স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

শেষ বেলায় আক্ষেপ অ্যান্ডারসনের

বিদায় বেলায় জেমস অ্যান্ডারসন। ছবি : সংগৃহীত
বিদায় বেলায় জেমস অ্যান্ডারসন। ছবি : সংগৃহীত

উইকেটের দু’পাশে জিমি অ্যান্ডারসন ও গাস অ্যাটকিনসনের বোলিং আক্রমণ। শেষ ব্যাটার জেডেন সিলসকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১১৪ রানের ব্যবধানে হারাল ইংল্যান্ড। এমন জয়ের দিনেও সবাইকে আবেগতাড়িত করেছে অ্যান্ডারসনের বিদায়। শেষ বেলায় পরিবার, বন্ধু-বান্ধব, সতীর্থ, ভক্ত-সমর্থক—সবার ভালোবাসায় সিগ্ধ হলেন তিনি। কদিন পরই ৪২ বছর ছুঁতে যাওয়া অ্যান্ডারসন সাদা পোশাকের ইতি টানলেন ৭০৪ এ। তার এই রেকর্ড হয়তো কয়েক যুগ অক্ষত থেকে যেতে পারে।

লর্ডস টেস্টের দ্বিতীয় দিনেই জয়ের সুভাস পেতে থাকে ইংল্যান্ড। কিন্তু তারপরও অ্যান্ডারসনের বিদায় বেলা বলেই এই ম্যাচে বিশেষত্ব ছিল ইংলিশদের। আজ দিনের শুরুতে লর্ডসের বিখ্যাত লং রুম পেরিয়ে যখন মাঠে নামছিলেন অ্যান্ডারসন। তখন প্রতিপক্ষ কিংবা তার সতীর্থরা লাইন ধরে মাঠে দাঁড়িয়ে দিলেন গার্ড অব অনার। আর গ্যালারি থেকে অভিনন্দনে ভাসালেন ভক্ত-সমর্থকগণ। ইনিংসে নিজের সেরা নিবেদনও রাখলেন তিনি। প্রায় বাউন্ডারি ছুঁতে যাওয়া একটি চারও বাঁচালেন। তারপরও একটি ক্যাচ ফসকে যাওয়া নাকি পোড়াচ্ছে অ্যান্ডারসনকে।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের দ্বিতীয় ইনিংসের ৪৩.১ ওভারের সময় বোলিং করছিলেন অ্যান্ডারসন নিজেই। ব্যাটার গুদাকেশ মতির ফিরতি ক্যাচ ঠিকভাবে ধরতে পারেননি তিনি। বেঁচে গিয়ে ৩১ রানে অপরাজিত ছিলেন মতি। অ্যান্ডারসনের আক্ষেপ বলটি ধরতে না পারা, ‘সত্যি বলতে, আমি স্তব্ধ; ক্যাচটা ফেলে দেওয়া ঠিক হয়নি।’

তবে পরের কথাগুলোতে শুধু মুগ্ধতাই প্রকাশ করে গেলেন তিনি, ‘শেষ সপ্তাহটা ভালোই কাটল। সতীর্থদের সঙ্গে উপভোগ করলাম। বহু মানুষ আমাকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়েছেন। সত্যিই আমি মুগ্ধ, অভিভূত। ক্রিকেটজীবন নিয়ে আমি তৃপ্ত।’

২০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক। শেষ করার আগ পর্যন্ত ১৮৮ টেস্টে তার শিকার ৭০৪ উইকেট। একজন পেসার বোলার হয়েও এত লম্বা ক্যারিয়ার। অ্যান্ডারসন বললেন সহজ ছিল না, ‘একজন পেসার হিসাবে ২০ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা সহজ নয়। এমন কিছু করতে পেরে আমি অনেক খুশি। ইংল্যান্ডের হয়ে খেলা আমার কাছে বিশ্বের সেরা কাজ। দীর্ঘ সময় ধরে সেটা চালিয়ে যাওয়া বিশেষ এই সুবিধা আমি পেয়েছি। ড্রেসিংরুমের অসংখ্য স্মৃতি আমার সঙ্গী। পরিবার, সতীর্থ, কোচদের এবং সংশ্লিষ্টদের সাহায্য ছাড়া এত দূর আসা সম্ভব ছিল না। তাই সকলকে ধন্যবাদ। আমি ভাগ্যবান, দুর্দান্ত কিছু ক্রিকেটারের সঙ্গে খেলার সুযোগ পেয়েছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়াকে নতুন নিষেধাজ্ঞা দেওয়ার আগেই বাড়ল তেলের দাম

৭ ঘণ্টা বন্ধ ছিল পাইকগাছা-ঢাকা সড়কের গাড়ি চলাচল

নির্বাচন হলে বোঝা যাবে কোন দল কতটা শক্তিশালী : দুদু  

আমাদের সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে অবস্থান তৈরি করছে: মেহজাবীন

দেশে অর্থনীতির করুণ অবস্থা চলছে : রিজভী 

নামাজ শেষে বাড়ি ফেরার সময় ছুরিকাঘাতে বৃদ্ধ খুন

আসামিদের টাকা ‘লুটের’ অভিযোগ পুলিশ সদস্যদের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনার মধ্যেই মালয়েশিয়ায় রুবিও-ওয়াং ই বৈঠক

সেপ্টেম্বর-অক্টোবরে দেশে দুর্ভিক্ষ হয় কি না, এটা এখন মানুষের মনে মনে : রিজভী

তারেক রহমান এ দেশের প্রধানমন্ত্রী হবেন : ড. ফরহাদ

১০

নেইমার ম্যাজিক! নতুন হেয়ারস্টাইলে ফিরেই গোল আর অ্যাসিস্ট

১১

সমুদ্রের মাঝে প্রশান্তি খুঁজে পাই: ববি

১২

এক সপ্তাহের ব্যবধানে ৪০ টাকার কাঁচামরিচ ২৪০

১৩

ফরিদা পারভীনের খোঁজ নিলেন খালেদা জিয়া

১৪

দুর্নীতির অভিযোগে বিচার হবে সাবেক এই প্রেসিডেন্টের

১৫

মুল্ডারের সেই ইনিংস নিয়ে লারার চমকপ্রদ প্রতিক্রিয়া

১৬

দুবাইকে ম্যাচ জিতিয়ে যা বললেন সাকিব

১৭

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছুঁইছুঁই

১৮

ভারতে বাবার গুলিতে টেনিস তারকা নিহত

১৯

এখনই বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জলবায়ু পরিবর্তন

২০
X