শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ১২:৩২ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে বিপিএলে সুযোগ পেলেন মোসাদ্দেক

অবশেষে বিপিএলে সুযোগ পেলেন মোসাদ্দেক
মোসাদ্দেক হোসেন সৈকত। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে মোসাদ্দেকে হোসেন দল না পাওয়ায় যে বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছিল, অবশেষে সেই অধ্যায়ের সমাপ্তি ঘটল। ঢালিউড সুপারস্টার শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস দলে অন্তর্ভুক্ত করেছে অভিজ্ঞ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে।

সিলেট পর্বেই মাঠে নামতে পারেন এই ২৯ বছর বয়সী ক্রিকেটার। তাকে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস ম্যানেজমেন্ট, যেখানে জানা গেছে, আসিফ হাসানের বদলি হিসেবে দলে ভেড়ানো হয়েছে মোসাদ্দেককে।

বিপিএল প্লেয়ার্স ড্রাফটে মোসাদ্দেককে কোনো দল দলে নেয়নি, যা ক্রিকেট বিশ্লেষকদের কাছে বিস্ময়কর লেগেছে। শুধু তাই নয়, বিপিএল শুরুর আগেও তাকে কোনো ফ্র্যাঞ্চাইজি দলে ভেড়ানোর প্রয়োজন মনে করেনি। অথচ ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি আন্তর্জাতিক অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তাকে উপেক্ষা করা হয়।

সম্প্রতি লঙ্কান টি-টেন লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন মোসাদ্দেক। তার দল বাংলা টাইগার্স হয়েছিল চ্যাম্পিয়ন, যেখানে তিনি ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলেন। জাতীয় লিগে দলকে ফাইনালে তোলার পাশাপাশি ঢাকা প্রিমিয়ার লিগেও তিনি নিয়মিত পারফর্মার। এতকিছুর পরও বিপিএলে দল না পাওয়া যেন অবাক করার মতোই ব্যাপার হয়ে দাঁড়ায়।

ঢাকা ক্যাপিটালস এখন পর্যন্ত বিপিএলে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই দলটির ঘাটতি স্পষ্ট। এই পরিস্থিতিতে মোসাদ্দেকের মতো একজন ব্যাটিং অলরাউন্ডারের অন্তর্ভুক্তি দলের ভারসাম্য ফিরিয়ে আনতে পারে।

মোসাদ্দেকের মতো একজন অভিজ্ঞ ও কার্যকর অলরাউন্ডারকে শুরুতে কোনো দল না নেওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের পরিকল্পনা ও হোমওয়ার্ক নিয়ে। অনেক প্রতিভাবান খেলোয়াড়ই বছরের পর বছর উপেক্ষিত থেকে যাচ্ছেন, যা বাংলাদেশ ক্রিকেটের জন্য ইতিবাচক নয়।

ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলতে নামার পর মোসাদ্দেক কি নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারবেন? সেটিই এখন দেখার বিষয়। তিনি যদি নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারেন, তবে ঢাকার জন্য বড় সম্পদ হয়ে উঠতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুর মুমূর্ষু অবস্থায়, বাঁচবে কি মরবে জানি না : রাশেদ

নুরের ওপর হামলার প্রতিবাদে নিজ উপজেলায় বিক্ষোভ

ডাচদের সাথে লিটনদের লড়াই দেখবেন যেভাবে

নুরের ওপর হামলা / ঢাকা-ময়মসিংসহ সড়ক অবরোধ

কী বলে নুরের ওপর হামলা করা হয়, জানালেন ইয়ামিন মোল্লা

আফগানদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা পাকিস্তানের

নুরের ওপর হামলার ঘটনায় জামায়াত সেক্রেটারি জেনারেলের বিবৃতি

আইসিইউতে নুর, ৪৮ ঘণ্টার আগে কিছু বলা যাবে না : চিকিৎসক

নুরের ওপর হামলা ‘অত্যন্ত ন্যক্কারজনক’: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নুরের ওপর হামলায় ১০১ সংগঠনের বিবৃতি

১০

নুরকে দেখতে এসে আসিফ নজরুল অবরুদ্ধ 

১১

আহত নুরকে দেখতে ঢামেকে প্রেস সচিব

১২

সহিংসতার ঘটনায় সেনাবাহিনীর বিবৃতি

১৩

সেই পরিকল্পনা ভেস্তে গেলেও ওরা থামেনি : হাসনাত

১৪

মাদুশঙ্কার হ্যাটট্রিকে লঙ্কানদের রুদ্ধশ্বাস জয়

১৫

নুরের ওপর হামলার কড়া প্রতিবাদ ছাত্রদলের

১৬

ভারতীয় বক্সারকে হারিয়ে ইতিহাস গড়লেন হাসান শিকদার

১৭

আসিফ নজরুলকে তুলোধুনো করলেন হাসনাত আবদুল্লাহ

১৮

২৪ ঘণ্টার আলটিমেটাম দিল গণঅধিকার পরিষদ

১৯

ইংল্যান্ড সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা

২০
X