ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৭:৩০ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

পেছাচ্ছে বিসিএল, থাকছে না গোলাপি বলের টেস্ট

বিসিএলের পুরোনো আসরের লোগো। পুরোনো ছবি
বিসিএলের পুরোনো আসরের লোগো। পুরোনো ছবি

এপ্রিল-মে মাসে মাঠে গড়নোর কথা ছিল বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল)। কিন্তু ভেন্যু জটিলতায় এবার সেটা আর সম্ভব হচ্ছে না। আগামী ১৫ জুন থেকে লিগটি শুরুর চিন্তা করছে টুর্নামেন্ট কমিটি। একই সঙ্গে গোলাপি বলে লিগটি আয়োজনের চিন্তা ভাবনা থাকলেও সেটা থেকেও সরে এসেছে তারা। আপাতত লাল বলেই টুর্নামেন্ট আয়োজন করার কথা জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আকরাম খান বলেন, ‘গত মাসে বেশ কিছু পরিবর্তন এসেছে। কয়েকটি দল আসছে- 'এ' দল, ইমার্জিং দল। তাই ভেন্যু পাচ্ছি না বিধায় আমরা বিসিএলটা করছি জুনের ১৫ তারিখ থেকে। জুলাইয়ের ২-৩ তারিখে শেষ হবে। আমরা জানি আবহাওয়ার একটু সমস্যা হবে। কিন্তু আমাদের করার কিছু নেই। কারণ সব দিকে তাকিয়েই এটা আমরা করেছি। বিসিএল যেটা শুরু হওয়ার কথা ছিল মে মাসে, সেটা এখন ১৫ জুন থেকে শুরু করছি। ঢাকা, চট্টগ্রাম বা সিলেটে খেলাগুলো হবে।’

৮ বিভাগকে চার ভাগে ভাগ করে হবে লিগটি। অতীতের মতো এবারও বিসিবির বাইরের কিছু ফ্র্যাঞ্চাইজি রাখতে চায় টুর্নামেন্ট কমিটি। সেজন্য কিছু প্রতিষ্ঠানের সঙ্গেও যোগাযোগ করা হবে জানিয়ে আকরাম খান বলেন, ‘বাইরের ফ্র্যাঞ্চাইজি আনার চেষ্টা করব। এটা নিয়ে আলাপ চলছে। বাইরের ২-৩টা প্রতিষ্ঠানের কাছে আমরা যাব। সেই চেষ্টা আমাদের থাকব। আশা করি ২-১টা প্রতিষ্ঠান আসবে।’

জাতীয় দল, ‘এ’ দল, ইমার্জিং দল—অনেকগুলো খেলা একসঙ্গে হওয়াতে কিছুটা চ্যালেঞ্জে আছে টুর্নামেন্ট কমিটি। গোলাপি বলেও লিগ না করার পেছনে আরেকটি কারণ বিশ্বজুড়ে গোলাপি টেস্টের সংখ্যাটা কম থাকায়। আকরামের ভাষ্যে সেটা স্পষ্ট, ‘গোলাপি বলের কথা আমরা একবার চিন্তা করেছিলাম। তবে এটা এখন কঠিন। অস্ট্রেলিয়া ছাড়া আর কেউ এখন গোলাপি বলে খেলছে না। এছাড়া এই মুহূর্তে এখন অন্য সমস্যা আছে দেখে আমরা এমনিতে যেভাবে ৪ দিনের ম্যাচ হয়, সেভাবেই খেলা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে বিএনপিকে দুটি চ্যালেঞ্জ নিতে হচ্ছে : রবিউল আলম

ভোট চাইলেন জামায়াত আমিরের স্ত্রী

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর বিমান দুর্ঘটনা নিয়ে নতুন তথ্য

নাগরিক সমস্যার সমাধানে প্রতিশ্রুতি ইশরাকের

প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর

আরও ১১ নেতাকে দুঃসংবাদ দিল বিএনপি

সুখবর পেলেন মোস্তাফিজুর রহমান

স্থায়ী পুনর্বাসন ও সম্প্রীতির সমাজ গড়ার প্রতিশ্রুতি আমিনুল হকের

রবিনের ধানের শীষেই আস্থা সাধারণ ভোটারদের 

হাদি হত্যা / ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী রুবেল ফের রিমান্ডে 

১০

বেকার সমস্যা সমাধানে বৃহৎ পরিকল্পনা নিয়ে মাঠে বিএনপি : মিন্টু

১১

ভোটাধিকার রক্ষায় সর্বোচ্চ ভোটার উপস্থিতির আহ্বান হাবিবের

১২

পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়াতে নতুন পরিকল্পনা উত্তর কোরিয়ার

১৩

‘ঈশ্বরের আশীর্বাদ পাওয়া এক জাদুকর মেসি’

১৪

সোহেল হত্যায় একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

১৫

আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় সেরা ৮-এ কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ

১৬

নিজ দলের প্রার্থীকেই অবাঞ্ছিত ঘোষণা গণঅধিকারের নেতাকর্মীদের

১৭

লক্ষ্মীপুরে যাচ্ছেন জামায়াত আমির

১৮

বিয়ের আগে যে ৭ প্রস্তুতি নেওয়া জরুরি

১৯

প্রতিটি মুসলিম যেন এই অনুভূতি পায় : মারিয়া মিম

২০
X