স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ১১:৫৬ এএম
অনলাইন সংস্করণ

আইপিএল নিলামের তালিকায় ফিরলেন আর্চার

জোফরা আর্চার। ছবি : সংগৃহীত
জোফরা আর্চার। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফ্রা আর্চারকে আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় আবার অন্তর্ভুক্ত করা হয়েছে। কয়েকদিন আগে তার নাম সংক্ষিপ্ত তালিকায় না থাকায় কৌতূহলের সৃষ্টি হয়েছিল। ইএসপিএনক্রিকইনফো জানতে পেরেছে যে, বৃহস্পতিবার ফ্র্যাঞ্চাইজিদের কাছে এই খবর অনানুষ্ঠানিকভাবে জানানো হয়। এই ঘোষণা এমন সময় এলো যখন নিলামের শুরু হওয়ার তিনদিন বাকি। ২৪ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় শুরু হবে দুই দিনের মেগা নিলাম।

যদিও আইপিএল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানায়নি, তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের কেন্দ্রে থাকবেন আর্চার। এর আগে ৫৭৪ জন ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় আর্চার এবং তার ইংল্যান্ডের সতীর্থ মার্ক উডের নাম ছিল না। এটি অনেকের মধ্যে প্রশ্নের সৃষ্টি করে।

আর্চার আইপিএলের নিলামের জন্য সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি নির্ধারণ করেছিলেন। তাকে এখন ফাস্ট বোলারদের প্রথম সেটে (সেট ৬) রাখা হয়েছে, যেখানে মোট সাতজন পেসার রয়েছেন।

ইএসপিএনক্রিকইনফোর তথ্যমতে, আর্চার এবং তার প্রতিনিধিরা এই সপ্তাহে ইসিবি (ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড) এবং বিসিসিআই-এর সঙ্গে আলোচনা করেছেন। তারা নিশ্চিত করতে চেয়েছেন যে সংক্ষিপ্ত তালিকায় তার নাম না থাকার ফল কী হতে পারে। আর্চার বর্তমানে ইসিবির সেন্ট্রাল চুক্তিতে রয়েছেন, যা আগামী সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

২০২১ সালের শুরু থেকে টেস্ট ক্রিকেটে খেলেননি আর্চার। তবে ইসিবি আশা করছে তিনি আগামী বছর ভারত এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ফিরবেন। তবে আইপিএলে খেললে তার কাউন্টি চ্যাম্পিয়নশিপের শুরুতে সাসেক্সের হয়ে খেলার সম্ভাবনা কমে যাবে।

২০২২ সালের নিলামে মুম্বাই ইন্ডিয়ান্স আর্চারকে ৮ কোটি রুপিতে কিনেছিল, যদিও তিনি তখন চোটের কারণে খেলতে পারেননি। ২০২৩ সালে মুম্বাইয়ের হয়ে পাঁচটি ম্যাচ খেলে আর্চার মাত্র দুটি উইকেট নেন। তবে ২০২০ সালের আইপিএল মরশুমে রাজস্থান রয়্যালসের হয়ে তিনি ২০ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।

এই বছরের নিলামে আরও দুইজন ক্রিকেটার যুক্ত হয়েছেন: আমেরিকার পেসার সুরভ নেটরাভালকার এবং মহারাষ্ট্রের উইকেটকিপার-ব্যাটার হার্দিক তামোরে। তারা নিলামের শেষ দুটি খেলোয়াড় হিসেবে তালিকায় যোগ হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালের আমড়া পেল জিআই স্বীকৃতি

৫ মে থেকে আইফোনের যেসব মডেলে চলবে না হোয়াটসঅ্যাপ

নির্বাচন নিয়ে কোনো টালবাহানা জনগণ মানবে না : টুকু

আঘাতে অসুস্থ বন্য হাতি, চিকিৎসা দিল বন বিভাগ

খাবার চুরি, বি‌য়ে না করেই ফি‌রে যা‌চ্ছিলেন বর

ঢাকাসহ যেসব এলাকায় বজ্রপাত হতে পারে শুক্রবার

নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না জনগণ : খসরু

কাশ্মীর ইস্যুতে সুর বদল যুক্তরাষ্ট্রের

ফিজিতে ‘দুর্দশায়’ ২৬ বাংলাদেশি, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

তিস্তা চরের নারী শ্রমিকদের মেলে না ন্যায্য মজুরি!

১০

মে দিবসে ছিন্নমূল মানুষের পাশে ঢাবি ছাত্রদল

১১

টানা তিন ম্যাচে একাদশের বাইরে রিশাদ, লাহোর কি ভুল পথে হাঁটছে?

১২

ভুল তথ্য প্রচারে ব্যবহার হচ্ছে এআই

১৩

বিপিএসএ সভাপতি নাজমুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান

১৪

কাশ্মীরে হামলা নিয়ে অমিত শাহর কঠোর হুঁশিয়ারি

১৫

শ্রমিক সমাবেশে শেকৃবি ছাত্রদলের অংশগ্রহণ

১৬

হাসনাত আবদুল্লাহর বাঁ হাতে পানি পানের ছবি প্রচার, যা জানা গেল

১৭

বাংলাদেশের পথে সামিত, আগেভাগেই এলো কানাডার ছাড়পত্র

১৮

মহাসমাবেশ সফলের লক্ষ্যে হেফাজত উত্তরা জোনের সমাবেশ ও গণমিছিল

১৯

রিউমর স্ক্যানারের প্রতিবেদন / সেনাপ্রধানকে নিয়ে এপ্রিলে ৬টি ভুল তথ্য প্রচার

২০
X