বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচকদের ভাবনায় সাকিবের বিকল্প মিরাজ

সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, সাকিব আল হাসানের পারফরম্যান্স ও তার কাছাকাছি বিকল্প আসলে এ মুহূর্তে আমাদের কাছে নাই। তবে তার জায়গাটি ব্যাটিংয়ে যিনি খুব ভালোভাবে সামাল দিতে পারে বলে আমরা মনে করি সেরকম একটা বিকল্প মেহেদী হাসান মিরাজ। সে ওই জায়গাটা নেবে।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় এসব কথা বলেন গাজী আশরাফ হোসেন লিপু।

ভিডিও বার্তায় গাজী আশরাফ বলেন, মিডল অর্ডারে গ্রেট সাকিব আল হাসান ঘোষণা দিয়েছে সে তার শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলে ফেলেছে। সেখানে তার যে অভিজ্ঞতা, পারফরম্যান্স তার কাছাকাছি বিকল্প আসলে এ মুহূর্তে আমাদের কাছে না থাকলেও তার জায়গাটি ব্যাটিংয়ে যিনি খুব ভালোভাবে সামাল দিতে পারে বলে আমরা মনে করি সেরকম একটা বিকল্প মেহেদী মিরাজ। সে ওই জায়গাটা নেবে। বিশেষ করে তাকে আমরা ভাবছি ব্যাটিংয়ে সে সবচেয়ে বড় অবদান দলে রাখতে পারবে এবং সে ভালো অফ স্পিন করে।

গত বছরের জুলাইয়ের পর থেকে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেলেননি মিরাজ। এমনকি সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল স্কোয়াড কিংবা রিজার্ভ বেঞ্চেও ছিলেন না এই অলরাউন্ডার। মিরাজকে বিশ্বকাপ দলে না রাখার কারণ ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক। তিনি জানিয়েছেন, আগে আমরা যে তাকে বিশ্বকাপ দলে সম্পৃক্ত করিনি মূল কারণ ছিল আমরা তার টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে ব্যাটিং ও বোলিং গুরুত্ব সহকারে বিবেচনা করেছিলাম।

তিনি বলেন, যাতে টি-টোয়েন্টি খেলার যে একটা আগ্রাসন আছে সেটা তার ব্যাটিংয়ে যেন প্রভাব না রাখে কিংবা বোলিং করতে গেলে প্রথম পাওয়ার প্লেতে যেভাবে বোলিং করতে হয় সেই জায়গাতে আমরা ভালো অপশন মনে করিনি। সে যে প্রচলিত বোলিং করে সেটা যেন কোনোভাবে বিঘ্ন না ঘটে। অনেক সময় আপনারা জানেন টি-টোয়েন্টি ম্যাচে অনেক ভালো বল দেখা যায় যে মাঠের বাইরে থেকে ফিল্ডারদের কুড়িয়ে আনতে হয়। এটা একটা প্রধান কারণ ছিল যারা ভাবছেন বিশ্বকাপ দলে কেন ছিল না।

গাজী আশরাফ আরও বলেন, এই ব্যাপারগুলোতে মেহেদী মিরাজের সঙ্গে আমাদের খুব পরিষ্কার কথা-বার্তা হয়েছিল কেন আমরা তাকে দলে রাখিনি, আমরা কোথায় তাকে দেখতে চাই। আমার বিশ্বাস সে যেখানে ব্যাটিং করবে সেখানে সে টি-টোয়েন্টি ম্যাচের আলোকে বেশ বল যাতে পায়, যাতে তাকে ফিনিশারের ভূমিকায় না গিয়ে আরও একটু উপরে আমরা নির্বাচক প্যানেল তাকে দেখতে চাই।

প্রসঙ্গত, ১৪ মাস পর মেহেদী হাসান মিরাজকে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফেরানো হলো। মিরাজের এই ফেরাকে বিবেচনা করা হচ্ছে সাকিবের বিকল্প হিসেবে। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ২৫ ম্যাচে ২৪৮ রান করা অলনরাউন্ডার বল হাতে নিয়েছেন ১৩ উইকেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

‘গণতন্ত্রের জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে’

আর্থিক খাত নিয়ে খারাপ খবর দিলেন গভর্নর

১০

পৌরসভার ফাইল নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি

১১

কর্মস্থলে ‘অনুপস্থিত’, এবার পুলিশের ২ এসপি বরখাস্ত

১২

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

১৩

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

১৪

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার : উপদেষ্টা আসিফ

১৫

পিয়াইন নদীতে অবাধে বালু লুট, হুমকিতে বসতবাড়ি 

১৬

সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ

১৭

নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা

১৮

হোয়াটসঅ্যাপে নতুন কৌশলে অর্থ চুরি, যেভাবে নিরাপদ থাকবেন

১৯

টিটিইসহ ৫ জন আসামি / তিন মাসেও শেষ হয়নি ট্রেন থেকে ফেলে হত্যার তদন্ত

২০
X