শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৫, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান সফরের জন্য সরকারের সবুজ সংকেত পেল বিসিবি

বিসিবি ভবন। ছবি : সংগৃহীত
বিসিবি ভবন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসের শেষে পাকিস্তান সফরে যাওয়ার কথা। এই সফরের জন্য অবশেষে সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৫ মে) বিসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

‘আমরা সরকারের নীতিগত অনুমোদন পেয়েছি। যদিও এখনো আনুষ্ঠানিক চিঠি হাতে পাইনি, তবে আশা করছি খুব শিগগিরই সেটা পাব। মূল সিদ্ধান্ত ইতোমধ্যেই নেওয়া হয়ে গেছে যে, পাকিস্তান সফরের জন্য বিসিবিকে অনুমতি দেওয়া হবে,’—বলেন বিসিবির ওই কর্মকর্তা।

মূলত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল এবং সাম্প্রতিক ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে সফরের সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ১৩ মে নতুন করে সফরের প্রস্তাবিত সূচি পাঠায় বিসিবির কাছে।

আগের সূচি অনুযায়ী ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত পাঁচটি টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল। তবে নতুন সূচিতে সিরিজ শুরু হবে ২৭ মে, আর শেষ হবে ৫ জুন। প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ফয়সালাবাদে—২৭ ও ২৯ মে এবং ১ জুন। এরপর শেষ দুটি ম্যাচ হবে লাহোরে—৩ ও ৫ জুন।

বিসিবি ইতিপূর্বেই জানিয়েছিল, সরকার অনুমতি দিলেও খেলোয়াড়দের মতামত গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। যেহেতু নিরাপত্তা ইস্যুতে কিছু খেলোয়াড়ের দ্বিধা রয়েছে, তাই কারও ওপর জোর করা হবে না বলে জানিয়েছে বোর্ড।

‘চিঠি হাতে পাওয়ার পর আমরা খেলোয়াড়দের সঙ্গে আলোচনায় বসব। কেউ না চাইলে আমরা জোর করব না। এটা সম্পূর্ণ স্বেচ্ছাধীন সিদ্ধান্ত হবে,’—জানান বিসিবি কর্মকর্তা।

এদিকে, পাকিস্তান সফরের আগে প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ দল এরইমধ্যে সংযুক্ত আরব আমিরাত পৌঁছেছে। সেখানে ১৭ ও ১৯ মে শারজাহতে দু’টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। এরপরই তারা পাকিস্তান সফরের জন্য প্রস্তুতি শুরু করবে।

এই সফর সফলভাবে সম্পন্ন হলে পাকিস্তানের মাটিতে দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। এখন দেখার বিষয়—সব ক্রিকেটাররা সফরে অংশ নেন কি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১০

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১১

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১২

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

১৩

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

১৪

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

১৫

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

১৬

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

১৭

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

১৮

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১৯

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

২০
X