স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ১১:৫৩ এএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

মালানের সঙ্গে মাঠের ঘটনা নিয়ে ব্যাখ্যা দিলেন তামিম

মালানের সঙ্গে মাঠে ঘটে যাওয়া তামিমের সেই মুহূর্তটি
মালানের সঙ্গে মাঠে ঘটে যাওয়া তামিমের সেই মুহূর্তটি। ছবি : সংগৃহীত

বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল সম্প্রতি বিভিন্ন নেতিবাচক ঘটনায় খবরের শিরোনাম হচ্ছেন। মাত্র এক ম্যাচ আগেই সাব্বির রহমানের সঙ্গে বিরোধের পর এবার মনে হচ্ছিল তারই বরিশাল সতীর্থ ইংলিশ ব্যাটার ডেভিড মালানের সঙ্গে মাঠে বিরোধ হয়েছে তার। তবে ঘটনার একদিন পর বিষয়টি স্পষ্ট করেছেন তামিম।

সোমবার (২০ জানুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তামিম জানান, তার রান আউটের পর মালান 'সরি' বলে ইশারা করেন এবং তাদের মধ্যে কোনো কথা হয়নি। বরং, প্রতিপক্ষের এক ফিল্ডারের সঙ্গে মালানের কথোপকথনকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

তামিমের স্টাটাসটি কালবেলা পাঠকের জন্য হুবুহ তুলে ধরা হলো,

‘অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, মাঠে ডাভিড মালানের সঙ্গে কিছু হয়েছিল কিনা। এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে। অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি। মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে!

মাঠে দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝি হতেই পারে। তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক। আমি রান আউট হওয়ার পরই মালান হাতের ইশারায় ‘সরি’ বলেছে। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই। তার সঙ্গে কোনো কথাই হয়নি। কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে, যা তার ভালো লাগেনি। মালান সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিল, তার দিকেই এগিয়ে যাচ্ছিল। অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে, আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে!

এরকম অনেক সময়ই অনেকে টিভিতে দু-একটি দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন। গত কয়েক দিনে আমাকে নিয়েও এরকম হয়েছে। কিন্তু কোনো ঘটনা তো হুট করে হয় না। এটার পেছনেও অনেক ঘটনা থাকে। মাঠে এরকম অনেক কিছুই হয়, যা টিভিতে পুরোপুরি ফুটে ওঠে না এবং সেটা উচিতও নয়। কিন্তু টিভিতে দু-একটি দৃশ্য দেখেই চূড়ান্ত ধারণা নেওয়া উচিত নয়। যাদের নিয়ে ঘটনা, যারা মাঠে থাকেন, তারা সবকিছু জানেন। আজকের উদাহরণ দিয়েই আবার বলছি, টিভিতে এক-দুই ঝলক দেখেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয়।

ধন্যবাদ সবাইকে।’

তবে এটি প্রথমবার নয়, সাম্প্রতিক সময়ে তামিম ইকবাল মাঠে প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতিতে জড়িয়েছেন। ৯ জানুয়ারি ২০২৫ তারিখে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ শেষে ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসের সঙ্গে তামিমের তর্ক হয়। ম্যাচ শেষে হাত মেলানোর সময় তামিম ও হেলসের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, যা নিয়ে পরবর্তীতে আলোচনা হয়।

এছাড়া, ১৬ জানুয়ারি ২০২৫ তারিখে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে তামিম ইকবাল ও সাব্বির রহমানের মধ্যে কথোপকথন হয়, যেখানে তামিম সাব্বিরকে বলেন তার সাথে না লাগতে।

এই ধারাবাহিক ঘটনাবলি তামিম ইকবালের মাঠের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে। তবে তিনি নিজেই স্পষ্ট করেছেন যে, ডেভিড মালানের সঙ্গে তার কোনো বিরোধ হয়নি এবং টিভিতে দেখা কিছু দৃশ্যের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

‎বিএনপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

বড়দিন উপলক্ষে আজ রঙে রাঙবে নন্দনমঞ্চ

ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন টেইলর সুইফট

যেসব খাবারে চল্লিশের পরও থাকতে পারেন ২৫-এর মতো তরুণ

মেডিকেল প্রমোশন অফিসার পদে নিয়োগ দিচ্ছে ইবনে সিনা

তারেক রহমানের সংবর্ধনা সমাবেশ ঘিরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি

জনগণের কষ্ট লাঘব করতেই তারেক রহমান দেশে আসছেন : মির্জা আব্বাস

শুরু থেকে মাঠে আছি মানুষের সাড়া পাচ্ছি : আমির হামজা

নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা

১০

বিমানবন্দর থেকে যে পথে ৩০০ ফিটের সভাস্থলে যাবেন তারেক রহমান

১১

সুষ্ঠু ভোটের ক্ষমতা নিয়ে ইসির সক্ষমতা নিয়ে সন্দেহ এনসিপির

১২

নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রুমিন ফারহানার

১৩

যেভাবে ওয়াইফাই নেটওয়ার্ক সুরক্ষিত রাখলে কমবে হ্যাকিংয়ের ঝুঁকি

১৪

জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

১৫

ফেনী-২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মঞ্জু

১৬

এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ করল পুলিশ

১৭

ডিপফেকের শিকার মাধবন, হলেন আদালতের দারস্থ

১৮

বৃহস্পতিবার ২ ঘণ্টা টোলমুক্ত থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা

১৯

এআইইউবি-তে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

২০
X