সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ০১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ান ক্রিকেটের হল অব ফেমে জায়গা পেলেন মাইকেল ক্লার্ক

মাইকেল ক্লার্ক। ছবি : সংগৃহীত
মাইকেল ক্লার্ক। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক মাইকেল ক্লার্ককে বুধবার (২৩ জানুয়ারি) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে। ৪৩ বছর বয়সী এই সাবেক অধিনায়ক হলেন দেশের ৬৪তম ক্রিকেটার, যিনি এই সম্মানে ভূষিত হলেন।

ক্লার্ক তার ১২ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ১১৫টি টেস্ট, ২৪৫টি ওয়ানডে এবং ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, যেখানে তার রান সংখ্যা ১৭,০০০ এরও বেশি। ৪৭টি টেস্টে নেতৃত্ব দেওয়া এই অধিনায়ক অস্ট্রেলিয়াকে ২০১৩-১৪ অ্যাশেজে ৫-০ ব্যবধানে ঐতিহাসিক জয় এবং ২০১৫ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন।

ক্লার্কের ব্যাটিং ক্যারিয়ারে উল্লেখযোগ্য ইনিংসগুলোর মধ্যে রয়েছে ব্যাঙ্গালুরুতে টেস্ট অভিষেকে ১৫১ রানের চমৎকার ইনিংস। তিনি অস্ট্রেলিয়ার হয়ে ষষ্ঠ সর্বোচ্চ ২৮টি টেস্ট সেঞ্চুরি করেছেন, যার মধ্যে অন্যতম হলো সিডনিতে ভারতের বিপক্ষে ৩২৯ রান, কেপটাউনে ১৫১ রান এবং প্রয়াত ফিলিপ হিউজের মৃত্যুর পর অ্যাডিলেডে আবেগঘন ১২৮ রানের ইনিংস।

এই সম্মান পেয়ে ক্লার্ক বলেন, ‘এত সব অসাধারণ খেলোয়াড়, আদর্শ এবং রোল মডেলের পাশে বসতে পারা আমার জন্য বিশাল সম্মানের। আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে সবাই কথা বলে, কিন্তু আমার জন্য এটি শুরু হয়েছিল মাত্র ছয় বছর বয়সে। ৩৪ বছর বয়সে অবসর নিয়েছি, তবে ক্রিকেট ছিল আমার জীবনের মূল অংশ এবং এখনো সেই জায়গা ধরে রেখেছে।’

অনুষ্ঠানে হল অব ফেমের চেয়ারম্যান পিটার কিং বলেন, ‘মাইকেলের অসাধারণ প্রথম শ্রেণির ক্যারিয়ার মাত্র ১৭ বছর বয়সে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুরু হয়েছিল। এখানেই তিনি অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তের জন্ম দিয়েছেন, যার মধ্যে ২০১২ সালে ভারতের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি বিশেষভাবে উল্লেখযোগ্য। মাইকেলের ক্যারিয়ার অস্ট্রেলিয়ান জনগণের কাছে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে এবং তিনি সর্বকালের সেরাদের কাতারে স্থান করে নিয়েছেন।’

মাইকেল ক্লার্কের এই অন্তর্ভুক্তি তার অসামান্য ক্যারিয়ারের প্রতি এক অনন্য স্বীকৃতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক যুবদল নেতার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার 

আজ কোজাগরী লক্ষ্মীপূজা

কাশিয়ানীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা

নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি : লায়ন ফারুক 

সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

আফগানদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

বৃষ্টিসহ আগামী ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

স্মার্ট কার্ডের সংকট কাটাতে আসছে ‘ব্ল্যাংক কার্ড’

১০

সেই বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি

১১

দুর্গোৎসবে টাইমস স্কয়ারে ঢাকেশ্বরী মন্দিরের আবহ

১২

‘নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯’ সংশোধন করে অধ্যাদেশ জারি

১৩

জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা সংশোধন

১৪

কর্মবিরতিতে ভেঙে পড়েছে টিকাদান কর্মসূচি

১৫

আ.লীগ নেতাকে ছিনতাই, ২২০ জনের বিরুদ্ধে মামলা

১৬

রাজশাহীতে মা-ছেলেসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

১৭

নীতি-আদর্শের পরিবর্তন করতে পারলেই শান্তি আসবে : ফয়জুল করীম

১৮

সেভিয়ার মাঠে বিধ্বস্ত বার্সা

১৯

আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান বিতর্কে চ্যাম্পিয়ন কাঞ্চন একাডেমি

২০
X