স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৫, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তান উত্তেজনার প্রভাবে পেছাচ্ছে বাংলাদেশের সিরিজ

পিছিয়ে যাচ্ছে টাইগারদের পাকিস্তান সিরিজ। ছবি : সংগৃহীত
পিছিয়ে যাচ্ছে টাইগারদের পাকিস্তান সিরিজ। ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েন এবার ক্রিকেটের ময়দানে সরাসরি প্রভাব ফেলতে শুরু করেছে। দুই দেশের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট—আইপিএল ও পিএসএল স্থগিত হয়ে যাওয়ার পর এবার অনিশ্চয়তায় পড়েছে আন্তর্জাতিক সূচিও। সাম্প্রতিক এই জটিলতায় বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের নির্ধারিত সূচি পেছানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

আগামী ২৫ মে থেকে শুরু হওয়ার কথা ছিল দুই দেশের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টাইগারদের ২১ মে পাকিস্তানে পা রাখার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে সেই সফর যথাসময়ে হওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শুরুতে পিএসএলের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের পরিকল্পনা করলেও, পরবর্তীতে পুরো আসরই স্থগিতের ঘোষণা দেয়। ১৮ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ফাইনাল, কিন্তু অনিশ্চয়তা ও নিরাপত্তাজনিত উদ্বেগে সেটি এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ। এই স্থগিতাদেশই প্রভাব ফেলতে যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে।

বাংলাদেশ অবশ্য এর আগেই সংযুক্ত আরব আমিরাতে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। কিন্তু এরপর সরাসরি পাকিস্তান সফরের সূচি থাকলেও, সেটা পিছিয়ে যেতে পারে। তবে সিরিজটি বাতিল হওয়ার সম্ভাবনা নেই বলেই আশ্বস্ত করছে পিসিবি।

সংস্থাটির আন্তর্জাতিক বিভাগের পরিচালক উসমান ওয়াহলা জানান, ‘সিরিজ শুরুর এখনও সময় রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং বোর্ড টু বোর্ড নিয়মিত যোগাযোগ চলছে। আমরা সিরিজ আয়োজন নিয়ে আশাবাদী।’

পিসিবির প্রাথমিক সূচি অনুযায়ী, ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ২৫ মে, ২৭ মে, ৩০ মে, ১ জুন এবং ৩ জুন। শুরুতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির পরিকল্পনা থাকলেও, এশিয়া কাপ ও বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে সিরিজটি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টিতে রূপান্তরিত করা হয়।

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ক্রিকেটপ্রেমীরা এখন তাকিয়ে আছে ভারত-পাকিস্তানের রাজনৈতিক সমীকরণের দিকে। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বন্দ্ব যেমন মাঠে উত্তেজনা তৈরি করে, তেমনই মাঠের বাইরেও ঘটায় আলোড়ন। বাংলাদেশ-পাকিস্তান সিরিজ যদি পিছিয়েও যায়, তা এই উত্তপ্ত পরিস্থিতিরই অনিবার্য ফলাফল হিসেবে দেখা হচ্ছে।

তবে আশা করা যায়, পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হবে এবং মাঠে ফিরে আসবে ক্রিকেটের সেই চিরচেনা রূপ—যেখানে রাজনীতি নয়, রাজত্ব করে ব্যাট-বলের লড়াই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কপোতাক্ষের পাড় কেটে মাটি উত্তোলন, ৪ জনের কারাদণ্ড 

নতুন কুঁড়ির সেরা দশের মধ্যে দ্বিতীয় স্থানে স্বাধিকা

টানা ৩০ দিন প্রতি রাতে গুড় ভেজানো পানি খেলে কী হয়?

সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন : আসিফ মাহমুদ

রুশ যুদ্ধবিমানকে ধাওয়া করছে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র, ভিডিও ভাইরাল

কুবি সাংবাদিক সমিতির সভাপতি কালবেলার আবু শামা

ভারতে নতুন আতঙ্ক, বাঁচতে অদ্ভুত কাণ্ড

নির্বাচনের আগে হাজার হাজার মানুষকে ক্ষমা জান্তার

ট্র্যাভিস জীবনের সবচেয়ে বড় চমক : টেইলর সুইফট

শুক্রবার গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

১০

সুযোগ এসেছে ৫৪ বছর পর হাতে হাত ধরার : ধর্ম উপদেষ্টা

১১

বৃহস্পতিবারের ভূকম্পন ‘আফটারশক’

১২

আইরিশদের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে টাইগাররা, দেখে নিন একাদশ

১৩

ভারত থেকে কত পারিশ্রমিক নিলেন জেনিফার লোপেজ

১৪

বরগুনায় যত্রতত্র পেট্রোল বিক্রি, হুমকির মুখে জননিরাপত্তা 

১৫

প্রেমের সম্পর্ক করে নগ্ন ভিডিও ধারণ, অতঃপর...

১৬

আইসিসিবিতে চলছে সিরামিক এক্সপো বাংলাদেশ, প্যাভিলিয়নে চমক ‘স্পিরিট অব লাইট’

১৭

এক দিনে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৭

১৮

জামায়াত নেতা রেজাউল করিমের বক্তব্যে এ্যানির হুঁশিয়ারি

১৯

শেখ হাসিনার পক্ষে লড়ার সিদ্ধান্ত পাল্টালেন আইনজীবী পান্না

২০
X