বাংলাদেশ ক্রিকেটের অনত্যম পরিচিত নাম সাকিব আল হাসান আবারো ফিরছেন চিরচেনা ২২ গজে। গত বছরের নভেম্বরের পর তাকে আন্তর্জাতিক ক্রিকেট মাঠে দেখা যায়নি, কিন্তু ছয় মাস বিরতির পর সাকিব পুনরায় মাঠে নামবেন – এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন চ্যালেঞ্জে।
পিএসএলের দল লাহোর কালান্দার্সের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয়েছে, সাকিব ১৭ মে ইসলামাবাদে দলের সাথে যোগ দিয়ে টুর্নামেন্টের বাকি সিরিজে অংশ নেবেন। পরদিনই লাহোরে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ, যেখানে তাকে হাতে চোট পাওয়া ড্যারিল মিচেলের বদলি হিসেবে দলে নিয়ে আসা হয়েছে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হিসেবে সাকিব নিজেও জানিয়েছেন, ‘এই মৌসুমে পিএসএলে যুক্ত হতে পেরে আমি অনেক খুশি। প্রতিটি ম্যাচের গুরুত্ব যে পর্যায়ে বেড়ে গেছে, তা দেখে বোঝা যায় – আমরা একটি উত্তেজনাপূর্ণ টুর্নামেন্টের অংশ। আমি এখন মাঠে ফিরে আসার জন্য মুখিয়ে আছি, এবং জানি যে কালান্দার্সের সমর্থকরা ও দলের স্পিরিট দলের জন্য এক অনন্য শক্তি যোগ করবে।”
সাকিবের যোগদানের ব্যাপারে লাহোর কালান্দার্সের টিম ডিরেক্টর সামিন রানারও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। রানারের মতে, ‘সাকিবের অভিজ্ঞতা ও অলরাউন্ড দক্ষতা আমাদের স্কোয়াডে অমূল্য সংযোজন। তার উপস্থিতি দলের জন্য নতুন প্রাণ সঞ্চার করবে, বিশেষত যখন আমরা টুর্নামেন্টের শেষ পর্যায়ে পৌঁছতে যাচ্ছি।’
বিসিবি সূত্রে জানা গেছে, কালান্দার্সের পক্ষ থেকে গতরাতে অনাপত্তিপত্রের জন্য আবেদন করা হয়েছে। এখনো আনুষ্ঠানিকভাবে সাকিবকে অনাপত্তিপত্র প্রদান করা হয়নি, তবে নীতিগতভাবে তা দেওয়া নিশ্চিত বলে জানা গেছে।
এবারের পিএসএলে লাহোর ৯টি ম্যাচের মধ্যে মাত্র ৯ পয়েন্ট নিয়ে বর্তমানে চতুর্থ নম্বরে অবস্থান করছে। মাত্র একটি ম্যাচ বাকি থাকায়, সেরা চার নম্বরে উঠলে দলটি প্লে-অফে অংশগ্রহণ করতে পারবে।
সাকিব আল হাসানের অভিজ্ঞতার ভান্ডার তাকে ক্রিকেটের নানা বড় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে সহায়তা করেছে। পিএসএলের পাশাপাশি আইপিএল সাকিব খেলেছেন সবখানেই। তার মোট ৪৪৪ ম্যাচের অভিজ্ঞতা, ৭৪৩৮ রান ও ৪৯২ উইকেটের পরিসংখ্যান ক্রিকেটপ্রেমীদের মাঝে তাকে এক বিশেষ অবস্থানে নিয়ে এসেছে।
সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচে সাকিব ৩০ নভেম্বর গত বছর আবুধাবি টি–টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে মাঠে নামেন। দেখার বিষয় তিনি এখনো সেই আগের সাকিব আছেন কি না?
Welcoming our newest Qalandar! Bangladeshs star all-rounder Shakib Al Hasan joins Lahore Qalandars. He has replaced Daryl Mitchel, who was ruled out after sustaining an injury to his hand in our home game vs Karachi. @Sah75official pic.twitter.com/CjyADFIyeW — Lahore Qalandars (@lahoreqalandars) May 15, 2025
মন্তব্য করুন