স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

কানপুর টেস্টে যতগুলো রেকর্ড গড়ল ভারতীয়রা

বিরাট কোহলি। ছবি : সংগৃহীত
বিরাট কোহলি। ছবি : সংগৃহীত

কানপুর টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের বোলারদের উপর তাণ্ডব চালায় ভারতের ব্যাটাররা। বিধ্বংসী ব্যাটিংয়ে বেশ কয়েকটি বিশ্ব রেকর্ড গড়েছে রোহিত শর্মা-বিরাট কোহলিরা।

বিশ্ব রেকর্ডের শুরুটা হয় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিংয়ে। পরের গুলো দলীয় রেকর্ড। এ ছাড়া বিরাট কোহলিও গড়েছেন এক রেকর্ড। মুখোমুখি হওয়া প্রথম দুই বলে ছক্কা হাঁকান রোহিত। টেস্ট ইতিহাসে এটি চতুর্থ ঘটনা। চার দলের তিনজনই ভারতীয়। তবে ওপেনার হিসেবে এই কীর্তি গড়া প্রথম ক্রিকেটার রোহিত।

এর আগে সর্বপ্রথম ১৯৪৮ সালে এই কীর্তি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ফোফি উইলিয়ামস। ২০১৩ সালে চেন্নাইয়ে ভারতের শচিন টেন্ডুলকার, রাঁচিতে ভারতের উমেশ যাদব এই কীর্তি গড়েন।

১৪৭ বছরের টেস্ট ইতিহাসে দ্রুততম দলীয় ৫০, ১০০, ১৫০, ২০০, ২৫০—সব রেকর্ড গড়েছে ভারত। শুধু তাই নয়, টেস্টে যেকোনো উইকেটে দ্রুততম ৫০ ছাড়ানো জুটি, এক বছরে সর্বোচ্চ ছক্কা ও পুরো ইনিংসে সর্বোচ্চ রান রেট—এ রেকর্ডগুলো রেকর্ড এখন ভারতের দখলে। এখন সবার ওপরে ভারতের নাম।

ওভারপ্রতি ৮.২২ গড়ে রান তুলেছে ভারত। টেস্ট ইতিহাসে পুরো ইনিংসে এটি সর্বোচ্চ। এরপর আগের রেকর্ডটিও ছিল ভারতের। ২০২৩ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪ ওভারে ভারত করেছিল ১৮১ রান। ওভারপ্রতি রান রেট ছিল ৭.৫৪।

যে কোনো উইকেটে দ্রুততম ৫০ ছাড়ানো জুটির রেকর্ড রোহিত ও জয়সোয়ালের। উদ্বোধনী জুটিতে ২৩ বলে ৫৫ রান করেন দুজন। রান রেট ১৪.৩৪! চলতি বছর জুলাইয়ে এজবাস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০ উইকেটে জয় পায় ইংল্যান্ড। সে দিন ৪৪ বলে ৮৭ রানে অবিচ্ছিন্ন থাকেন অধিনায়ক বেন স্টোকস ও বেন ডাকেট। রান রেট ছিল ১১.৮৬।

ব্যক্তিগত রেকর্ডে বিরাট কোহলি পেছনে ফেলেছেন ভারতীয় কিংবদন্তি শচিন টেন্ডুলকারকে। দ্রুততম ব্যাটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রান করেন কোহলি। একই সঙ্গে বিশ্বের চতুর্থ ব্যাটার হিসেবে ২৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

২৭ হাজার রান করতে শচিনকে খেলতে হয় ৬২৩ ইনিংস। অন্যদিকে তার চেয়ে ২৯ ইনিংস কম খেলে এই নজির গড়লেন কোহলি। কোহলির এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন, ‘কোহলির বর্ণময় ক্রিকেটজীবনে আরও একটা মাইলফলক। ২৭ হাজার আন্তর্জাতিক রান করে ফেলল! তোমার আবেগ, ধারাবাহিকতা এবং সফল হওয়ার খিদে গোটা বিশ্বের কাছে অনুপ্রেরণা। অভিনন্দন বিরাট কোহলি, লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করার জন্য।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 বিশ্বের বৃহত্তম ইসলামিক সংগঠনের নেতার পদত্যাগ দাবি

২৩ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

শুটিংয়ের প্রলোভনে মডেলকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর...

কেয়ামতের দিন যে ৩ ব্যক্তির বিরুদ্ধে স্বয়ং মহান আল্লাহ বাদী হবেন

বাম চোখ লাফালে কী হয়? যা বলছেন বিশেষজ্ঞ আলেম

২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

লবণ নাকি চিনি, কোনটি হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে?

হল ত্যাগের নির্দেশ, ঢাবিশিক্ষার্থীদের প্রতি তাসনিম জুমার যে অনুরোধ

ভূমিকম্প আতঙ্কে হল ছেড়ে খোলা আকাশের নিচে অবস্থান ইডেন শিক্ষার্থীদের

১০

৭ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

১১

ঢাকা আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অনেক

১২

ক্যাম্প ন্যুতে বার্সার রাজকীয় প্রত্যাবর্তন

১৩

জনগণকে নিয়ে এলাকার কল্যাণে কাজ করব : রবিন 

১৪

দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ৭৬ ক্লাবকে নিয়ে কোয়াবের চা-চক্রের আয়োজন

১৫

ভূমিকম্প আতঙ্কে ঢাবি ভিসির বাসভবনের সামনে শুয়ে পড়েছেন শিক্ষার্থীরা

১৬

এবার নিজেদের মাঠে নাস্তানাবুদ লিভারপুল

১৭

ভূমিকম্পে নিহতদের সম্পর্কে যা বলেছেন নবীজি (সা.)

১৮

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন বিতরণ 

১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

২০
X