স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১১:৪৭ এএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১২:০২ পিএম
অনলাইন সংস্করণ

নাহিদার ঘূর্ণিতে সরাসরি বিশ্বকাপের আশা বাঁচল বাংলাদেশের

দুর্দান্ত বল করে দলকে জয় এনে দিয়েছেন নাহিদা। ছবি : সংগৃহীত
দুর্দান্ত বল করে দলকে জয় এনে দিয়েছেন নাহিদা। ছবি : সংগৃহীত

ক্যারিবিয়ানে বাংলাদেশ নারী ক্রিকেট দল দারুণ এক জয়ে সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে। দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬০ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরানোর পাশাপাশি নিজেদের ভাগ্যও রেখেছে নিজেদের হাতে। এখন সিরিজের শেষ ম্যাচে জয়ই তাদের ২০২৫ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে দেবে।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দল সংগ্রহ করে ১৮৪ রান। এরপর নাহিদা আক্তারের দুর্দান্ত বোলিংয়ে ৩৫ ওভারেই ১২৪ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাঁহাতি স্পিনার নাহিদা ৩০ রান দিয়ে নেন ৩ উইকেট। লেগ স্পিনার রাবেয়া খান, ফাহিমা খাতুন ও পেসার মারুফা আক্তারও গুরুত্বপূর্ণ অবদান রাখেন, প্রত্যেকেই শিকার করেন দুটি করে উইকেট।

এর আগে বাংলাদেশের ব্যাটিং ইনিংসে আলো ছড়িয়েছেন অধিনায়ক নিগার সুলতানা। একপ্রান্ত আগলে রেখে তিনি করেন ৬৮ রান, যা ১২০ বলের ইনিংসে সাজানো ছিল ৫টি চারের মাধ্যমে। তার দৃঢ়তায় মাঝারি একটি স্কোর পায় বাংলাদেশ। সোবহানা মোস্তারি (২৩) ও স্বর্ণা আক্তার (২১) তাকে যথাসাধ্য সঙ্গ দিয়েছেন।

১১তম ওভারে ৩৫ রানে দুই উইকেট হারানোর পর ক্রিজে এসে নিগার গুরুত্বপূর্ণ দুটি জুটি গড়েন—তৃতীয় উইকেটে সোবহানার সঙ্গে ৫১ রান এবং ষষ্ঠ উইকেটে স্বর্ণার সঙ্গে ৩৮ রান। এছাড়া ইনিংসের শুরুতে মুরশিদা খাতুন ও ফারজানা হকের ৩০ রানের জুটি দলের জন্য প্রয়োজনীয় ভিত গড়ে দেয়।

আগস্ট-সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য চলমান উইমেন্স চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষ ছয়ে থাকা প্রয়োজন। এই জয়ের ফলে বাংলাদেশের পয়েন্ট এখন ২৩ ম্যাচে ২১। সমান পয়েন্ট থাকা নিউজিল্যান্ড নেট রান রেটে এগিয়ে থাকায় এখন ছয়ে রয়েছে। তবে সিরিজের শেষ ম্যাচে জয় বা ম্যাচটি পরিত্যক্ত হলেও বাংলাদেশ সরাসরি জায়গা পাবে বিশ্বকাপে।

পরবর্তী ম্যাচে হারলে অবশ্য বাংলাদেশের সামনে থাকবে আরেকটি সুযোগ। তখন ৬ দলের বাছাইপর্বে খেলতে হবে, যেখানে পাকিস্তান, আয়ারল্যান্ড, থাইল্যান্ডসহ শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াই করে বিশ্বকাপে জায়গা করে নিতে হবে।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ৪৮.৫ ওভারে ১৮৪ (নিগার ৬৮, সোবহানা ২৩, স্বর্ণা ২১; কারিশমা ৪/৩৩, আলিয়াহ ৩/২৪)। ওয়েস্ট ইন্ডিজ: ৩৫ ওভারে ১২৪ (শেমাইন ২৮; নাহিদা ৩/৩০, ফাহিমা ২/১৭, রাবেয়া ২/১৯)। ফল: বাংলাদেশ নারী দল ৬০ রানে জয়ী। ম্যাচসেরা: নাহিদা আক্তার।

এবার সিরিজের শেষ ম্যাচে চোখ পুরো দেশের, যেখানে থাকবে সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণের বড় সুযোগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীর্ষে পাকিস্তান ও দুইয়ে বাংলাদেশ, কোথায় অবস্থান ভারতের

এক-এগারোর সরকার তো একটি উদ্দেশ্যপ্রণোদিত সরকার ছিল : তারেক রহমান

ইরান-সমর্থিতদের হামলায় ডাচ জাহাজের ক্রু নিহত

এবার আহানের বিপরীতে শর্বরী

ক্যানসারে আক্রান্ত সাবেক ব্রাজিল তারকা

বিকেলে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ, খেলা দেখবেন যেভাবে

নতুন ২ টিভির লাইসেন্স পেলেন যারা

দল হিসেবে আ.লীগের বিচারে আনুষ্ঠানিক তদন্ত শুরু, কর্মকর্তা নিয়োগ

সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে যা বললেন তারেক রহমান

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন তারেক রহমান

১০

স্টার্ককে নিয়ে ভারত সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

১১

অকাল বার্ধক্য ডেকে আনছে আপনার প্রতিদিনের যে ২ খাবার

১২

প্রধানমন্ত্রীর সংসদ ও দলীয় নেতৃত্বের প্রশ্নে যা বললেন তারেক রহমান

১৩

পৌনে ৩ ঘণ্টা পর সিলেট থেকে ট্রেন চলাচল শুরু

১৪

দেশে ফিরে নির্বাচন নিয়ে যা বললেন জামায়াত নেতা তাহের

১৫

সহকর্মীর গলায় ধারালো অস্ত্রের কোপ

১৬

পুরোনো টুথব্রাশ ব্যবহার করলে হতে পারে যেসব ক্ষতি

১৭

বরাদ্দের চাল ‘জোরপূর্বক’ নিয়ে গেল নারী ইউপি সদস্য

১৮

অন্তর্বর্তী সরকার সফল হোক : তারেক রহমান

১৯

বিশ্বকাপের ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড

২০
X