পর্তুগাল করেসপনডেন্ট
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

পর্তুগালে বাংলাদেশিদের বিজয় উৎসব 

পর্তুগালে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বিজয় দিবস উৎসব। ছবি : কালবেলা
পর্তুগালে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বিজয় দিবস উৎসব। ছবি : কালবেলা

বাংলাদেশিদের বিজয় দিবসের আনন্দে এক টুকরো বাংলাদেশ হয়ে উঠেছিল ইউরোপের প্রাচীন দেশ পর্তুগালের রাজধানী লিসবন। প্রথমবারের মতো পর্তুগালে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে বৃহৎ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল মহান বিজয় দিবস উৎসব।

রোববার (২৯ ডিসেম্বর) দিনব্যাপী লিসবনের মারতিম মুনিজ পার্কে এ বিজয় উৎসব অনুষ্ঠিত হয়।

লিসবনের জোন্তা ফ্রিগেসিয়া সান্তা মারিয়া মাইওরের প্রেসিডেন্ট ড. মিগেল কোয়ালু বিজয় দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশিরা তাদের স্বাধীনতার মাসে সুন্দরভাবে বিজয় উৎসব আয়োজন করছে। আমরা সাথে থাকতে পেয়ে আনন্দিত।

অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দ্বিতীয় পর্ব শুরু হয়। এ সময় লিসবনে বাংলাদেশ দূতাবাসের প্রধান এসএম গোলাম সরওয়ার, পর্তুগালের লিসবন মিউনিসিপ্যাল অ্যাসেম্বলি মেম্বার ও সোশ্যালিস্ট পার্টি নেতা অ্যাডভোকেট ড. জোসে লেইতাও, জুন্তা ফ্রেগেসিয়া আল্কান্তারার প্রেসিডেন্ট ড্যাবিড আমাদোসহ বিভিন্ন পর্তুগিজ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তাদের লাল সবুজ রঙের উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে পর্তুগালের বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন রনি হোসাইন ও আব্দুল হাকিম মিনহাজ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিজয় দিবস উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক রানা তাসলিম উদ্দিন।

উদযাপন কমিটির প্রধান রানা তাসলিম উদ্দিন বলেন, বাংলাদেশের সাথে পর্তুগালের সম্পর্ক দীর্ঘদিনের। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নিয়েছে ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে। এই আয়োজনের বাংলাদেশকে পর্তুগালের মানুষের কাছে আরও গভীর প্রকাশ করা হয়েছে। বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরতে এ ধরনের আয়োজন নিয়মিত হবে।

অনুষ্ঠানে শিল্পী নাদিম ওয়াহিদ দর্শকদের বাংলা গানে মাতিয়ে তোলেন। পর্তুগিজরা বাংলাদেশিদের মনোমুগ্ধকর এ বিজয় উৎসবে আনন্দিত হন। তারা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বাঙালিদের খাবারের স্বাদ গ্রহণ করেন। তারা বাঙালিদের আয়োজন প্রতি বছর করার জন্য সব সুযোগ-সুবিধা দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজনে ৪০টির মতো স্টলে বাংলাদেশি মানুষজন দেশীয় বিভিন্ন কৃষ্টি-সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি বিভিন্ন পিঠা, হস্তশিল্প ও বাংলাদেশি পণ্যের সমারোহ নিয়ে হাজির হন। বিজয় উৎসবে মিডিয়া পার্টনার হিসেবে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

১০

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

১১

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

১২

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

১৩

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

১৪

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

১৫

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

১৬

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

১৭

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

১৮

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

১৯

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

২০
X