আগামী ৩০ আগস্ট পাকিস্তান ও নেপালের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের হাইব্রিড মডেলের এশিয়া কাপের। টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য রোববার শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। যাওয়ার আগে আজ (শনিবার) সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন কোচ ও অধিনায়ক।
কিছুদিন আগেও বাংলাদেশের অধিনায়কত্ব প্রসঙ্গে সাকিব ছিলেন সাবেকদের কাতারে। তবে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের হঠাৎ অবসর এবং অবসর ভেঙে ফিরে এসেও অধিনায়কত্ব ছাড়াই আবার ওয়ানডে দলের অধিনায়ক হন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এশিয়া কাপ দিয়েই আবার অধিনায়ক পর্ব শুরু করবেন।
কীভাবে আবার অধিনায়ক হলেন এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের জানান, ‘পাপন ভাইয়ের সঙ্গে কথা হওয়ার পর উনিই তো ঘোষণা দিলেন। দলের বেশির ভাগকেই আমি চিনি, আমাকেও তারা চেনে। হয়তো আমি তাদের অধীন খেলেছি কিংবা তারা আমার অধীন খেলেছে। তাই দায়িত্ব পালন করাটা আমাদের সবার জন্য সহজ।’
তামিম ইকবাল দায়িত্ব ছাড়ার পর সাকিব নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন। ওয়ানডে বিশ্বকাপেও তিনি বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। সেখানে তামিম ইকবালকে পেলে বিষয়টা সাকিবের জন্য স্বস্তির হবে কি না, এমন প্রশ্নে সাকিব বলেন, ‘যে কোনো অভিজ্ঞ ক্রিকেটারই দলের জন্য গুরুত্বপূর্ণ। সেটা নির্ভর করে সে কতটা দিতে পারবে। অভিজ্ঞতার দাম আছে, এমন ক্রিকেটার দলে থাকলে, সে যখন এগুলো শেয়ার করে, তখন তরুণদের জন্য বিষয়টি সহজ হয়।’
এশিয়া কাপ দিয়েই অধিনায়কের প্রত্যাবর্তনটা রাঙাতে চান দেশসেরা এই অলরাউন্ডার। সংবাদ সম্মেলনে সাকিব জানান, এশিয়া কাপে আমাদের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। ওখানে ব্যাটসম্যানরা রান পায়। এবারও তেমন কিছু্ হবে। এজন্য বোলারদের বেশ চ্যালেঞ্জ থাকবে। তবে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি।
শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা নিয়েও কথা বলেছেন সাকিব। তিনি জানান, ‘দেখুন, আমি রাইভালরিতে অত বিশ্বাস করি না। তবে হ্যাঁ, লাস্ট কয়েক ম্যাচ দুই দলই অনেক প্রতিযোগিতাপূর্ণভাবে খেলেছি।’
মন্তব্য করুন