শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৮ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

২০১৭ সালে কেন বাংলাদেশ ছাড়েন, জানালেন হাথুরুসিংহে

হান্নান সরকারের (ডানে) সঙ্গে হাথুরুসিংহে। ছবি : সংগৃহীত
হান্নান সরকারের (ডানে) সঙ্গে হাথুরুসিংহে। ছবি : সংগৃহীত

টেস্ট ক্রিকেটে দুর্দান্ত সময় পাড় করছে বাংলাদেশ দল। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে নাজমুল হোসেন শান্তর দল। পাকিস্তানের মাটিতে জাতীয় দলের এমন সাফল্যে প্রশংসায় ভাসছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে ফারুক আহমেদ যোগ দেওয়ার পর, প্রথম উঠেছিল লঙ্কান এ কোচের চাকরি থাকবে কি না? দ্বিতীয় মেয়াদে টাইগারদের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে এর আগে ২০১৪ সালের জুন থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত একই দায়িত্ব পালন করেন হাথুরুসিংহে।

তবে আকস্মিকভাবে চুক্তির মাঝপথে বাংলাদেশকে বিদায় জানান তিনি। সে সময়ে এ নিয়ে আলোচনায় হয় ব্যাপক। গণমাধ্যমে প্রকাশিত তার বাংলাদেশ ছাড়ার নানা কারণ। এর মধ্যে ছিল সিনিয়র ক্রিকেটার ও বোর্ড কর্তাদের সঙ্গে তার খারাপ সম্পর্কের বিষয়টি।

একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে সেই বিষয়টি খোলাসা করেছেন লঙ্কান এ কোচ। মূলত নিজ দেশের কোচ হতেই সে সময় ছেড়েছিলেন বাংলাদেশ দলের দায়িত্ব। সেই পডকাস্টে হাথুরুসিংহে বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট সেই সময়টায় খুবই বাজে পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছিল। বোর্ডের দুর্নীতি, ম্যাচ ফিক্সিংসহ নানা ধরনের গুজব ভেসে বেড়াচ্ছিল। দল জিম্বাবুয়ের সঙ্গেও হেরেছিলো সে সময়। অপরদিকে নিজের দেশকে কোচিং করানো ছিল আমার দীর্ঘদিনের ইচ্ছে।’

এ সময় তিনি আরও বলেন, ‘তখন লংকান বোর্ডের ভাইস প্রেসিডেন্ট আমাকে জিজ্ঞেস করে আমি কোচিং করাতে চাই কিনা এবং আমার মনে হচ্ছিল এটাই সবথেকে ভালো সময়। এই দুটি কারণেই আমি শ্রীলঙ্কায় কোচিং করাতে গিয়েছিলাম।’

২০১৪ থেকে ২০১৭, এ চার বছরে বাংলাদেশের ব্যাপক পরিবর্তন ঘটে। উন্নতি হয় মাঠের পারফরম্যান্সে। ক্রিকেটারদের শরীরিক ভাষাতেও আসে ব্যাপক পরিবর্তন। বিশেষ করে করে ওয়ানডে ক্রিকেটে বাড়া সাফল্যের হার।

২০১৫ সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলে বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ভারতের পরাশক্তিদের বিপক্ষে জেতে সিরিজ।

এরপর ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলে টাইগাররা। আইসিসি বৈশ্বিক আসরে এটি বাংলাদেশের প্রথম সেমিফাইনাল। এ ছাড়া এশিয়া কাপের ফাইনালেও খেলেছে বাংলাদেশ।

২০১৯ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তির মেয়াদ ছিল হাথুরুসিংহের। তবে মাঝ পথে বাংলাদেশের ছেড়ে শ্রীলঙ্কা জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন তিনি। যদিও খুব বেশিদিন সেই দায়িত্ব পালন করতে পারেননি তিনি।

এরপর আবারও চলে যান অস্ট্রেলিয়ায়। সেখানে দায়িত্ব নেন নিউ সাউথ ওয়েলসে। ২০২৩ সালের বিশ্বকাপের আবারও দায়িত্ব নেন বাংলাদেশ দলের। হাথুরুসিংহের অধীনে বড় দলগুলোর বিপক্ষে টেস্টে জয় পাচ্ছে টাইগাররা। শেষ ৮ টেস্টের ৫টিতেই জয় পেয়েছে বাংলাদেশ দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

১০

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১১

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১২

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১৩

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

১৪

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

১৫

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

১৬

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

১৭

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

১৮

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

১৯

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

২০
X