শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
পিএসএল ফাইনাল

ট্রফির দ্বারপ্রান্তে বাংলাদেশের তিন তারকা

পিএসএল ট্রফি। ছবি : সংগৃহীত
পিএসএল ট্রফি। ছবি : সংগৃহীত

শনিবার (২৫ মে) রাতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের ফাইনালে লাহোর কালান্দার্সের জার্সিতে শিরোপার লড়াইয়ে নামছেন বাংলাদেশের তিন তারকা—সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। তারা যদি আজ জিতে যান, তবে প্রথমবারের মতো পিএসএল ট্রফি উঠবে বাংলাদেশের কোনো ক্রিকেটারের হাতে।

আজ রাত ৮:৩০টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স এবং ২০১৯ সালের চ্যাম্পিয়ন কোয়েটা গ্ল্যাডিয়েটরস। বৃষ্টির পূর্বাভাস থাকায় সোমবার (২৬ মে) রাখা হয়েছে রিজার্ভ ডে।

এই ফাইনাল ম্যাচে শুধু ক্রিকেট নয়, থাকবে দেশপ্রেমের ছোঁয়াও। ইনিংস ব্রেকে পাকিস্তান নৌবাহিনীকে বিশেষভাবে সম্মান জানাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর আগে টুর্নামেন্টে পাকিস্তান সেনাবাহিনী ও বিমান বাহিনীকেও সম্মান জানানো হয়েছিল সম্প্রতি ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে ‘অপারেশন বুনাইন উম মারসুস’-এর সাফল্যের জন্য।

জয়ী দল পাবে ৫ লাখ ডলার আর রানার্স-আপ দল ২ লাখ ডলার। আর লাহোর জিতলে তারা হবে কেবল দ্বিতীয় দল যারা তিনবার পিএসএল জিতেছে। অন্যদিকে কোয়েটার লক্ষ্য ২০১৯-এর পর আবার শিরোপা ঘরে তোলা।

শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন লাহোর গ্রুপ পর্বে কিছুটা ধুঁকেছে। তবে প্লে-অফে ফর্মে ফিরেই করাচি কিংস ও ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। মোহাম্মদ নাঈম (২৭০ রান), ফখর জামান (৪২৮) ও আবদুল্লাহ শফিক (৩৪৯) ছিলেন ব্যাটিংয়ে ধারাবাহিক। অন্যদিকে শাহিন (১৬ উইকেট), হ্যারিস রউফ (১৫) এবং রিশাদ হোসেন (১২) লাহোরের বোলিংয়ের মেরুদণ্ড।

কোয়েটা গ্ল্যাডিয়েটরস, সৌদ শাকিলের নেতৃত্বে, এবার পুরো টুর্নামেন্টে ছিল দুর্দান্ত ছন্দে। লিগ পর্বে সাত জয়, মাত্র দুটি হার ও একটি পরিত্যক্ত ম্যাচ—সব মিলিয়ে শীর্ষ স্থান। ইসলামাবাদের বিপক্ষে কোয়ালিফায়ারে ৩০ রানে জিতে সরাসরি ফাইনালে উঠেছে তারা।

তাদের বোলিংয়ে স্পিন-পেস কম্বিনেশনে আবরার আহমেদ ও ফাহিম আশরাফ (দুজনেরই ১৬ উইকেট), সাথে খুররম শাহজাদ, আমির ও ওয়াসিম জুনিয়র মিলে শক্ত ভিত গড়েছেন। ব্যাটিংয়ে উজ্জ্বল হাসান নব্বই (২৩ বছর বয়সে ১৫০+ স্ট্রাইক রেট) ও অভিজ্ঞ রাইলি রুশো।

এই মৌসুমে দুই দলের প্রথম দেখায় ৭৯ রানে জিতেছিল লাহোর। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়, যেখানে ঝড়ো ফিফটি করেছিলেন নাঈম ও আবদুল্লাহ। সব মিলিয়ে দুই দলের ২০ ম্যাচে লাহোর এগিয়ে ১১-৮ ব্যবধানে।

সৌদ শাকিল বলেন, ‘এমন একটি ম্যাচে কোয়েটার নেতৃত্ব দেওয়া সম্মানের। লাহোর চ্যালেঞ্জিং দল, দারুণ একটা ফাইনাল হবে আশা করি।’

লাহোরের শাহিন বলেন, ‘আমরা হোম গ্রাউন্ডের সুবিধা কাজে লাগাতে চাই। কোয়েটার বিপক্ষে আগের জয়ের আত্মবিশ্বাস নিয়ে নামবো, এবার লক্ষ্য তৃতীয় শিরোপা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরুদ্দিন অপুকে কাছে পেয়ে নেতাকর্মীরা আবেগাপ্লুত

আসছে অদ্ভুুত সব নিয়ম নিয়ে ক্রিকেটের নতুন ফরম্যাট টেস্ট টোয়েন্টি

আফগানিস্তানে আবারও পাকিস্তানের বিমান হামলা

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের রেকর্ড

দূরন্ত গতিতে ছুটছে নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটর্স

সিনিয়রদের পথে হাঁটতে ব্যর্থ প্রীতিরা

নিজেদের স্বার্থে হিন্দুদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

পাবনায় কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

চরফ্যাশনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নারায়ণগঞ্জে আবু জাফর আহমদের নির্বাচনী প্রচারণা শুরু

১০

গাইবান্ধায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১১

ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১২

রাঙামাটিতে প্রতিবন্ধী শিশুদের নিয়ে কালবেলার ৩য় বার্ষিকী উদযাপন

১৩

গোপালগঞ্জে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৪

সব ব্যাঙ এক পাল্লায় ওঠানো যাবে না : মির্জা আব্বাস

১৫

সাংবাদিক লাঞ্ছনায় প্রতিবাদ সমাবেশ

১৬

জুলাই সনদে সই না করার ব্যাখ্যা দিলেন সারোয়ার তুষার

১৭

নোয়াখালীতে বর্ণিল আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৮

‘জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কালবেলা’

১৯

নির্বাচন কীভাবে হবে, তা নিয়ে রাজনৈতিক নেতাদের প্রধান উপদেষ্টার আহ্বান

২০
X