স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১১ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৫ পিএম
অনলাইন সংস্করণ
বিপিএল ফাইনাল

বরিশালের শিরোপা ধরে রাখা, নাকি চিটাগংয়ের প্রথম স্বপ্নপূরণ?

ট্রফির সামনে দু’দলের অধিনায়ক। ছবি : সংগৃহীত
ট্রফির সামনে দু’দলের অধিনায়ক। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর পর্দা নামতে যাচ্ছে আজ। জমজমাট ফাইনালে মুখোমুখি ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। শিরোপা ধরে রাখবে তামিম ইকবালের বরিশাল, নাকি প্রথমবারের মতো ট্রফি উঁচিয়ে ধরবে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন চিটাগং—এই প্রশ্নের উত্তর মিলবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬ টায়।

বরিশাল—তারকাখচিত শক্তি ও ধারাবাহিকতা

গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবারের টুর্নামেন্টেও নিজেদের শক্তিশালী প্রমাণ করেছে। টুর্নামেন্টের শুরু থেকেই তারা ছিল ফেভারিট। লিগ পর্বে বরিশাল তিনটি ম্যাচ হারলেও প্লে-অফে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে। তাদের স্কোয়াড এতটাই শক্তিশালী যে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পর্যন্ত একাদশে জায়গা পাচ্ছেন না!

দলে আছেন অভিজ্ঞ তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, এবাদত হোসেন ও রিশাদ হোসেনের মতো তারকা ক্রিকেটাররা। বিদেশিদের মধ্যে ডেভিড মালান, মোহাম্মদ নবী, কাইল মায়ার্স ও জিমি নিশামের মতো ম্যাচ জেতানো খেলোয়াড়রা বরিশালকে আরও ভয়ঙ্কর করে তুলেছে।

চিটাগং কিংস—প্রথম শিরোপার জন্য মরিয়া

চিটাগং কিংসের পারফরম্যান্স এবারের আসরে ছিল খানিকটা ওঠানামার মধ্যে। তবে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তারা নিজেদের সেরা খেলাটা খেলেছে। বিশেষ করে শেষ মুহূর্তে খুলনা টাইগার্সকে রুদ্ধশ্বাস লড়াইয়ে হারিয়ে ফাইনালে জায়গা করে নেওয়া তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।

চিটাগং দলে বিদেশিদের মধ্যে আছেন খাজা নাফি, গ্রাহাম ক্লার্ক, হুসাইন তালাত ও বিনুরা ফার্নান্দো, তবে তাদের মূল শক্তি স্থানীয় খেলোয়াড়রা। শামীম পাটোয়ারী, আলিস ইসলাম, খালেদ আহমেদ ও শরীফুল ইসলামের পারফরম্যান্স নজর কেড়েছে সবার।

ফাইনালের আগে বিতর্ক, প্রস্তুতির ঘাটতি

বিপিএলের পুরো আসরই ছিল বিতর্কে ভরা, শেষটাও ব্যতিক্রম নয়। প্রতিটি ফাইনালের আগে ট্রফি উন্মোচনের জন্য ফটোসেশন আয়োজন করা হয়, কিন্তু এবার সেটি বিলম্বিত হয়েছে। বিকেলে তাড়াহুড়া করে বনানীর শেরাটন হোটেলে আয়োজিত ফটোসেশন বিসিবির প্রস্তুতির ঘাটতি স্পষ্ট করেছে।

সমর্থকদের বিভক্তি, চট্টগ্রামের মানুষ কাকে সমর্থন করবে?

তামিম ইকবালের দল বরিশাল হলেও তিনি নিজে চট্টগ্রামের ছেলে। তাই চট্টগ্রামের দর্শকরা কাকে সমর্থন করবেন, সেই প্রশ্ন উঠেছে। এ বিষয়ে তামিম নিজেই পরিষ্কার বক্তব্য দিয়েছেন, ‘চট্টগ্রামের মানুষের চিটাগং কিংসকেই সমর্থন করা উচিত। তবে আমি ব্যাটিংয়ে নামলে তাঁরা আমাকে একটু উৎসাহ দিতে পারেন!’

আজকের ফাইনাল: অভিজ্ঞতা বনাম আত্মবিশ্বাস

একদিকে অভিজ্ঞতায় ভরা ফরচুন বরিশাল, যারা ধারাবাহিকভাবে ভালো খেলেছে। অন্যদিকে চিটাগং কিংস, যারা নিজেদের প্রথম শিরোপার স্বপ্ন দেখছে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের বিতর্ক নিয়েও আলোচনায় চিটাগং। বিশেষ করে পারিশ্রমিক ইস্যুতে দলের মালিকের বক্তব্য নিয়ে হয়েছে সমালোচনা। তবে অধিনায়ক মোহাম্মদ মিঠুন বলেছেন, ‘সমালোচনায় কান দেইনি, পারফরম্যান্সই আমাদের সেরা উত্তর।’

আজ সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফাইনালের লড়াই শুরু হবে। বিসিবি শুরুর দিকে বিপুল ব্যয়ে উদ্বোধনী কনসার্ট আয়োজন করলেও ফাইনালের জন্য তেমন কোনো বিশেষ আয়োজন রাখা হয়নি। তবে এবার শব্দদূষণ কমাতে আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে, থাকছে লেজার শো।

শেষ পর্যন্ত ট্রফি কার হাতে উঠবে? শক্তিশালী বরিশাল নাকি ইতিহাস গড়বে চিটাগং? উত্তর মিলবে রাতের মধ্যেই!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ দিন সাগরে ভেসে জীবিত ফিরলেন মোরশেদ

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছে নারী আম্পায়ার

মওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু

বিএনপি কর্মীদের নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিলেন জয়

খাঁচায় বন্দি রেখে পাখি পালন করা কি জায়েজ আছে?

সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের কাণ্ড

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

নদীতে ভাসছিল নিখোঁজ চালকের মরদেহ, উধাও অটো

টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন মোবাইল থেকে যেভাবে করবেন

দুদকের দুই উপ-পরিচালক বরখাস্ত

১০

দলের স্বার্থে খেলে কপাল পুড়ল দুই ক্রিকেটারের, দাবি অশ্বিনের

১১

মহাখালীর সাত তলা বস্তিতে ভয়াবহ আগুন 

১২

আমি দায়িত্ব নেওয়ার পর ১২টা হাতি মরে গেছে : রিজওয়ানা

১৩

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৪

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

১৫

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

১৬

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

১৭

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

১৮

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

১৯

বঞ্চিত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন পেশ

২০
X