স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ১১:১১ এএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন শান্ত 

টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন শান্ত 
নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে অধিনায়কত্ব নিয়ে আলোচনা যেন সবসময় লেগেই থাকে। বিশেষ করে গত এক দশকে ভিন্ন ভিন্ন ফরম্যাটে আলাদা অধিনায়ক নিয়োগ দেওয়ার পর থেকে বিষয়টি আরও জটিল হয়েছে। সাকিব আল হাসান, তামিম ইকবাল থেকে শুরু করে মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস—এই সময়ের মধ্যে প্রায় সবাইকেই কোনো না কোনোভাবে দায়িত্ব নিতে হয়েছে।

সম্প্রতি নাজমুল হোসেন শান্ত চূড়ান্তভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছেন, তিনি আর টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব পালন করতে চান না। তবে তিনি টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে নেতৃত্ব চালিয়ে যেতে আগ্রহী। বিসিবিও তার এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে।

বিসিবি সভাপতি ফারুক আহমেদও বিষয়টি নিশ্চিত করেছেন বেশ কয়েক জায়গায়। বিসিবি সভাপতির ভাষ্য মতে, শান্ত টি-টোয়েন্টি নেতৃত্ব ছেড়ে দিতে চায় তবে ওয়ানডে ও টেস্টে সে দায়িত্ব চালিয়ে যেতে ইচ্ছুক সে। বিসিবিও সেই সিদ্ধান্ত মেনে নিয়েছে। যদিও নতুন টি-টোয়েন্টি অধিনায়ক এখনো ঘোষণা করা হয়নি, তবে বিসিবির অভ্যন্তরীণ আলোচনা থেকে জানা যাচ্ছে, লিটন দাস এই দায়িত্ব পেতে যাচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজে তার নেতৃত্বে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর এই সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে গেছে। তবে বিকল্প হিসেবে মেহেদী হাসান মিরাজের নামও আলোচনায় ছিল। কিন্তু টি-টোয়েন্টি দলে তার স্থায়িত্ব নিয়ে সংশয় থাকায় লিটন এগিয়ে রয়েছেন।

নাজমুলের নেতৃত্ব ছাড়ার পেছনে ব্যক্তিগত কারণ হিসেবে ব্যাটিংয়ে আরও মনোযোগ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক আলোচনা থেকেও দূরে থাকতে চান তিনি। তবে মাঠে তার নেতৃত্ব সবসময় প্রশংসিত হয়েছে। এমনকি তার নেতৃত্বে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও দল ভালো করেছে।

আগামী মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ নতুন অধিনায়ক পাবে বলে আশা করা হচ্ছে। এই পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটে নতুন একটি অধ্যায়ের সূচনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক অনুষ্ঠিত

পাথরের জন্য মাইকিং, ডেডলাইন ২৬ আগস্ট

‘চোখের সামনেই আমার ছেলেটার মৃত্যু হয়েছে’

তুরাগের চার ওয়ার্ড বিচ্ছিন্নের ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না : মোস্তফা জামান

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আমেরিকান প্রবাসী মিঠুর খাদ্যসামগ্রী বিতরণ

যশোর-৬ আসন অপরিবর্তিত রাখার দাবিতে গণমিছিল

কুকুরকে খাবার খাওয়ানোর কারণে নারীকে ৩৮ সেকেন্ডে ৮ বার থাপ্পড়!

টেকনাফ সীমান্তের ওপারে আবারও গোলাগুলি, এপারে আতঙ্ক

চাঁদাবাজি করলে বহিষ্কারের পাশাপাশি স্থান হবে কারাগার : নীরব

রাকসুর প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ

১০

বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন রোনালদো

১১

আবারও ইউক্রেনের যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

১২

উপদেষ্টা মাহফুজ বিএনপি থেকে নির্বাচন করবেন কি না জানালেন বাবা আজিজুর

১৩

‘ধর্ষণে ব্যর্থ হয়ে শিশু ছোঁয়াকে আছড়ে হত্যা করে ফুপাতো ভাই’

১৪

সড়ক পরিহার করে সভা-সমাবেশ করার অনুরোধ ডিএমপি কমিশনারের

১৫

আমরা সবাই বাংলাদেশি, এর বাইরে কোনো পরিচয় নেই : জিলানী

১৬

জামদানি পল্লী পরিদর্শনে উপদেষ্টা ফরিদা আখতার

১৭

উৎসবমুখর পরিবেশে নর্দান ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

১৮

বাংলাদেশ থেকে লক্ষাধিক টাকা বেতনে নার্স নেবে কুয়েত

১৯

সংবিধানের ওপরে জুলাই সনদ প্রাধান্য পেতে পারে না : গণফোরাম

২০
X