স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০৯:৪০ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

হোয়াইটওয়াশ এড়াতে চট্টগ্রামে মাঠে নামছে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল নতুন কোচের সঙ্গে প্রশিক্ষণে। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল নতুন কোচের সঙ্গে প্রশিক্ষণে। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজের শেষ টেস্টে হোয়াইটওয়াশ এড়াতে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টে পরাজয়ের পর এবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়েই নামবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।

তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না স্বাগতিক দলের কোচ বা অধিনায়ক। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলামই সংবাদ সম্মেলনে অংশ নেন। তিনি জানান, শেষ টেস্টে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না। তার কথায়, ‘টার্গেট একটাই থাকবে—জয়ের জন্যই খেলব। দল হয়ে খেলার লক্ষ্য থাকবে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই আমরা জয়ের চেষ্টা করব।’

প্রথম টেস্টে দলের সম্মিলিত পারফরম্যান্স না থাকায় হারের কারণ ব্যাখ্যা করে তাইজুল বলেন, ‘প্রত্যেক ম্যাচই একটি সুযোগ। আমাদের দলীয় পারফরম্যান্স হচ্ছে না, কেউ কেউ ব্যক্তিগতভাবে ভালো খেলছে। যদি আমরা পার্টনারশিপ করতে পারি এবং কেউ সেঞ্চুরির কাছে পৌঁছাতে পারে, তবে লক্ষ্য বড় হবে। সবাই কঠোর পরিশ্রম করছে এবং মন থেকে জয় চাচ্ছে।’

দ্বিতীয় টেস্টের একাদশ সম্পর্কে তাইজুল বলেন, ‘কোন একাদশ খেলবে তা এখনো জানানো হয়নি। সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। কোচ এবং অধিনায়কের পরিকল্পনায় নির্ভর করছে একাদশ।’

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অংশ নেন এইডেন মার্করাম। তিনি জানান, চট্টগ্রামের উইকেট পর্যালোচনা করে তাদের পরিকল্পনা সাজাতে চান। মার্করাম বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়ের নিজস্ব পরিকল্পনা আছে, আমরা বাংলাদেশের বোলারদের চাপে রাখতে কাজ করছি। উইকেটের আচরণের ওপর ভিত্তি করেই আমরা খেলব। আমাদের শীর্ষ ৬ ব্যাটার রান করার জন্য ক্ষুধার্ত।’

শেষ টেস্টের উদ্দেশ্যে মার্করাম আরও বলেন, ‘এটা আমাদের জন্য বড় সুযোগ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে আমাদের হাতে ৫টি ম্যাচ আছে। ফাইনালে খেলতে পারি বা না পারি, লড়াই চালিয়ে যেতে হবে। সেশন বাই সেশন আমরা আমাদের সেরাটা দেব এবং এই সুযোগটা কাজে লাগানোর জন্য আমরা প্রস্তুত।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্লেষণ / ইসরায়েলের ভয়াবহ তাণ্ডব, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন কি সম্ভব

৪ জেলায় চাকরি দিচ্ছে আরএফএল, পাবেন আবাসন সুবিধা

‘ফেসবুক মনিটাইজেশনের নেশায় ব্যক্তিত্ব হারাচ্ছে অনেকেই’

রাজধানীতে আজ কোথায় কী

লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৭৬ বাংলাদেশি

যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ পুলিশ সদস্য নিহত

প্লাস্টিক পণ্যে ঝুঁকছে মানুষ, ঐতিহ্য হারাচ্ছে বাঁশ-বেতশিল্প

অবশেষে চালু হচ্ছে আল-নাসিরিয়াহ আন্তর্জাতিক বিমানবন্দর

অনেক কাজ করেছি, যা বাংলাদেশের ইতিহাসে কোনো দিন হয়নি : আসিফ নজরুল

১৮ সেপ্টেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১১

১৮ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

১২

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

১৩

ভোট সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে রাকসু নির্বাচনে ৬ দাবি ছাত্রদলের

১৪

পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৫

সাজেক থেকে ক্যাম্পাসে ফেরা হলো না খুবি ছাত্রীর

১৬

ভূমধ্যসাগরে নিখোঁজ ৩৮ বাংলাদেশির সন্ধান মিলেছে

১৭

বিজিবির অভিযানে ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার

১৮

এশিয়া কাপে পাকিস্তানি ফিল্ডারের থ্রোয়ে আহত আম্পায়ার

১৯

‘ভুল করে মায়ের পাসপোর্ট নিয়ে জেদ্দায় যান পাইলট মুনতাসির’

২০
X