স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৭ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সারেতে ব্যাট হাতে ব্যর্থ সাকিব

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই ভারত সিরিজের প্রস্তুতি নিতে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে চান টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের ক্লাব সারের হয়ে চারদিনের এক ম্যাচ খেলছেন তিনি। ম্যাচটিতে বল হাতে দারুণ পারফর্ম করলেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সাকিব।

বুধবার (১১ সেপ্টেম্বর) সমারসেট ও সারের মধ্যকার ম্যাচে সাকিব আল হাসান ব্যাট হাতে ফিরলেও তার ফর্মে ফেরার সুযোগ হয়নি এবার। সারের হয়ে টন্টনে খেলতে নেমে সমারসেটের বিপক্ষে প্রথম ইনিংসে সাকিব মাত্র ১২ রানে আউট হন।

অথচ টন্টনের এই মাঠেই ২০১৯ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত ১২৪ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশকে জেতান সাকিব। পাঁচ বছর পর সেই মাঠে ফিরে এবার সারের হয়ে প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি।

বোলিংয়ে চমৎকার শুরু করলেও ব্যাটিংয়ে কাঙ্ক্ষিত ফল পাননি। ৬ নম্বরে ব্যাট করতে নামা সাকিব শুরুতে ১৩ বলে ৫ রান নেন, এরপর আর্চি ভনের বলে একটি বাউন্ডারি মারেন। কিন্তু ২৪ বল খেলার পরই জ্যাক লিচের বলে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।

সাকিবের এই পারফরম্যান্সে দল ব্যাকফুটে যায়নি। সমারসেট ৩১৭ রানে অলআউট হওয়ার পর সারে ৩২১ রান করে ৪ রানের লিড নেয়। সারের ইনিংসে সবচেয়ে বড় অবদান রাখেন টম কারেন, যিনি ৮৬ রান করে আউট হন। এছাড়া রায়ান প্যাটেল করেন ৭০, বেন গেডেস ৫০ ও বেন ফোকস ৩৭ রান।

সমারসেটের হয়ে ছয়জন বোলিং করলেও মূলত আর্চি ভন ও জ্যাক লিচ বোলিং আক্রমণের নেতৃত্ব দেন। আর্চি ১০২ রানে ৬ উইকেট এবং লিচ ১০৫ রানে ৪ উইকেট শিকার করেন। আর্চি ভন, যিনি সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের ছেলে, এই ইনিংসে তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার তুলে নেন।

তৃতীয় দিনের মধ্যাহ্নবিরতির পর সমারসেট তাদের দ্বিতীয় ইনিংস শুরু করেছে এবং দ্বিতীয় ইনিংসেও সাকিব তার ম্যাজিক বজায় রেখেছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসেও সাকিব জাদু চলছে। ৯ ওভার বল করে তিনি স্বীকার করেছেন সমারসেটের দুই উইকেট। বর্তমানে সমারসেটের সংগ্রহ ৬৭ রানে ৪ উইকেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

স্বাস্থ্য পরামর্শ / রান্নায় সরিষার তেলে ঝুঁকি ও অসংক্রামক রোগ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারও দুর্ঘটনা, নিহত আরও ৩

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮ শতাংশ মার্কিনি : রয়টার্স

স্পেনের বাইরে লা লিগার ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানালেন ফুটবলাররা

দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী

এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, বাড়ছে গুঞ্জন

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

১০

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

১১

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

১২

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

১৩

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

১৪

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

১৫

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

১৬

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

১৭

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১৮

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১৯

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

২০
X