স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০১:১৩ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রায় দুই দশক পর আবার ফিরে আসছে আফ্রো-এশিয়া কাপ

গত আফ্রো-এশিয়া কাপ ম্যাচের  একটি মুহূর্ত। ছবি : সংগৃহীত
গত আফ্রো-এশিয়া কাপ ম্যাচের একটি মুহূর্ত। ছবি : সংগৃহীত

আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ) জানিয়েছে, এশিয়া একাদশ এবং আফ্রিকা একাদশের মধ্যে একদিনের ম্যাচের সিরিজ, আফ্রো-এশিয়া কাপ, পুনরায় চালু করার পরিকল্পনা চলছে। গত শনিবার (২ নভেম্বর) এসিএ তাদের বার্ষিক সাধারণ সভায় একটি ছয় সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করেছে। এর উদ্দেশ্য আফ্রিকা অঞ্চলের ক্রিকেটের কাঠামো পুনর্গঠন এবং প্রতিযোগিতামূলক ম্যাচের সুযোগ বৃদ্ধি করা।

এসিএর চেয়ার তাভেনগা মুকুলানি বলেন, ‘আফ্রো-এশিয়া কাপ শুধু খেলার জন্যই নয়, এসিএতেও গুরুত্বপূর্ণ আর্থিক অবদানও রাখবে। এশিয়া ক্রিকেট কাউন্সিল এবং আফ্রিকার প্রতিনিধিদের মধ্যে বিশাল উৎসাহ রয়েছে এই টুর্নামেন্টটি পুনরুজ্জীবিত করার জন্য।’

২০০৫ সালে দক্ষিণ আফ্রিকা এবং ২০০৭ সালে ভারতে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছিল। ২০০৯ সালে কেনিয়াতে তৃতীয় আসর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। প্রায় দুই দশক পরে এই টুর্নামেন্টটি পুনরায় চালু হলে ভারত ও পাকিস্তানের খেলোয়াড়রা একসঙ্গে এশিয়া একাদশে খেলার সুযোগ পেতে পারেন, যা বর্তমানে বিরল।

২০০৫ সালের এশিয়া একাদশের অধিনায়ক ছিলেন ইনজামাম-উল-হক এবং দলে ছিলেন রাহুল দ্রাবিড়, আশিস নেহরা ও অনিল কুম্বলে। ২০০৭ সালের দলটিতে ছিলেন এমএস ধোনি, সৌরভ গাঙ্গুলি, হরভজন সিং, যুবরাজ সিং, শচীন টেন্ডুলকার এবং পাকিস্তানের মোহাম্মদ আসিফ, মোহাম্মদ ইউসুফ ও শোয়েব আখতার। তখন ভারত ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় দ্বিপাক্ষিক সিরিজ খেলাও স্বাভাবিক ছিল। কিন্তু ২০০৮ সালে মুম্বাই হামলার পরে সেই সম্পর্ক বদলে যায়, এবং এরপর থেকে শুধুমাত্র আইসিসি ইভেন্টে তারা মুখোমুখি হয়।

এসিএ আফ্রিকা প্রিমিয়ার লিগ নামক একটি নতুন টুর্নামেন্ট চালু করার পরিকল্পনাও করছে, যা হবে ‘মিনি আইপিএল’। এসিএর সিইও কাসিম সুলিমান জানান, ‘আমরা আইপিএল ধারণা থেকে একটি মিনি ভার্সন তৈরি করতে চাইছি, যা আফ্রিকা অঞ্চলে ক্রিকেটকে আরো জনপ্রিয় করবে।’

বর্তমানে দক্ষিণ আফ্রিকার এসএ২০ আফ্রিকার একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, তবে মুকুলানি আশা করছেন যে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজিগুলোও আফ্রিকা প্রিমিয়ার লিগে অংশ নেবে, এবং এতে জিম্বাবুয়ের খেলোয়াড়রাও অংশ নেবে। ‘দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের অংশগ্রহণ প্রতিযোগিতায় প্রসঙ্গ যোগ করে এবং অন্য দলগুলোকে অভিজ্ঞতার সুযোগ দেয়,’ তিনি যোগ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

ফের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

শীতকালে গরম পানিতে গোসল ভালো নাকি ক্ষতি?

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল জানবেন যেভাবে

সরকারি অ্যাম্বুলেন্স ও বাসে আগুন

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

দক্ষিণী সিনেমায় ফিরছেন ‘বাজরাঙ্গি ভাইজানের’ মুন্নি

ঢাকা বোর্ডে এইচএসসিতে নতুন জিপিএ-৫ পেল ২০১ শিক্ষার্থী

নিজের পছন্দের সর্বকালের সেরা একাদশ জানালেন হামজা

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ আজ

১০

২০২৬ সালে ঈদুল ফিতর কবে?

১১

গভীর রাতে গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা

১২

সাতসকালে রাজধানীতে ককটেল বিস্ফোরণ, আহত ১

১৩

‘আমারও মেয়ে আছে, আমি তো মেয়েকে ক্রিকেট খেলতে পাঠাব না’

১৪

সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে যেসব কথা এড়িয়ে চলবেন

১৫

টিভিতে আজকের যত খেলা

১৬

আ.লীগের ৩ নেতা আটক

১৭

অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বিবেক

১৮

বিএন‌পি নেতার কা‌ছে চাঁদা দা‌বি, যুবককে বেধড়ক পিটুনি

১৯

দাউদ ইব্রাহিমের সঙ্গে সখ্য, পুলিশি নজরে নোরা

২০
X