স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৫, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ছয় মাস পর পিএসএল দিয়ে মাঠে ফিরছেন সাকিব

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের অনত্যম পরিচিত নাম সাকিব আল হাসান আবারো ফিরছেন চিরচেনা ২২ গজে। গত বছরের নভেম্বরের পর তাকে আন্তর্জাতিক ক্রিকেট মাঠে দেখা যায়নি, কিন্তু ছয় মাস বিরতির পর সাকিব পুনরায় মাঠে নামবেন – এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন চ্যালেঞ্জে।

পিএসএলের দল লাহোর কালান্দার্সের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয়েছে, সাকিব ১৭ মে ইসলামাবাদে দলের সাথে যোগ দিয়ে টুর্নামেন্টের বাকি সিরিজে অংশ নেবেন। পরদিনই লাহোরে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ, যেখানে তাকে হাতে চোট পাওয়া ড্যারিল মিচেলের বদলি হিসেবে দলে নিয়ে আসা হয়েছে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হিসেবে সাকিব নিজেও জানিয়েছেন, ‘এই মৌসুমে পিএসএলে যুক্ত হতে পেরে আমি অনেক খুশি। প্রতিটি ম্যাচের গুরুত্ব যে পর্যায়ে বেড়ে গেছে, তা দেখে বোঝা যায় – আমরা একটি উত্তেজনাপূর্ণ টুর্নামেন্টের অংশ। আমি এখন মাঠে ফিরে আসার জন্য মুখিয়ে আছি, এবং জানি যে কালান্দার্সের সমর্থকরা ও দলের স্পিরিট দলের জন্য এক অনন্য শক্তি যোগ করবে।”

সাকিবের যোগদানের ব্যাপারে লাহোর কালান্দার্সের টিম ডিরেক্টর সামিন রানারও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। রানারের মতে, ‘সাকিবের অভিজ্ঞতা ও অলরাউন্ড দক্ষতা আমাদের স্কোয়াডে অমূল্য সংযোজন। তার উপস্থিতি দলের জন্য নতুন প্রাণ সঞ্চার করবে, বিশেষত যখন আমরা টুর্নামেন্টের শেষ পর্যায়ে পৌঁছতে যাচ্ছি।’

বিসিবি সূত্রে জানা গেছে, কালান্দার্সের পক্ষ থেকে গতরাতে অনাপত্তিপত্রের জন্য আবেদন করা হয়েছে। এখনো আনুষ্ঠানিকভাবে সাকিবকে অনাপত্তিপত্র প্রদান করা হয়নি, তবে নীতিগতভাবে তা দেওয়া নিশ্চিত বলে জানা গেছে।

এবারের পিএসএলে লাহোর ৯টি ম্যাচের মধ্যে মাত্র ৯ পয়েন্ট নিয়ে বর্তমানে চতুর্থ নম্বরে অবস্থান করছে। মাত্র একটি ম্যাচ বাকি থাকায়, সেরা চার নম্বরে উঠলে দলটি প্লে-অফে অংশগ্রহণ করতে পারবে।

সাকিব আল হাসানের অভিজ্ঞতার ভান্ডার তাকে ক্রিকেটের নানা বড় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে সহায়তা করেছে। পিএসএলের পাশাপাশি আইপিএল সাকিব খেলেছেন সবখানেই। তার মোট ৪৪৪ ম্যাচের অভিজ্ঞতা, ৭৪৩৮ রান ও ৪৯২ উইকেটের পরিসংখ্যান ক্রিকেটপ্রেমীদের মাঝে তাকে এক বিশেষ অবস্থানে নিয়ে এসেছে।

সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচে সাকিব ৩০ নভেম্বর গত বছর আবুধাবি টি–টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে মাঠে নামেন। দেখার বিষয় তিনি এখনো সেই আগের সাকিব আছেন কি না?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ককটেল বিস্ফোরণ

থানায় ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ আহত

বাংলাদেশ-ভারত ম্যাচের আগে মধ্যরাতে হামজার পোস্ট

‘আই ডোন্ট কেয়ার’ লেখা ফটোকার্ড পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রারকে থানায় সোপর্দ

ইতালিতে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

হাসিনার মৃত্যুদণ্ডের রায় ভুক্তভোগীদের জন্য ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’: জাতিসংঘ

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত যে ৩২ দলের

‘হাসিনার মৃত্যুদণ্ডের রায় যেদিন কার্যকর হবে, সেদিন আমি আনন্দিত হবো’

সাবেক এমপি হারুনের বক্তব্যের প্রতিবাদ জাতীয় হিন্দু মহাজোটের

সড়ক অবরোধের অভিযোগে দুই ছাত্রলীগ নেতা আটক

১০

দণ্ডিতদের বক্তব্য প্রচার না করার অনুরোধ সাইবার নিরাপত্তা এজেন্সির

১১

আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

১২

রায়ে ‘ন্যায় বিচার’ প্রতিষ্ঠা পেয়েছে : বিএনপি

১৩

বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, আছেন যারা

১৪

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

১৫

গাজীপুর জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৬

ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-ছেলেকে পেটাল গ্রাম পুলিশ

১৭

বিএনপির কেন্দ্রীয় নেতা মতিউর রহমান মারা গেছেন

১৮

নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সংকট দূর হবে না : কফিল উদ্দিন

১৯

পটুয়াখালীতে বিএনপির প্রস্তাবিত নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

২০
X