মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট দলের অনুশীলনের সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে ফ্লাডলাইট জ্বালিয়ে জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলনের সময় হঠাৎ করেই ফ্লাডলাইটে আগুন লেগে যায়।
সোমবার সারা দিন মেঘলা আবহাওয়া থাকায় বিকাল চারটার দিকেও মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইট জ্বালিয়ে জাতীয় দলের ম্যাচ আবহের অনুশীলন চলছিল। তবে কিছুক্ষণ পরই দেখা যায় কিছু লাইট জ্বললেও বেশ কয়েকটা লাইটে আগুন।
কিছুক্ষণ পর পূর্ব গ্যালারির কাছের ফ্লাড লাইটেও আগুন দেখা যায়। এই ঘটনায় পুরো দল অনুশীলন বন্ধ করে দাঁড়িয়ে পড়ে। তবে আগুন বেশিক্ষণ থাকেনি। ছড়িয়ে পড়ে ধোঁয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবার শুরু হয় অনুশীলন।
জানা গেছে শর্ট সার্কিটের কারণে এমনটা হয়েছে। এসময় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে তাৎক্ষণিকভাবে ফ্লাডলাইট বন্ধ করে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে বিসিবির গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেন সংবাদ মাধ্যমকে জানান, শর্ট সার্কিটের কারণে ফ্লাডলাইটে আগুন লাগে। কোনো দুর্ঘটনা ঘটেনি। বাকি লাইটগুলো চলায় ক্রিকেটারদের অনুশীলনে সমস্যা হচ্ছে না। বৃষ্টির কারণে এখনই ফ্লাডলাইট ঠিক করা সম্ভব হচ্ছে না।
এশিয়া কাপের জন্য অনুশীলন হচ্ছে ক্রিকেটারদের। অর্থাৎ অনুশীলনের সময় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের স্টেডিয়ামে প্রবেশ সীমিত করা হয়েছে। বাংলাদেশ আগামী ৩০ আগস্ট শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে এশিয়া কাপ শুরু করবে। এরপর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে যাবে পাকিস্তানে।
মন্তব্য করুন