিনুল হক এসব কথা বলেন। তীব্র দাবদাহে অতিষ্ঠ সাধারণ জনগণ ও পথচারীদের মাঝে বোতলজাত খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণে ভাটারা থানাধীন ৪০ নম্বর ওয়ার্ড ও শেরেবাংলা নগর থানার ২৮ নম্বর ওয়ার্ড বিএনপি পৃথকভাবে এই কর্মসূচির আয়োজন করে।

আমিনুল হক বলেন, আওয়ামী সরকার তার কতিপয় লোক দিয়ে দেশের ব্যাংকগুলো লুটপাট করেছে। লুটপাটকৃত টাকা নিয়ে তারা ইউরোপ, আমেরিকা, কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাইতে সেকেন্ড হোম তৈরি করেছে।

তিনি বলেন, ব্যাংক লুটপাটের ফলে দেশের অর্থনীতি যে সংকটের মুখে পড়েছে- এটা কিন্তু দেশের জনগণকেই সাফার করতে হচ্ছে। এর ভোগান্তি জনগণকেই পোহাতে হবে। কারণ তারা যে টাকাটা দেশ থেকে বিদেশে পাচার করেছে- এই টাকার মালিক হলো এ দেশের জনগণ।

আমিনুল হক বলেন, দেশে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, জনজীবনে নাভিশ্বাস উঠেছে। দ্রব্যমূল্যের পাশাপাশি জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুতের এতটাই মূল্যবৃদ্ধি পেয়েছে যে, মানুষের বেঁচে থাকার যে মাধ্যম সেখান থেকেও তারা বঞ্চিত হচ্ছে।

তিনি বলেন, আওয়ামী সরকার গত ১৫ বছর ধরে এ দেশের জনগণের ওপর চেপে বসে আছে। দেশের গণতন্ত্র, ভোটের অধিকার হরণ করেছে তারা। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা- একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা, সেই প্রত্যাশাও হরণ করা হয়েছে।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী সরকার দেশের জনগণের ভোটে নির্বাচিত হতে চায় না। কারণ তারা জানে, এ দেশের জনগণ তাদের সঙ্গে নেই। দেশের মানুষের ওপর আওয়ামী সরকার যেভাবে দুঃশাসন, অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে- তাতে এই আওয়ামী লীগ সরকার জানে, দেশের জনগণ তাদের ভোট দেবে না।

ভাটারার আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম হাতির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান সরকারের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, হাজী ইউসুফ, কেন্দ্রীয় নেতা এবিএমএ রাজ্জাক, আজহারুল ইসলাম সেলিম, আফতাব উদ্দিন জসিম, ভাটারা থানা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, মো. সেলিম মিয়া, শেরেবাংলা নগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজালাল সিকদার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিও আপনাদের সন্তান : তারেক রহমান

মায়ের সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না : লায়ন ফারুক

সিলেটে কঠোর নিরাপত্তা

জনসভা সকালে, রাত থেকে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

আগামী প্রজন্মকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সেলিমুজ্জামানের

শ্বশুরবাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ

ক্রিকেটারদের সঙ্গে জরুরী বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা

শ্বশুরবাড়িতে তারেক রহমান

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য

১০

সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির সঙ্গে আব্দুল আউয়াল মিন্টুর মতবিনিময়

১১

মেহেরপুরে জামায়াতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

১২

শ্বশুরবাড়ির পথে তারেক রহমান

১৩

ভোজ্যতেলে পুষ্টিমান নিশ্চিত করতে হবে

১৪

পে-কমিশনের প্রস্তাবে কোন গ্রেডে বেতন কত?

১৫

নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ

১৬

শাহজালালের মাজার ও ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান

১৭

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

১৮

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন

১৯

বিশ্বকাপ খেলতে মিরাকলের আশা বিসিবি সভাপতির

২০
X