ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে ফাইনালে ঢাকা মেট্রো

ঢাকা মেট্রো দল। ছবি : সংগৃহীত
ঢাকা মেট্রো দল। ছবি : সংগৃহীত

গ্রুপ পর্বে অপরাজিত ছিল ঢাকা মেট্রো। প্রথম কোয়ালিফায়ারে রংপুরের কাছে হেরে অপেক্ষা বেড়েছিল তাদের। অন্যদিকে খুলনা দলে যোগ দিয়েছিলেন পেসার মোস্তাফিজুর রহমান। তবে মোস্তাফিজ এসেও তেমন কোনো লাভ হয়নি খুলনার। দ্বিতীয় কোয়ালিফায়ারে আর ভুল করেনি ঢাকা মেট্রো। খুলনাকে স্রেফ উড়িয়ে দিল মোহাম্মদ নাঈম শেখের নেতৃত্বাধীন দলটি। অল্প পুঁজি নিয়েও বড় জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের মুখোমুখি হবে তারা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ৮ উইকেটে ১১৯ রান তোলে ঢাকা মেট্রো। প্রতিপক্ষকে অল্প রানে আটকে দিয়েও ব্যাটিং ধসে ৮১ রানে গুটিয়ে গেছে খুলনা। ৩৮ রানের জয় পায় ঢাকা মেট্রো। দুই উইকেট নিয়ে ম্যাচসেরা হন রাকিবুল হাসান। ব্যাট হাতে ঢাকা মেট্রোর হয়ে সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেন অধিনায়ক নাঈম শেখ।

ফাইনালে উঠার লড়াইয়ে ব্যাটিংয়ে ভালো শুরু পেয়েছিল ঢাকা মেট্রো। ২৭ বলের উদ্বোধনী জুটিতেই ৪০ রান পায় তারা। মাসুম খান টুটুলের শিকার হন ওপেনার ইমরানুজ্জামান। কিছুক্ষণ পরই বল হাতে জোড়া আঘাত হানেন খুলনার পেসার শেখ পারভেজ জীবন। ষষ্ঠ ওভারে শামসুর রহমান ও মার্শাল আইয়ুবকে ফেরান তিনি। এরপর মিডল অর্ডার ভেঙে যায় ঢাকা মেট্রোর। একপাশ আগলে রেখেছিলেন অধিনায়ক নাঈম শেখ। খুলনার পেসার মোস্তাফিজুর রহমানের শিকার হয়ে ফেরেন নাঈম। শেষ দিকে শহিদুলকে সঙ্গী করে দলকে লড়াইয়ের পথে টেনে নেন তিনি।

প্রতিপক্ষকে সহজে আটকে দেওয়ার পর খুলনার শুরুতেই বিপর্যয়। কোনো রান না হতেই নেই দুই ব্যাটার। নিজের প্রথম ওভারেই টপ অর্ডার ভেঙে দেন ঢাকা মেট্রোর স্পিনার রাকিবুল। ছন্দে থাকা ওপেনার আজিজুল হাকিমকে শূন্য রানে ফিরিয়ে দেন এই স্পিনার। পরের ওভারে এসে স্পিনার আলিস আল ইসলামও তুলে নেন আরেক উইকেট। ভেঙে যায় খুলনার ব্যাটিং স্তম্ভ। মাঝখানে আরও চেপে ধরেন স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত। কদিন আগেই শ্রীলঙ্কায় টি-টেন লিগ খেলে এসেছিলেন তিনি। ফিরেই দলে যোগ দিয়ে অভিজ্ঞতার ছাপ রাখেন তিনি। খুলনার হয়ে সর্বোচ্চ ২২ রান করে অধিনায়ক নুরুল হাসান সোহান। যদিও দলের ব্যাটিং বিপর্যয়ের সামনে আর এই রান ব্যবধান কমানো ছাড়া আর কোনো কাজেই লাগেনি। সহজ ম্যাচটা হেরে আসর থেকে বিদায় নিতে হলো তাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালদিয়া-পানগাঁও টার্মিনাল / ১০ বছরের করমুক্ত সুবিধা পাবে দুই বিদেশি কোম্পানি

রামপুরায় বাসে আগুন

যুবদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা, যুবক গ্রেপ্তার

এবার ‘রাজসাক্ষী’ হয়ে আরেক পুলিশ সদস্যের জবানবন্দি

দুই ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৮ নেতাকর্মী কারাগারে

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে নৌবহর কর্মসূচি

সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলামের পদত্যাগ

ইতালি নেওয়ার লোভ দেখিয়ে লিবিয়ায় নিয়ে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা

জানা গেল বিপিএল নিলামের নতুন তারিখ

১০

রোজা শুরু হতে আর কত দিন বাকি? জেনে নিন

১১

ঝিনাইদহ আইনজীবী সমিতি / বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ

১২

আবারও বিপিএল নিলাম নিয়ে অনিশ্চয়তা

১৩

মুক্তিযোদ্ধার মরদেহ নিয়ে দেড় ঘণ্টা অপেক্ষা, ক্ষুব্ধ পরিবার

১৪

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল ভারত

১৫

ইন্ডিয়ার কাছে প্রত্যাশা শেখ হাসিনাকে ফেরত দেবে : দুলু

১৬

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩

১৭

ঘুষ না দেওয়ায় প্রথম হয়েও চাকরিবঞ্চিত যুবকের মামলা, অতঃপর...

১৮

চা পানের এই ৭ ভুল ক্ষতি করছে আপনার পাকস্থলী ও লিভারের

১৯

খাদ্য নিরাপত্তা / কৃষি উৎপাদনে দেশি-বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ

২০
X