স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ১২:৩২ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে বিপিএলে সুযোগ পেলেন মোসাদ্দেক

অবশেষে বিপিএলে সুযোগ পেলেন মোসাদ্দেক
মোসাদ্দেক হোসেন সৈকত। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে মোসাদ্দেকে হোসেন দল না পাওয়ায় যে বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছিল, অবশেষে সেই অধ্যায়ের সমাপ্তি ঘটল। ঢালিউড সুপারস্টার শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস দলে অন্তর্ভুক্ত করেছে অভিজ্ঞ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে।

সিলেট পর্বেই মাঠে নামতে পারেন এই ২৯ বছর বয়সী ক্রিকেটার। তাকে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস ম্যানেজমেন্ট, যেখানে জানা গেছে, আসিফ হাসানের বদলি হিসেবে দলে ভেড়ানো হয়েছে মোসাদ্দেককে।

বিপিএল প্লেয়ার্স ড্রাফটে মোসাদ্দেককে কোনো দল দলে নেয়নি, যা ক্রিকেট বিশ্লেষকদের কাছে বিস্ময়কর লেগেছে। শুধু তাই নয়, বিপিএল শুরুর আগেও তাকে কোনো ফ্র্যাঞ্চাইজি দলে ভেড়ানোর প্রয়োজন মনে করেনি। অথচ ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি আন্তর্জাতিক অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তাকে উপেক্ষা করা হয়।

সম্প্রতি লঙ্কান টি-টেন লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন মোসাদ্দেক। তার দল বাংলা টাইগার্স হয়েছিল চ্যাম্পিয়ন, যেখানে তিনি ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলেন। জাতীয় লিগে দলকে ফাইনালে তোলার পাশাপাশি ঢাকা প্রিমিয়ার লিগেও তিনি নিয়মিত পারফর্মার। এতকিছুর পরও বিপিএলে দল না পাওয়া যেন অবাক করার মতোই ব্যাপার হয়ে দাঁড়ায়।

ঢাকা ক্যাপিটালস এখন পর্যন্ত বিপিএলে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই দলটির ঘাটতি স্পষ্ট। এই পরিস্থিতিতে মোসাদ্দেকের মতো একজন ব্যাটিং অলরাউন্ডারের অন্তর্ভুক্তি দলের ভারসাম্য ফিরিয়ে আনতে পারে।

মোসাদ্দেকের মতো একজন অভিজ্ঞ ও কার্যকর অলরাউন্ডারকে শুরুতে কোনো দল না নেওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের পরিকল্পনা ও হোমওয়ার্ক নিয়ে। অনেক প্রতিভাবান খেলোয়াড়ই বছরের পর বছর উপেক্ষিত থেকে যাচ্ছেন, যা বাংলাদেশ ক্রিকেটের জন্য ইতিবাচক নয়।

ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলতে নামার পর মোসাদ্দেক কি নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারবেন? সেটিই এখন দেখার বিষয়। তিনি যদি নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারেন, তবে ঢাকার জন্য বড় সম্পদ হয়ে উঠতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ার্ডপ্রেস কন্ট্রিবিউশনের গর্বিত মুখ বাংলাদেশের নাসিম

বরিশালে এনসিপির পদযাত্র‍ায় ২০ সহস্রাধিক জনতার জমায়াতের প্রস্তুতি

১৪৮ বছরের টেস্ট ইতিহাসে নতুন করে লেখালেন স্টার্ক

মালয়েশিয়ায় প্রবেশের সময় ৯৬ বাংলাদেশি আটক

চেয়ারে শহীদদের স্বজনেরা, মেঝেতে বসেন ৫ উপদেষ্টা

শ্যামলীতে ছিনতাইকারীদের একজন গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

নারীদের বীরত্বপূর্ণ অবদানে জুলাই উইমেন্স ডে উদযাপন

এসএসসি-এইচএসসিতে ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য সুখবর

মাকে জীবনের জন্য হুমকি দাবি, বাড়িতে ঢুকতে দেয়নি ছেলে 

চরমোনাইর দরবারে এনসিপির কেন্দ্রীয় প্রতিনিধি দল

১০

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল 

১১

বাড়ির পেছনে পড়ে ছিল শিশুর বস্তাবন্দি মরদেহ

১২

আশুলিয়া কলেজ প্রশাসনের ভুলে বিপাকে ১৮৬ এইচএসসি পরীক্ষার্থী

১৩

উপদেষ্টা শারমিন মুরশিদ পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত : হেফাজতে ইসলাম

১৪

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না : মোস্তফা জামান

১৫

‘মব’ সৃষ্টি করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে ছাত্রশিবির, অভিযোগ ছাত্রদলের 

১৬

লর্ডসে ব্যর্থ জাদেজার বীরত্ব, ইংল্যান্ডের নাটকীয় জয়

১৭

গমের ব্লাস্ট রোগ দমনে গাকৃবিতে হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৮

শুটিংয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল স্টান্টম্যানের

১৯

প্রেমের টানে ভারতে গিয়ে বিপাকে বাংলাদেশি নারী

২০
X