

কানাডার ফেসবুক ও ইনস্টাগ্রামে সংবাদ বন্ধ করার প্রক্রিয়া শুরু করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। কানাডার পার্লামেন্টে একটি ‘বিতর্কিত’ আইন পাসের পর থেকে এই প্রক্রিয়া শুরু করে প্রতিষ্ঠানটি।
বুধবার (২ আগস্ট) যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফরচুন এ তথ্য জানিয়েছে।
আইনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে সংবাদ প্রচারের জন্য এসব প্ল্যাটফর্মের পক্ষ থেকে ‘নিউজ পাবলিশারকে’ অর্থ প্রদান করতে হবে।
এ আইনের প্রতিক্রিয়া হিসেবে মেটা এবং গুগল উভয় প্রতিষ্ঠানই ইতোমধ্যে কানাডার নাগরিকদের কাছে সংবাদ প্রচার সীমিত করতে কাজ শুরু করেছে।
২০২১ সালে অস্ট্রেলিয়ায় একই ধরনের আইনের কারণে সেখানেও সংবাদ প্রচার বন্ধ করে ফেসবুক।
গত বৃহস্পতিবার কানাডার সিনেটে অনলাইন নিউজ অ্যাক্ট পাস হয়। সেখানে মেটা ও গুগলের মতো প্রতিষ্ঠানকে সংবাদ প্রচারের জন্য গণমাধ্যম প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি ও কনটেন্ট প্রচারের জন্য অর্থ প্রদানের প্রয়োজনীয় আইন করা হয়েছে।
তবে এ বিষয়ে মেটা জানিয়েছে, এটা মৌলিকভাবে ত্রুটিপূর্ণ একটি আইন। আমাদের প্ল্যাটফর্মগুলো কীভাবে কাজ করে, তার বাস্তবতাকে এখানে উপেক্ষা করা হয়েছে।
মন্তব্য করুন