স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১১:৪৭ এএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১২:০২ পিএম
অনলাইন সংস্করণ

নাহিদার ঘূর্ণিতে সরাসরি বিশ্বকাপের আশা বাঁচল বাংলাদেশের

দুর্দান্ত বল করে দলকে জয় এনে দিয়েছেন নাহিদা। ছবি : সংগৃহীত
দুর্দান্ত বল করে দলকে জয় এনে দিয়েছেন নাহিদা। ছবি : সংগৃহীত

ক্যারিবিয়ানে বাংলাদেশ নারী ক্রিকেট দল দারুণ এক জয়ে সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে। দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬০ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরানোর পাশাপাশি নিজেদের ভাগ্যও রেখেছে নিজেদের হাতে। এখন সিরিজের শেষ ম্যাচে জয়ই তাদের ২০২৫ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে দেবে।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দল সংগ্রহ করে ১৮৪ রান। এরপর নাহিদা আক্তারের দুর্দান্ত বোলিংয়ে ৩৫ ওভারেই ১২৪ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাঁহাতি স্পিনার নাহিদা ৩০ রান দিয়ে নেন ৩ উইকেট। লেগ স্পিনার রাবেয়া খান, ফাহিমা খাতুন ও পেসার মারুফা আক্তারও গুরুত্বপূর্ণ অবদান রাখেন, প্রত্যেকেই শিকার করেন দুটি করে উইকেট।

এর আগে বাংলাদেশের ব্যাটিং ইনিংসে আলো ছড়িয়েছেন অধিনায়ক নিগার সুলতানা। একপ্রান্ত আগলে রেখে তিনি করেন ৬৮ রান, যা ১২০ বলের ইনিংসে সাজানো ছিল ৫টি চারের মাধ্যমে। তার দৃঢ়তায় মাঝারি একটি স্কোর পায় বাংলাদেশ। সোবহানা মোস্তারি (২৩) ও স্বর্ণা আক্তার (২১) তাকে যথাসাধ্য সঙ্গ দিয়েছেন।

১১তম ওভারে ৩৫ রানে দুই উইকেট হারানোর পর ক্রিজে এসে নিগার গুরুত্বপূর্ণ দুটি জুটি গড়েন—তৃতীয় উইকেটে সোবহানার সঙ্গে ৫১ রান এবং ষষ্ঠ উইকেটে স্বর্ণার সঙ্গে ৩৮ রান। এছাড়া ইনিংসের শুরুতে মুরশিদা খাতুন ও ফারজানা হকের ৩০ রানের জুটি দলের জন্য প্রয়োজনীয় ভিত গড়ে দেয়।

আগস্ট-সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য চলমান উইমেন্স চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষ ছয়ে থাকা প্রয়োজন। এই জয়ের ফলে বাংলাদেশের পয়েন্ট এখন ২৩ ম্যাচে ২১। সমান পয়েন্ট থাকা নিউজিল্যান্ড নেট রান রেটে এগিয়ে থাকায় এখন ছয়ে রয়েছে। তবে সিরিজের শেষ ম্যাচে জয় বা ম্যাচটি পরিত্যক্ত হলেও বাংলাদেশ সরাসরি জায়গা পাবে বিশ্বকাপে।

পরবর্তী ম্যাচে হারলে অবশ্য বাংলাদেশের সামনে থাকবে আরেকটি সুযোগ। তখন ৬ দলের বাছাইপর্বে খেলতে হবে, যেখানে পাকিস্তান, আয়ারল্যান্ড, থাইল্যান্ডসহ শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াই করে বিশ্বকাপে জায়গা করে নিতে হবে।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ৪৮.৫ ওভারে ১৮৪ (নিগার ৬৮, সোবহানা ২৩, স্বর্ণা ২১; কারিশমা ৪/৩৩, আলিয়াহ ৩/২৪)। ওয়েস্ট ইন্ডিজ: ৩৫ ওভারে ১২৪ (শেমাইন ২৮; নাহিদা ৩/৩০, ফাহিমা ২/১৭, রাবেয়া ২/১৯)। ফল: বাংলাদেশ নারী দল ৬০ রানে জয়ী। ম্যাচসেরা: নাহিদা আক্তার।

এবার সিরিজের শেষ ম্যাচে চোখ পুরো দেশের, যেখানে থাকবে সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণের বড় সুযোগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির বিদ্রোহী প্রার্থীদের প্রতি নজরুল ইসলামের সতর্কতা

বগুড়ার জিয়াবাড়ি সাজছে নতুন রূপে

‘মুস্তাফিজের জায়গায় লিটন বা সৌম্য হলে কি একই সিদ্ধান্ত নিত বিসিসিআই?’

তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত : মির্জা ফখরুল

প্রিয় মাতৃভূমির বদনখানি মলিন হতে দেব না : শিক্ষা সচিব

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান 

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক চলছে

গণঅধিকার থেকে নুরুকে বহিষ্কারের তথ্যটি ভুয়া

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

পতিত স্বৈরাচার নির্বাচন বানচাল করতে চায় : সালাহউদ্দিন আহমদ

১০

হ্যাটট্রিক করে বিপিএলে মৃত্যুঞ্জয়ের অনন্য কীর্তি

১১

রেকর্ড দরপতনে ইরানের রিয়াল, ডলার ছাড়াল ১৪ লাখ ৭০ হাজার

১২

বিপিএল ছাড়ার হুমকি ঢাকা ক্যাপিটালসের

১৩

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই : জামায়াত

১৪

প্রিমিয়ার লিগ জয়ের জন্য শক্তি বাড়াল ম্যানসিটি

১৫

যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, নিবিড় পর্যবেক্ষণে ভারত

১৬

আলজাজিরার এক্সপ্লেইনার / কেন বাংলাদেশে জেএফ-১৭ যুদ্ধবিমান বিক্রি করতে চাইছে পাকিস্তান

১৭

খালেদা জিয়া জনগণের মুক্তির দূত হিসেবে আবির্ভূত হয়েছিলেন : কবীর ভূঁইয়া

১৮

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেডআরএফের দোয়া মাহফিল

১৯

মাঠেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন ক্রিকেটার

২০
X