ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৭:৩০ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

পেছাচ্ছে বিসিএল, থাকছে না গোলাপি বলের টেস্ট

বিসিএলের পুরোনো আসরের লোগো। পুরোনো ছবি
বিসিএলের পুরোনো আসরের লোগো। পুরোনো ছবি

এপ্রিল-মে মাসে মাঠে গড়নোর কথা ছিল বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল)। কিন্তু ভেন্যু জটিলতায় এবার সেটা আর সম্ভব হচ্ছে না। আগামী ১৫ জুন থেকে লিগটি শুরুর চিন্তা করছে টুর্নামেন্ট কমিটি। একই সঙ্গে গোলাপি বলে লিগটি আয়োজনের চিন্তা ভাবনা থাকলেও সেটা থেকেও সরে এসেছে তারা। আপাতত লাল বলেই টুর্নামেন্ট আয়োজন করার কথা জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আকরাম খান বলেন, ‘গত মাসে বেশ কিছু পরিবর্তন এসেছে। কয়েকটি দল আসছে- 'এ' দল, ইমার্জিং দল। তাই ভেন্যু পাচ্ছি না বিধায় আমরা বিসিএলটা করছি জুনের ১৫ তারিখ থেকে। জুলাইয়ের ২-৩ তারিখে শেষ হবে। আমরা জানি আবহাওয়ার একটু সমস্যা হবে। কিন্তু আমাদের করার কিছু নেই। কারণ সব দিকে তাকিয়েই এটা আমরা করেছি। বিসিএল যেটা শুরু হওয়ার কথা ছিল মে মাসে, সেটা এখন ১৫ জুন থেকে শুরু করছি। ঢাকা, চট্টগ্রাম বা সিলেটে খেলাগুলো হবে।’

৮ বিভাগকে চার ভাগে ভাগ করে হবে লিগটি। অতীতের মতো এবারও বিসিবির বাইরের কিছু ফ্র্যাঞ্চাইজি রাখতে চায় টুর্নামেন্ট কমিটি। সেজন্য কিছু প্রতিষ্ঠানের সঙ্গেও যোগাযোগ করা হবে জানিয়ে আকরাম খান বলেন, ‘বাইরের ফ্র্যাঞ্চাইজি আনার চেষ্টা করব। এটা নিয়ে আলাপ চলছে। বাইরের ২-৩টা প্রতিষ্ঠানের কাছে আমরা যাব। সেই চেষ্টা আমাদের থাকব। আশা করি ২-১টা প্রতিষ্ঠান আসবে।’

জাতীয় দল, ‘এ’ দল, ইমার্জিং দল—অনেকগুলো খেলা একসঙ্গে হওয়াতে কিছুটা চ্যালেঞ্জে আছে টুর্নামেন্ট কমিটি। গোলাপি বলেও লিগ না করার পেছনে আরেকটি কারণ বিশ্বজুড়ে গোলাপি টেস্টের সংখ্যাটা কম থাকায়। আকরামের ভাষ্যে সেটা স্পষ্ট, ‘গোলাপি বলের কথা আমরা একবার চিন্তা করেছিলাম। তবে এটা এখন কঠিন। অস্ট্রেলিয়া ছাড়া আর কেউ এখন গোলাপি বলে খেলছে না। এছাড়া এই মুহূর্তে এখন অন্য সমস্যা আছে দেখে আমরা এমনিতে যেভাবে ৪ দিনের ম্যাচ হয়, সেভাবেই খেলা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দু-একটি সিটের জন্য কতিপয় দল বিক্রি হয়ে যাচ্ছে : হাসনাত আবদুল্লাহ

জনতার ঢলে পরিপূর্ণ তারেক রহমানের সংবর্ধনাস্থল

ছাত্রশিবিরের সদস্য সম্মেলন শুক্রবার

ফ্যাসিবাদবিরোধী জনগণের কাছে এক আশার বাতিঘর তারেক রহমান: নাছির উদ্দীন নাছির

তারেক রহমানকে স্বাগত জানাতে যত আয়োজন

তারেক রহমানের সংবর্ধনা ঘিরে জামায়াতে ইসলামীর শঙ্কা

দুদক কমিশনের সদস্য সংখ্যা বাড়িয়ে পাঁচ, জারি হলো অধ্যাদেশ

হাদি হত্যায় ফয়সালের স্ত্রী-বান্ধবী-শ্যালকের দোষ স্বীকার 

যেভাবে জানতে পারবেন তারেক রহমানকে বহনকারী ফ্লাইটের সর্বশেষ অবস্থান

বড়দিনের শুভেচ্ছা তারেক রহমানের

১০

তারেক রহমানকে বহনকারী ফ্লাইট পরিচালনায় যে ৩ পাইলট

১১

মধুর ক্যান্টিনে ভাঙচুর করা ব্যক্তির বিষয়ে যা জানা গেল

১২

শেষ মুহূর্তে সিলেট টাইটান্সের বড় চমক

১৩

শ্রাবণের পরিবর্তে বিএনপির চূড়ান্ত প্রার্থী আজাদ

১৪

সিলেটে এক ঘণ্টা অবস্থান করবেন তারেক রহমান, কড়া নিরাপত্তা

১৫

ভোটারদের কাছে নিরাপত্তাই এখন বড় রাজনৈতিক প্রত্যাশা

১৬

স্লোগানে-স্লোগানে রাতেও মুখর ৩০০ ফিট এলাকা

১৭

লন্ডন থেকে দেশের পথে তারেক রহমান

১৮

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ

১৯

অবসরকালীন ছুটিতে দুলাল মাহমুদ

২০
X