দৈনিক কালবেলার অনলাইনে ২৬ সেপ্টেম্বর ‘আল্লাহর ওয়াস্তে নিজের জীবনটা নিয়ে ভাবো, মির্জা ফখরুলের মেয়ের স্ট্যাটাস’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
ওই প্রতিবেদনের শিরোনাম ও ফটোকার্ড নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। কারণ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে সামারুহ মির্জার যে ফেসবুক স্ট্যাটাস নিয়ে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেখানে তিনি কথাগুলো ছাত্রদলের উদ্দেশে বলেছেন, নিজের বাবাকে উদ্দেশ্য করে নয়। পাঠক ভুল বুঝতে পারেন এই শঙ্কায় কালবেলা কর্তৃপক্ষ ফটোকার্ডটি প্রত্যাহার করে নিয়েছে ও প্রতিবেদনের শিরোনাম পরিবর্তন করেছে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য কালবেলা কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে। একইসঙ্গে ভবিষ্যতে এমন বিষয়ে সতর্ক থাকার জন্য কালবেলা টিমকে নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন