শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ১১:৫৩ এএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

মালানের সঙ্গে মাঠের ঘটনা নিয়ে ব্যাখ্যা দিলেন তামিম

মালানের সঙ্গে মাঠে ঘটে যাওয়া তামিমের সেই মুহূর্তটি
মালানের সঙ্গে মাঠে ঘটে যাওয়া তামিমের সেই মুহূর্তটি। ছবি : সংগৃহীত

বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল সম্প্রতি বিভিন্ন নেতিবাচক ঘটনায় খবরের শিরোনাম হচ্ছেন। মাত্র এক ম্যাচ আগেই সাব্বির রহমানের সঙ্গে বিরোধের পর এবার মনে হচ্ছিল তারই বরিশাল সতীর্থ ইংলিশ ব্যাটার ডেভিড মালানের সঙ্গে মাঠে বিরোধ হয়েছে তার। তবে ঘটনার একদিন পর বিষয়টি স্পষ্ট করেছেন তামিম।

সোমবার (২০ জানুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তামিম জানান, তার রান আউটের পর মালান 'সরি' বলে ইশারা করেন এবং তাদের মধ্যে কোনো কথা হয়নি। বরং, প্রতিপক্ষের এক ফিল্ডারের সঙ্গে মালানের কথোপকথনকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

তামিমের স্টাটাসটি কালবেলা পাঠকের জন্য হুবুহ তুলে ধরা হলো,

‘অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, মাঠে ডাভিড মালানের সঙ্গে কিছু হয়েছিল কিনা। এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে। অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি। মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে!

মাঠে দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝি হতেই পারে। তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক। আমি রান আউট হওয়ার পরই মালান হাতের ইশারায় ‘সরি’ বলেছে। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই। তার সঙ্গে কোনো কথাই হয়নি। কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে, যা তার ভালো লাগেনি। মালান সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিল, তার দিকেই এগিয়ে যাচ্ছিল। অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে, আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে!

এরকম অনেক সময়ই অনেকে টিভিতে দু-একটি দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন। গত কয়েক দিনে আমাকে নিয়েও এরকম হয়েছে। কিন্তু কোনো ঘটনা তো হুট করে হয় না। এটার পেছনেও অনেক ঘটনা থাকে। মাঠে এরকম অনেক কিছুই হয়, যা টিভিতে পুরোপুরি ফুটে ওঠে না এবং সেটা উচিতও নয়। কিন্তু টিভিতে দু-একটি দৃশ্য দেখেই চূড়ান্ত ধারণা নেওয়া উচিত নয়। যাদের নিয়ে ঘটনা, যারা মাঠে থাকেন, তারা সবকিছু জানেন। আজকের উদাহরণ দিয়েই আবার বলছি, টিভিতে এক-দুই ঝলক দেখেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয়।

ধন্যবাদ সবাইকে।’

তবে এটি প্রথমবার নয়, সাম্প্রতিক সময়ে তামিম ইকবাল মাঠে প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতিতে জড়িয়েছেন। ৯ জানুয়ারি ২০২৫ তারিখে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ শেষে ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসের সঙ্গে তামিমের তর্ক হয়। ম্যাচ শেষে হাত মেলানোর সময় তামিম ও হেলসের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, যা নিয়ে পরবর্তীতে আলোচনা হয়।

এছাড়া, ১৬ জানুয়ারি ২০২৫ তারিখে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে তামিম ইকবাল ও সাব্বির রহমানের মধ্যে কথোপকথন হয়, যেখানে তামিম সাব্বিরকে বলেন তার সাথে না লাগতে।

এই ধারাবাহিক ঘটনাবলি তামিম ইকবালের মাঠের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে। তবে তিনি নিজেই স্পষ্ট করেছেন যে, ডেভিড মালানের সঙ্গে তার কোনো বিরোধ হয়নি এবং টিভিতে দেখা কিছু দৃশ্যের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদিকে ‘বাংলার বীর’ হিসেবে স্বীকৃতির দাবি

হাদির মৃত্যুতে এনসিপির শোক

আমাদেরও যেন শহীদি মৃত্যু হয়: মাহফুজ আলম

ওসমান হাদি কখন মারা যান, জানালেন ডা. আহাদ

রাতে নিরাপত্তার স্বার্থে ওসমান হাদির পরিবারকে কথা না বলার নির্দেশ

ওসমান হাদির মৃত্যুতে পররাষ্ট্র উপদেষ্টার শোক

ওসমান হাদির মরদেহ দেশে ফিরবে যখন

ওসমান হাদির সন্তান ও পরিবারের দায়িত্ব নেবে সরকার : প্রধান উপদেষ্টা

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের প্রতিক্রিয়া

হাদির মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গভীর শোক

১০

হাদির মৃত্যুতে যে ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা

১১

ওসমান হাদির মৃত্যুতে ভিপি সাদিক কায়েমের প্রতিক্রিয়া

১২

শুক্রবার সারাদেশে বাদ জুমা বিশেষ দোয়া ও কফিন মিছিল

১৩

ভোট নিয়ে টকশোতে পাল্টাপাল্টি ধাওয়া, চেয়ার ভাঙচুর

১৪

‘হাদির খুনিদের ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে’

১৫

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে যুবদলের আনন্দ র‍্যালি

১৬

ওসমান হাদির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৭

মান্নার ঋণ পুনঃতপশিলে অসহযোগিতা / বগুড়ার ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপককে স্ট্যান্ড রিলিজ

১৮

শাহবাগ মোড় অবরোধ

১৯

ওসমান হাদির মৃত্যুর পর যা বললেন হাসনাত আব্দুল্লাহ 

২০
X