স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ০১:৩০ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

নোমান-সাজিদের ঘূর্ণিতে ১১ ম্যাচ পর জয় পাকিস্তানের

দলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন নোমান আলী। ছবি : সংগৃহীত
দলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন নোমান আলী। ছবি : সংগৃহীত

নোমান আলি ও সাজিদ খানের বিধ্বংসী স্পিন বোলিংয়ে পাকিস্তান ইংল্যান্ডকে ১৫২ রানে হারিয়ে দীর্ঘ ১১ ম্যাচের জয়-খরা কাটিয়েছে। ২০২২ সালের মার্চ থেকে ঘরের মাটিতে জয়ের মুখ দেখতে না পাওয়া পাকিস্তান মুলতানের দ্বিতীয় টেস্টে এই জয় তুলে নেয়।

শুক্রবার (১৮ অক্টোবর) চতুর্থ দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড ৩৬/২ স্কোর নিয়ে, তবে তাদের ইনিংস দ্রুত শেষ হয়ে যায় ১৪৪ রানে। নোমান আলি ক্যারিয়ার সেরা ৮ উইকেট নিয়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন। ম্যাচে মোট ১১টি উইকেট নিয়ে নোমান নিজের প্রথম ১০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন।

দিনের শুরুতেই পাকিস্তান প্রথম আঘাত হানে, যখন সাজিদ খানের বলে অলি পোপ ক্যাচ দিয়ে ফিরে যান। এর পরপরই নোমান আলি জো রুটকে এলবিডব্লিউ করে ইংল্যান্ডকে ৫৫/৪ অবস্থানে নিয়ে যান। বেন স্টোকস এবং হ্যারি ব্রুক ইংল্যান্ডের ইনিংস পুনর্গঠনের চেষ্টা করলেও নোমানের আরেকটি এলবিডব্লিউতে ব্রুক ফিরে যান। প্রথম ঘণ্টার মধ্যেই ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৮৮/৬, জেমি স্মিথের উইকেট নিয়ে নোমান তার চতুর্থ উইকেট তুলে নেন।

স্টোকস কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন, আর ব্রাইডন কার্স সাজিদের পরপর দুটি ছক্কা মেরে ইংল্যান্ডের স্কোর ১০০ পার করেন। তবে নোমান আলি স্টোকসকে স্টাম্পিং করে তাদের ৩৭ রানের জুটি ভেঙে দেন। এটি ছিল তার ক্যারিয়ারের পঞ্চম পাঁচ উইকেট নেওয়ার কীর্তি। কার্স এরপর আরও একটি ছক্কা মেরেছিলেন, তবে নোমান তাকে স্লিপে ক্যাচ করিয়ে ইংল্যান্ডের আট নম্বর উইকেট তুলে নেন। এরপর জ্যাক লিচ এবং শোয়েব বশিরকেও দ্রুত ফিরিয়ে নোমান তার ক্যারিয়ারের প্রথম আট উইকেটের কীর্তি গড়েন।

পাকিস্তানের এই জয়ের ভিত্তি মূলত গড়া হয়েছিল প্রথম ইনিংসেই। বাবর আজমের জায়গায় খেলতে নামা কামরান গুলাম তার অভিষেকেই শতক হাঁকান এবং সাইম আইয়ুব ৭৭ রান করেন। তাদের এ ইনিংসে পাকিস্তান ৩৬৬ রান তোলে। জবাবে ইংল্যান্ডের পক্ষে বেন ডাকেট শতক করেন, তবে বাকি ব্যাটাররা ভালো করতে পারেননি। সাজিদ খানের ৭ উইকেটের দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ড ২৯১ রানে অলআউট হয়, যার ফলে পাকিস্তান ৭৫ রানের লিড নেয়।

দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটিং ছিল কিছুটা চ্যালেঞ্জিং, কারণ উইকেট তখন অনেক টার্ন দিচ্ছিল। আগা সালমানের ৬৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে পাকিস্তান ২২১ রান তোলে। ইংল্যান্ডের জন্য ২৯৭ রানের লক্ষ্য খুব কঠিন হয়ে যায়, এবং চতুর্থ দিনের সকালে নোমান আলির দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডের ইনিংস দ্রুত শেষ হয়ে যায়।

সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান ৩৬৬ (কামরান গুলাম ১১৮, সাইম আইয়ুব ৭৭; জ্যাক লিচ ৪-১১৪, ব্রাইডন কার্স ৩-৫০) এবং ২২১ (আগা সালমান ৬৩, সাউদ শাকিল ৩১; শোয়েব বশির ৪-৬৬, জ্যাক লিচ ৩-৬৭) হারিয়েছে ইংল্যান্ড ২৯১ (বেন ডাকেট ১১৪, জো রুট ৩৪; সাজিদ খান ৭-১১১, নোমান আলি ৩-১০১) এবং ১৪৪ (বেন স্টোকস ৩৭, অলি পোপ ২২; নোমান আলি ৮-৪৬, সাজিদ খান ২-৯৩) ১৫২ রানে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলোগ্রাউন্ড ময়দানে ভাষণ দেবেন তারেক রহমান / ‘স্মরণকালের সবচেয়ে বড়’ মহাসমাবেশ আয়োজনে প্রস্তুত চট্টগ্রাম

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচার, এলাকায় চাঞ্চল্য

টিভিতে আজকের যত খেলা

মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

যশোরে পোস্টাল ব্যালটে ভোট দিবেন ১২৯ কারাবন্দি

রাজধানীতে আজ কোথায় কী

তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ট্যুর ভাতাসহ চাকরি দিচ্ছে আকিজ বশির গ্রুপ

১০

২৪ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায় 

১১

মুসলিম ব্রাদারহুড / ইইউকে চাপ দিচ্ছে ফ্রান্স

১২

আজ ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

ভোট চুরি ঠেকাতে যে বার্তা দিলেন রুমিন ফারহানা

১৪

২৪ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৫

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতেই হবে : সাকি

১৭

ছেলের মৃত্যুর খবরে প্রাণ গেল মায়ের, হাসপাতালে বাবা

১৮

হাত-পায়ের পর খণ্ডিত মাথা উদ্ধার

১৯

জঙ্গল সলিমপুরের ঘটনায় কালা বাচ্চু গ্রেপ্তার

২০
X