স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০৯:৪০ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

হোয়াইটওয়াশ এড়াতে চট্টগ্রামে মাঠে নামছে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল নতুন কোচের সঙ্গে প্রশিক্ষণে। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল নতুন কোচের সঙ্গে প্রশিক্ষণে। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজের শেষ টেস্টে হোয়াইটওয়াশ এড়াতে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টে পরাজয়ের পর এবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়েই নামবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।

তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না স্বাগতিক দলের কোচ বা অধিনায়ক। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলামই সংবাদ সম্মেলনে অংশ নেন। তিনি জানান, শেষ টেস্টে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না। তার কথায়, ‘টার্গেট একটাই থাকবে—জয়ের জন্যই খেলব। দল হয়ে খেলার লক্ষ্য থাকবে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই আমরা জয়ের চেষ্টা করব।’

প্রথম টেস্টে দলের সম্মিলিত পারফরম্যান্স না থাকায় হারের কারণ ব্যাখ্যা করে তাইজুল বলেন, ‘প্রত্যেক ম্যাচই একটি সুযোগ। আমাদের দলীয় পারফরম্যান্স হচ্ছে না, কেউ কেউ ব্যক্তিগতভাবে ভালো খেলছে। যদি আমরা পার্টনারশিপ করতে পারি এবং কেউ সেঞ্চুরির কাছে পৌঁছাতে পারে, তবে লক্ষ্য বড় হবে। সবাই কঠোর পরিশ্রম করছে এবং মন থেকে জয় চাচ্ছে।’

দ্বিতীয় টেস্টের একাদশ সম্পর্কে তাইজুল বলেন, ‘কোন একাদশ খেলবে তা এখনো জানানো হয়নি। সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। কোচ এবং অধিনায়কের পরিকল্পনায় নির্ভর করছে একাদশ।’

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অংশ নেন এইডেন মার্করাম। তিনি জানান, চট্টগ্রামের উইকেট পর্যালোচনা করে তাদের পরিকল্পনা সাজাতে চান। মার্করাম বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়ের নিজস্ব পরিকল্পনা আছে, আমরা বাংলাদেশের বোলারদের চাপে রাখতে কাজ করছি। উইকেটের আচরণের ওপর ভিত্তি করেই আমরা খেলব। আমাদের শীর্ষ ৬ ব্যাটার রান করার জন্য ক্ষুধার্ত।’

শেষ টেস্টের উদ্দেশ্যে মার্করাম আরও বলেন, ‘এটা আমাদের জন্য বড় সুযোগ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে আমাদের হাতে ৫টি ম্যাচ আছে। ফাইনালে খেলতে পারি বা না পারি, লড়াই চালিয়ে যেতে হবে। সেশন বাই সেশন আমরা আমাদের সেরাটা দেব এবং এই সুযোগটা কাজে লাগানোর জন্য আমরা প্রস্তুত।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মূল জনগোষ্ঠীর মধ্যে নীরবে ছড়িয়ে পড়ছে এইচআইভি

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

১০

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১১

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১২

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১৩

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৪

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১৫

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৬

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৭

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৮

বিজয় থালাপতি এখন বিপাকে

১৯

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

২০
X