স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ১১:৫৩ এএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

মালানের সঙ্গে মাঠের ঘটনা নিয়ে ব্যাখ্যা দিলেন তামিম

মালানের সঙ্গে মাঠে ঘটে যাওয়া তামিমের সেই মুহূর্তটি
মালানের সঙ্গে মাঠে ঘটে যাওয়া তামিমের সেই মুহূর্তটি। ছবি : সংগৃহীত

বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল সম্প্রতি বিভিন্ন নেতিবাচক ঘটনায় খবরের শিরোনাম হচ্ছেন। মাত্র এক ম্যাচ আগেই সাব্বির রহমানের সঙ্গে বিরোধের পর এবার মনে হচ্ছিল তারই বরিশাল সতীর্থ ইংলিশ ব্যাটার ডেভিড মালানের সঙ্গে মাঠে বিরোধ হয়েছে তার। তবে ঘটনার একদিন পর বিষয়টি স্পষ্ট করেছেন তামিম।

সোমবার (২০ জানুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তামিম জানান, তার রান আউটের পর মালান 'সরি' বলে ইশারা করেন এবং তাদের মধ্যে কোনো কথা হয়নি। বরং, প্রতিপক্ষের এক ফিল্ডারের সঙ্গে মালানের কথোপকথনকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

তামিমের স্টাটাসটি কালবেলা পাঠকের জন্য হুবুহ তুলে ধরা হলো,

‘অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, মাঠে ডাভিড মালানের সঙ্গে কিছু হয়েছিল কিনা। এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে। অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি। মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে!

মাঠে দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝি হতেই পারে। তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক। আমি রান আউট হওয়ার পরই মালান হাতের ইশারায় ‘সরি’ বলেছে। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই। তার সঙ্গে কোনো কথাই হয়নি। কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে, যা তার ভালো লাগেনি। মালান সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিল, তার দিকেই এগিয়ে যাচ্ছিল। অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে, আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে!

এরকম অনেক সময়ই অনেকে টিভিতে দু-একটি দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন। গত কয়েক দিনে আমাকে নিয়েও এরকম হয়েছে। কিন্তু কোনো ঘটনা তো হুট করে হয় না। এটার পেছনেও অনেক ঘটনা থাকে। মাঠে এরকম অনেক কিছুই হয়, যা টিভিতে পুরোপুরি ফুটে ওঠে না এবং সেটা উচিতও নয়। কিন্তু টিভিতে দু-একটি দৃশ্য দেখেই চূড়ান্ত ধারণা নেওয়া উচিত নয়। যাদের নিয়ে ঘটনা, যারা মাঠে থাকেন, তারা সবকিছু জানেন। আজকের উদাহরণ দিয়েই আবার বলছি, টিভিতে এক-দুই ঝলক দেখেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয়।

ধন্যবাদ সবাইকে।’

তবে এটি প্রথমবার নয়, সাম্প্রতিক সময়ে তামিম ইকবাল মাঠে প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতিতে জড়িয়েছেন। ৯ জানুয়ারি ২০২৫ তারিখে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ শেষে ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসের সঙ্গে তামিমের তর্ক হয়। ম্যাচ শেষে হাত মেলানোর সময় তামিম ও হেলসের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, যা নিয়ে পরবর্তীতে আলোচনা হয়।

এছাড়া, ১৬ জানুয়ারি ২০২৫ তারিখে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে তামিম ইকবাল ও সাব্বির রহমানের মধ্যে কথোপকথন হয়, যেখানে তামিম সাব্বিরকে বলেন তার সাথে না লাগতে।

এই ধারাবাহিক ঘটনাবলি তামিম ইকবালের মাঠের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে। তবে তিনি নিজেই স্পষ্ট করেছেন যে, ডেভিড মালানের সঙ্গে তার কোনো বিরোধ হয়নি এবং টিভিতে দেখা কিছু দৃশ্যের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘৫ আগস্টের পর দেশে ইসলামের পক্ষের পরিবেশ তৈরি হয়েছে’

বন্য হাতির আক্রমণে প্রাণ গেল নারীর

স্থগিত কমিটি বহালের দাবিতে ছাত্রদের সড়ক অবরোধ

আসামি ধরতে গিয়ে তোপের মুখে খালি হাতে ফিরল র‌্যাব

মোবাইলের ডিসপ্লে নষ্ট করায় হত্যা, ৩ জনের যাবজ্জীবন

ভুল চিকিৎসায় ফের রোগী মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর

‘দরজা ভেঙে ভেতরে দেখি বাবার গলা কাটা মরদেহ’

আমরা জনগণের পুলিশ : ডিএমপি কমিশনার

সেনাপ্রধানের সঙ্গে সৌদি আরব রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বইমেলায় অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের উন্মুক্ত সাংস্কৃতিক চর্চাকে ক্ষুণ্ন করে : প্রধান উপদেষ্টা

১০

সমাজবিরোধীরা কোনো ব্যক্তিকে হুমকি দিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স

১১

বর্তমান সরকার বিএনপির দীর্ঘ আন্দোলনের ফসল : নীরব

১২

জাবিতে পরীক্ষা চলাকালে শিক্ষকের স্ত্রীকে প্রবেশে বাধা, অতঃপর...

১৩

যার প্রয়োজন তাকেই টিসিবির কার্ড দেওয়া হবে : বাণিজ্য উপদেষ্টা

১৪

সাবেক সংসদ সদস্য মজিদ খান গ্রেপ্তার

১৫

চাকরিতে অগ্রাধিকার পাবেন শহীদ পরিবারের কর্মক্ষম সদস্যরা

১৬

মৃত্যুর ঠিক আগমুহূর্তে কী ঘটে, জানালেন বিজ্ঞানীরা

১৭

আ.লীগ নেতার দেড় শতাধিক গাছ কাটলেন বিএনপি নেতা

১৮

ময়মনসিংহে জাল দলিল তৈরির মূলহোতা গ্রেপ্তার

১৯

১০ ফেব্রুয়ারি বিশ্ব মৃগী রোগ দিবস / মৃগীরোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সমর্থনের জন্য একটি আহ্বান

২০
X