প্রবাসীদের অধিকার নিশ্চিতে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানিয়েছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদের। পর্তুগালের লিসবনে প্রবাসী সংগঠন কাজা দো বাংলাদেশের উদ্যোগে লিসবনে অনুষ্ঠিত হয় এক মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী লিসবনের দিজাজ রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজা দো বাংলাদেশের সভাপতি রনি হোসাইন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স)। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (HRPB) প্রেসিডেন্ট সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাজা দো বাংলাদেশের প্রধান উপদেষ্টা রানা তাসলিম উদ্দীন, আব্দুল হাকিম মিনহাজ, মাসুম আহমদ, ইকবাল আহমদ কাঞ্চন, হাফিজ আল আসাদ, শাহিন সাঈদ, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রনি মোহাম্মদ, ডাল্টন জহির, জামিল আকবর শামীম, জামাল আহমদ, শামিম আহমদ, আশরাফ আহমদসহ প্রবাসী সমাজের বিভিন্ন নেতারা। বক্তারা তাদের বক্তব্যে বলেন, অ্যাডভোকেট মনজিল মোরসেদ দীর্ঘদিন ধরে বাংলাদেশে জনস্বার্থমূলক মামলা, পরিবেশ রক্ষা এবং মানবাধিকার প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখে আসছেন। বিশেষ করে নদী, খাল, পাহাড়, বনভূমি ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় তার নিরলস সংগ্রাম দেশ-বিদেশে প্রশংসিত। প্রবাসীরা আশা প্রকাশ করেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের অধিকার রক্ষা ও সমস্যার সমাধানেও তিনি তার কর্মকাণ্ড অব্যাহত রাখবেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মনজিল মোরসেদ তার বক্তব্যে প্রবাসীদের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান এবং বলেন, প্রবাসীরা দেশের রেমিট্যান্স নির্ভর অর্থনীতিকে সচল রাখছেন। দেশের বাইরে থেকেও তারা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। প্রবাসীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা এখন সময়ের দাবি। বাংলাদেশে তাদের অধিকার নিশ্চিত করতে হলে সমস্যা সমাধানে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অবদানকে রাষ্ট্রকে মূল্যায়ন করতে হবে এবং প্রবাসীদের সমস্যাগুলো নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অনুষ্ঠান শেষে উপস্থিত প্রবাসীরা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (HRPB)-এর পতাকা তলে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ ও প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সরকারের নিকট অতিদ্রুত প্রবাসী ট্রাইব্যুনাল গঠন করার দাবি জানান।
মন্তব্য করুন