কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচকদের ভাবনায় সাকিবের বিকল্প মিরাজ

সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, সাকিব আল হাসানের পারফরম্যান্স ও তার কাছাকাছি বিকল্প আসলে এ মুহূর্তে আমাদের কাছে নাই। তবে তার জায়গাটি ব্যাটিংয়ে যিনি খুব ভালোভাবে সামাল দিতে পারে বলে আমরা মনে করি সেরকম একটা বিকল্প মেহেদী হাসান মিরাজ। সে ওই জায়গাটা নেবে।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় এসব কথা বলেন গাজী আশরাফ হোসেন লিপু।

ভিডিও বার্তায় গাজী আশরাফ বলেন, মিডল অর্ডারে গ্রেট সাকিব আল হাসান ঘোষণা দিয়েছে সে তার শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলে ফেলেছে। সেখানে তার যে অভিজ্ঞতা, পারফরম্যান্স তার কাছাকাছি বিকল্প আসলে এ মুহূর্তে আমাদের কাছে না থাকলেও তার জায়গাটি ব্যাটিংয়ে যিনি খুব ভালোভাবে সামাল দিতে পারে বলে আমরা মনে করি সেরকম একটা বিকল্প মেহেদী মিরাজ। সে ওই জায়গাটা নেবে। বিশেষ করে তাকে আমরা ভাবছি ব্যাটিংয়ে সে সবচেয়ে বড় অবদান দলে রাখতে পারবে এবং সে ভালো অফ স্পিন করে।

গত বছরের জুলাইয়ের পর থেকে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেলেননি মিরাজ। এমনকি সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল স্কোয়াড কিংবা রিজার্ভ বেঞ্চেও ছিলেন না এই অলরাউন্ডার। মিরাজকে বিশ্বকাপ দলে না রাখার কারণ ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক। তিনি জানিয়েছেন, আগে আমরা যে তাকে বিশ্বকাপ দলে সম্পৃক্ত করিনি মূল কারণ ছিল আমরা তার টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে ব্যাটিং ও বোলিং গুরুত্ব সহকারে বিবেচনা করেছিলাম।

তিনি বলেন, যাতে টি-টোয়েন্টি খেলার যে একটা আগ্রাসন আছে সেটা তার ব্যাটিংয়ে যেন প্রভাব না রাখে কিংবা বোলিং করতে গেলে প্রথম পাওয়ার প্লেতে যেভাবে বোলিং করতে হয় সেই জায়গাতে আমরা ভালো অপশন মনে করিনি। সে যে প্রচলিত বোলিং করে সেটা যেন কোনোভাবে বিঘ্ন না ঘটে। অনেক সময় আপনারা জানেন টি-টোয়েন্টি ম্যাচে অনেক ভালো বল দেখা যায় যে মাঠের বাইরে থেকে ফিল্ডারদের কুড়িয়ে আনতে হয়। এটা একটা প্রধান কারণ ছিল যারা ভাবছেন বিশ্বকাপ দলে কেন ছিল না।

গাজী আশরাফ আরও বলেন, এই ব্যাপারগুলোতে মেহেদী মিরাজের সঙ্গে আমাদের খুব পরিষ্কার কথা-বার্তা হয়েছিল কেন আমরা তাকে দলে রাখিনি, আমরা কোথায় তাকে দেখতে চাই। আমার বিশ্বাস সে যেখানে ব্যাটিং করবে সেখানে সে টি-টোয়েন্টি ম্যাচের আলোকে বেশ বল যাতে পায়, যাতে তাকে ফিনিশারের ভূমিকায় না গিয়ে আরও একটু উপরে আমরা নির্বাচক প্যানেল তাকে দেখতে চাই।

প্রসঙ্গত, ১৪ মাস পর মেহেদী হাসান মিরাজকে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফেরানো হলো। মিরাজের এই ফেরাকে বিবেচনা করা হচ্ছে সাকিবের বিকল্প হিসেবে। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ২৫ ম্যাচে ২৪৮ রান করা অলনরাউন্ডার বল হাতে নিয়েছেন ১৩ উইকেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফায়ারফক্সে নতুন ফিচার, ব্যবহারকারীর নিয়ন্ত্রণে এআই সহকারী

আশুলিয়ার ভূমিকম্প নরসিংদীর আফটারশক : ভূমিকম্প গবেষণা কেন্দ্র 

আ.লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : ইশরাক

নিরাপদ অভিবাসন ও ন্যায্য নিয়োগের জন্য ‘ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম’ উদ্বোধন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ 

ন্যায়ভিত্তিক ও নারীবান্ধব সমাজ গঠনে সবাইকে কাজ করতে হবে : পরিবেশ উপদেষ্টা

শেখ হাসিনার রায় নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

বাংলায় জন্ম, তবু শুদ্ধ উচ্চারণে ব্যর্থ কেন

ভারতের সঙ্গে যুদ্ধের ঝুঁকি এখনো রয়ে গেছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

নির্বাচন বিলম্ব করতে এখনো ষড়যন্ত্র চলছে : আমীর খসরু

১০

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতের স্কোয়াড নিয়ে মিলল আভাস

১১

সময় না থাকলেও পুরুষদের জন্য কেন ব্যায়াম করা জরুরি

১২

ভারতের বিধ্বস্ত যুদ্ধবিমানের নতুন ছবি-ভিডিও প্রকাশ, জানা গেল কারণ

১৩

যাত্রীবাহী গাড়ি থেকে বিপুল জাটকা জব্দ

১৪

ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু, পুলিশের দাবি ‘শ্বাসকষ্ট’

১৫

পিরিয়ডে পেটব্যথা, কমবে ভেষজ চায়ে

১৬

জামায়াত ফ্যাসিবাদবিরোধী দৃশ্যমান কিছুই করেনি : মির্জা ফখরুল

১৭

সুষ্ঠু নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রস্তুত: ইসি সানাউল্লাহ

১৮

সাকিবকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন তাইজুল

১৯

কারিশমার সাবেক স্বামীর সম্পত্তি নিয়ে নতুন বিতর্ক

২০
X