স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ১১:৫৬ এএম
অনলাইন সংস্করণ

আইপিএল নিলামের তালিকায় ফিরলেন আর্চার

জোফরা আর্চার। ছবি : সংগৃহীত
জোফরা আর্চার। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফ্রা আর্চারকে আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় আবার অন্তর্ভুক্ত করা হয়েছে। কয়েকদিন আগে তার নাম সংক্ষিপ্ত তালিকায় না থাকায় কৌতূহলের সৃষ্টি হয়েছিল। ইএসপিএনক্রিকইনফো জানতে পেরেছে যে, বৃহস্পতিবার ফ্র্যাঞ্চাইজিদের কাছে এই খবর অনানুষ্ঠানিকভাবে জানানো হয়। এই ঘোষণা এমন সময় এলো যখন নিলামের শুরু হওয়ার তিনদিন বাকি। ২৪ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় শুরু হবে দুই দিনের মেগা নিলাম।

যদিও আইপিএল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানায়নি, তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের কেন্দ্রে থাকবেন আর্চার। এর আগে ৫৭৪ জন ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় আর্চার এবং তার ইংল্যান্ডের সতীর্থ মার্ক উডের নাম ছিল না। এটি অনেকের মধ্যে প্রশ্নের সৃষ্টি করে।

আর্চার আইপিএলের নিলামের জন্য সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি নির্ধারণ করেছিলেন। তাকে এখন ফাস্ট বোলারদের প্রথম সেটে (সেট ৬) রাখা হয়েছে, যেখানে মোট সাতজন পেসার রয়েছেন।

ইএসপিএনক্রিকইনফোর তথ্যমতে, আর্চার এবং তার প্রতিনিধিরা এই সপ্তাহে ইসিবি (ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড) এবং বিসিসিআই-এর সঙ্গে আলোচনা করেছেন। তারা নিশ্চিত করতে চেয়েছেন যে সংক্ষিপ্ত তালিকায় তার নাম না থাকার ফল কী হতে পারে। আর্চার বর্তমানে ইসিবির সেন্ট্রাল চুক্তিতে রয়েছেন, যা আগামী সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

২০২১ সালের শুরু থেকে টেস্ট ক্রিকেটে খেলেননি আর্চার। তবে ইসিবি আশা করছে তিনি আগামী বছর ভারত এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ফিরবেন। তবে আইপিএলে খেললে তার কাউন্টি চ্যাম্পিয়নশিপের শুরুতে সাসেক্সের হয়ে খেলার সম্ভাবনা কমে যাবে।

২০২২ সালের নিলামে মুম্বাই ইন্ডিয়ান্স আর্চারকে ৮ কোটি রুপিতে কিনেছিল, যদিও তিনি তখন চোটের কারণে খেলতে পারেননি। ২০২৩ সালে মুম্বাইয়ের হয়ে পাঁচটি ম্যাচ খেলে আর্চার মাত্র দুটি উইকেট নেন। তবে ২০২০ সালের আইপিএল মরশুমে রাজস্থান রয়্যালসের হয়ে তিনি ২০ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।

এই বছরের নিলামে আরও দুইজন ক্রিকেটার যুক্ত হয়েছেন: আমেরিকার পেসার সুরভ নেটরাভালকার এবং মহারাষ্ট্রের উইকেটকিপার-ব্যাটার হার্দিক তামোরে। তারা নিলামের শেষ দুটি খেলোয়াড় হিসেবে তালিকায় যোগ হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্বকাপ সূচিতে বাংলাদেশের নাম মুছে ফেলল আইসিসি

‘এ দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না’

যে কারণে সারজিস আলমকে শোকজ

বিএনপি দেশের জনপ্রিয় দল : আমির খসরু

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গৃহিণীদের নজর ক্রোকারিজ পণ্যে

যুক্তরাষ্ট্রে আইসিইর হাতে দুই বছরের শিশু আটক

নির্বাচনে কারচুপি হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসবে : হর্ষবর্ধন শ্রিংলা

জামায়াত জোটে যুক্ত হলো আরও ১ দল

চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান

তারেক রহমানের সঙ্গে চট্টগ্রাম মহানগর বিএনপির বৈঠক রাতে

১০

প্রস্তুত পলোগ্রাউন্ড, চট্টগ্রামে তারেক রহমান

১১

শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের উদ্যোগে কম্বল বিতরণ

১২

জামায়াত জোটে যুক্ত হচ্ছে আরও এক দল?

১৩

সুখবর পেলেন বিএনপির এক নেতা

১৪

খাদে পড়ে গেল বরযাত্রীসহ বাস

১৫

পদত্যাগ করেছেন বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেক

১৬

আপনাদের জন্য কাজ করতে চাই, এলাকাবাসীকে ইশরাক

১৭

সেপটিক ট্যাংকে মিলল নিখোঁজ ছাত্রলীগ কর্মীর মরদেহ

১৮

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তারকা পেসার

১৯

সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার রবিউল আলমের

২০
X