সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ০১:০৫ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

তামিম ইকবালকে সতীর্থদের বিদায়ী বার্তা

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ব্যাটার তামিম ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটেছে। দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ার শেষে তার বিদায় উপলক্ষে সতীর্থরা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের আবেগঘন শুভেচ্ছা ও স্মৃতিচারণা করেছেন। তামিমের প্রতি এই বার্তাগুলো তার ক্যারিয়ারের প্রভাব ও অবদানকে সুন্দরভাবে তুলে ধরেছে।

সৌম্য সরকার, যিনি তামিমের সঙ্গে ওপেনিং জুটিতে ৮১ ইনিংসে খেলেছেন, ফেসবুকে লেখেন, ‘অবসর মানে সবকিছুর শেষ নয়; বরং এটি নতুন এক অধ্যায়ের সূচনা। সামনের অভিযাত্রা উপভোগ করুন। মাঠে আপনাকে মিস করব।’ সৌম্যর এই বার্তায় ছিল তামিমের প্রতি শুভকামনার স্পষ্ট বার্তা।

জাতীয় দলে তামিমের আগে থেকে থাকা মুশফিকুর রহিম লেখেন, ‘তামিম, তোমার অর্জনের জন্য আমি গর্বিত। তুমি বাংলাদেশ ক্রিকেটের অসাধারণ দূত ও বিশ্বমানের ব্যাটার। বিশেষ করে দুবাইয়ে ভাঙা আঙুল নিয়ে ব্যাট করার দৃঢ়তা দেশের প্রতি তোমার নিবেদনকে স্মরণ করিয়ে দেয়।’ মুশফিক তার বার্তায় তামিমকে একজন বন্ধু হিসেবে পাওয়ার কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।

মাহমুদউল্লাহ রিয়াদ স্মৃতিচারণায় বলেন, ‘ তোমার সঙ্গে খেলাটা সব সময়ই আনন্দের ছিল। আমাদের একসঙ্গে ব্যাট করার এই শেষ ছবিটি আমার কাছে বিশেষ স্মৃতি হয়ে থাকবে।’ তিনি তামিমের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনাও জানিয়েছেন।

জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও তামিমের অবসর ঘোষণায় ফেসবুকে বার্তা দেন। তিনি লিখেন, ‘প্রিয় তামিম ভাই, আপনার নেওয়া সিদ্ধান্তকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। ২০১৬ সালে আবাহনীর হয়ে প্রথমবার আপনার সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করা থেকে শুরু করে জাতীয় দলে একসঙ্গে খেলার সুযোগ, আপনার কাছ থেকে শিখেছি অসংখ্য কিছু। আপনার ক্রিকেটীয় মেধা, সহ-খেলোয়াড়দের প্রতি আপনার যত্নশীলতা ও উদারতা আমাকে বারবার মুগ্ধ করেছে। আপনার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত অবশ্যই আপনাকে ভাবতে হয়েছে, এবং সেটিকে আমি শ্রদ্ধা জানাই। তবে ড্রেসিং রুমে এবং ২২ গজে আপনার সঙ্গ আমরা ভীষণভাবে মিস করব।’

জাতীয় দলের বাইরে থাকা ওপেনার মোহাম্মদ নাঈম তার বার্তায় উল্লেখ করেন, ‘আপনার অবসরের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটে একটি যুগের সমাপ্তি হলো। দেশের অন্যতম সেরা ওপেনার হিসেবে আপনার অর্জন ও নেতৃত্বের কারণে আপনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।’

তামিম ইকবাল, যিনি তিন ফরম্যাটে ৩৮৭ ম্যাচ খেলে ১৫১৯২ রান করেছেন, নিজের বিদায়বার্তায় লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ।’ তার এই বার্তা কেবল ভক্ত নয়, সতীর্থদেরও আবেগপ্রবণ করে তুলেছে।

তামিমের বিদায়ে বাংলাদেশের ক্রিকেটে এক সোনালি অধ্যায় শেষ হলো। তার অসাধারণ পারফরম্যান্স, নেতৃত্ব, এবং দলীয় সাফল্যে অবদান তাকে স্মরণীয় করে রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থুথু মিশিয়ে রুটি তৈরি, অতঃপর...

এবার নৌ মিসাইল ঘাঁটি প্রকাশ্যে আনল ইরান

ভারত মহাসাগরে চীনের আধিপত্য রুখতে প্রস্তুতি নিচ্ছে দিল্লি

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে রাজধানীতে ছাত্রদলের কম্বল বিতরণ

বাসা-বাড়ির গ্যাসের দাম দ্বিগুণ করার দাবিতে প্রচার, যা জানা গেল

‘জাতির সংকট উত্তরণে সর্বদা মানুষের আস্থা ও ভরসারস্থল জিয়া পরিবার’

সাইফ আলীকে ছুরিকাঘাতে বাংলাদেশি? যা জানা যাচ্ছে

এক ব্যাগে স্যালাইন মিশিয়ে তিন ব্যাগ রক্ত বানাতেন তারা

সাভারে বেতার কেন্দ্রের টেন্ডারবক্স ভাঙচুরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

আলোচিত ফটোসেশনের বাছুর পেলেন ১০ নারী

১০

রোমাঞ্চকর ম্যাচে তীরে এসে তরী ডুবল রাজশাহীর

১১

সভাপতি পদে পরিবর্তনসহ ডাকসু গঠনতন্ত্র সংস্কারে ১৮ প্রস্তাব ছাত্র ফেডারেশনের

১২

ছেলের জন্য চাকরি ছাড়েন দেশসেরা সুশোভনের মা

১৩

ড. ইউনূস সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের

১৪

জসীমের বিচারের দাবিতে কক্সবাজারে বিক্ষোভ মিছিল

১৫

ব্যাংকারদের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

১৬

গোপালগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০

১৭

ইসরায়েলি সেনাদের কাছে তিন জিম্মিকে হস্তান্তর

১৮

যুবদল নেতাকে কুপিয়ে জখম, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

১৯

মেসির ছেলেরা কি যুক্তরাষ্ট্রের জার্সিতে খেলবেন?

২০
X