স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪০ এএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে মঈনের বিদায়

মঈন আলী। ছবি : সংগৃহীত
মঈন আলী। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের ক্রিকেট অলরাউন্ডার মঈন আলি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য ইংল্যান্ড দলে বিবেচিত না হওয়ার পরই এ সিদ্ধান্তটি নিয়েছেন।

‘আমি ৩৭ বছর বয়সী এবং এই মাসের অস্ট্রেলিয়া সিরিজের জন্য দলে নির্বাচিত হইনি,’ মঈন ডেইলি মেইলকে জানান। ‘আমি ইংল্যান্ডের হয়ে অনেক ক্রিকেট খেলেছি। এখন সময় এসেছে নতুন প্রজন্মের জন্য, সেটাই আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাই মনে হয়েছে, সময়টা ঠিক। আমি আমার কাজটা করেছি।’

২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর মঈন আলি ৬৮টি টেস্ট, ১৩৮টি ওয়ানডে এবং ৯২টি টি-টোয়েন্টি খেলেছেন। তিনি ৬৬৭৮ রান, ৮টি সেঞ্চুরি, ২৮টি ফিফটি এবং ৩৬৬টি উইকেট নিয়ে ইংল্যান্ডের হয়ে তার ক্যারিয়ার শেষ করেছেন। তার শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে, গায়ানাতে।

‘আমি খুব গর্বিত,’ মঈন বলেন। ‘যখন প্রথমবার ইংল্যান্ডের হয়ে খেলতে নামি, তখন কতগুলো ম্যাচ খেলব তা জানতাম না। প্রায় ৩০০ ম্যাচ খেলেছি… আমার প্রথম কয়েক বছর মনোযোগ ছিল টেস্ট ক্রিকেটের দিকে। মর্গান [ইয়ন মর্গান] ওয়ানডে দলের দায়িত্ব নেওয়ার পর সেটি অনেক বেশি মজাদার হয়ে উঠেছিল। তবে টেস্ট ক্রিকেটই ছিল আসল ক্রিকেট।’

মঈন আরও বলেন, ‘এখনো আমি বাস্তববাদী থাকার চেষ্টা করছি। আমি আরও কিছু সময় ধরে ইংল্যান্ডের হয়ে খেলার চেষ্টা করতে পারতাম, তবে আমি জানি সেটা আর সম্ভব হবে না। অবসর নেওয়ার কারণটা আমার দক্ষতার ঘাটতি নয়, আমি এখনো বিশ্বাস করি যে আমি খেলতে পারতাম। কিন্তু আমি বুঝতে পেরেছি, দলের নতুন প্রজন্মের দিকে এগিয়ে যাওয়া দরকার। নিজের প্রতি সৎ থাকাটা জরুরি।’

মঈন জানান, তার অবসরের সিদ্ধান্তের পরও তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যাবেন এবং ভবিষ্যতে কোচিংয়ের দিকেও মনোনিবেশ করতে চান। ‘কিছু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলব, কারণ খেলা এখনো আমার ভালো লাগে। তবে কোচিং-এও আগ্রহী, আমি সেরা কোচদের একজন হতে চাই। বায [ব্রেন্ডন ম্যাককালাম] থেকে অনেক কিছু শেখার আছে। আমি চাই মানুষ আমাকে একজন মুক্ত মনের খেলোয়াড় হিসেবে মনে রাখুক। আমি কিছু ভালো শট খেলেছি, কিছু খারাপ শটও ছিল, তবে আশা করি মানুষ আমার খেলা উপভোগ করেছে।’

বর্তমানে মঈন আলি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তার প্রথম মৌসুম খেলতে যাচ্ছেন, যেখানে তিনি শিরোপাধারী গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলার জন্য সাইন করেছেন। গত ১২ মাসে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তিনি আইপিএলে চেন্নাই সুপার কিংস, এসএ২০ লিগে জোহানেসবার্গ সুপার কিংস এবং বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন।

তার ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলোর কথা বলতে গিয়ে মঈন বলেন, ‘অ্যাশেজ জেতা এবং দুটি বিশ্বকাপ জেতা ছিল অসাধারণ, তবে ব্যক্তিগতভাবে আমার সেরা মুহূর্ত ছিল ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে হ্যাটট্রিক করে ম্যাচ জেতানো। এছাড়াও, ইংল্যান্ডের হয়ে দ্রুততম টি-টোয়েন্টি ৫০ (১৬ বলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২২ সালে) করাটাও গর্বের বিষয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

রাশিয়ার বিরুদ্ধে জিততে নতুন পরিকল্পনা ইউক্রেনের

সাদিক কায়েমের ‘ডিল’ বক্তব্য নিয়ে ছাত্রদলের তীব্র প্রতিক্রিয়া

ঘাড়ের ব্যথা কেন হয়, কীভাবে কমাবেন এবং কখন যাবেন ডাক্তারের কাছে

‘মাদকমুক্ত সুস্থ সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই’

এনসিপির ৩৬ দফা ইশতেহারে কী আছে

শীতকে বিদায় জানালেন সুনেরাহ 

বিএনপি ও এনসিপির মধ্যে সংঘর্ষ, আহত ১০

ডাকাতির আগেই ভেস্তে গেল ছক, আন্তঃজেলা ডাকাত চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

এগোচ্ছে মার্কিন ‘সামরিক বহর’, যুদ্ধের প্রস্তুতি ইরানের

১০

লিটনরা না থাকলেও বিশ্বকাপে দায়িত্ব পাচ্ছেন দেশের দুই আম্পায়ার

১১

জবির ‘বি’ ইউনিটের পরীক্ষায় প্রতি আসনে কত জন লড়ছেন?

১২

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষে নিহত ৪১

১৩

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ : ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৫

১৪

নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলে আনন্দঘন স্পোর্টস ডে

১৫

৩৬ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা এনসিপির

১৬

ভোটের দিনে বয়োবৃদ্ধদের জন্য রিকশার ব্যবস্থা থাকবে : আমিনুল হক

১৭

জাপানিদের যে অভ্যাসগুলো আপনাকেও রাখবে সুস্থ ও কর্মচঞ্চল

১৮

একযোগে বিএনপির ২২ নেতাকর্মীর পদত্যাগ

১৯

আঙুর ফল খাওয়া যে ৫ ধরনের মানুষের জন্য ঝুঁকিপূর্ণ

২০
X