বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তার উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
বৃহস্পতিবার (২৩ মে) রাত পৌনে ৯টায় সস্ত্রীক তিনি রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন। ঘণ্টাখানেক সেখানে অবস্থান শেষে ফিরোজা ত্যাগ করেন তারা।
সাক্ষাৎ প্রসঙ্গে লালু বলেন, প্রতি মাসেই তারা ম্যাডামের সঙ্গে দেখা করেন। এটা তাদের রুটিন সাক্ষাৎ।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, আলহামদুলিল্লাহ ম্যাডাম অনেকটা ভালো আছেন। তবে এর আগে উনি হাঁটতেন, আজকে হাঁটতে পারেননি।
মন্তব্য করুন