স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

টেস্টে অস্ট্রেলিয়ার সামনে এখন প্রশ্নের পাহাড়

অনেক প্রশ্নের সামনে দাঁড়িয়ে অস্ট্রেলিয়া দল। ছবি : সংগৃহীত
অনেক প্রশ্নের সামনে দাঁড়িয়ে অস্ট্রেলিয়া দল। ছবি : সংগৃহীত

আইসিসি ফাইনাল মানেই অস্ট্রেলিয়ার জয়—এটা যেন নিত্যনিয়মে পরিণত হয়েছিল। কিন্তু লর্ডসে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে সেই নিয়মে এবার ছেদ পড়ল। ১৯৯৬ সাল থেকে এখন পর্যন্ত দশটি আইসিসি ফাইনালে মাত্র একবার হার দেখেছিল অস্ট্রেলিয়া—২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে। কিন্তু এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালে হারের গুরুত্ব ভিন্ন। শুধু শিরোপাই হাতছাড়া হয়নি, ভবিষ্যতের দিকনির্দেশনাও হয়ে পড়েছে অনিশ্চিত।

লর্ডসে স্পেশাল কন্ডিশনে প্রথম ইনিংসে ৬৭ রানে ৪ উইকেট হারিয়ে ধসে পড়ে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে তো ১০২ রানে এগিয়ে থেকেও ৭ উইকেট হারায় মাত্র ৪৫ রানে। এমন ধস থেকে আর ঘুরে দাঁড়ানো যায়নি। কামিন্সরা শেষ পর্যন্ত হার মানে ৫ উইকেটের ব্যবধানে।

প্যাট কামিন্স ম্যাচ শেষে বলেন, ‘এই ম্যাচের কন্ডিশন ছিল ব্যতিক্রমী। কিন্তু আমরাও জানতাম এটা এক ধরনের ‘ওয়ান-অফ’ ফাইনাল। এমন ম্যাচে অনেকে আরও কিছু করতে পারত বলে মনে করছে। বিশেষ করে টপ থ্রি ব্যাটারদের পারফরম্যান্স ছিল হতাশাজনক।’

দলের সামনে এখন এক ধরণের রূপান্তরের সময়। তবে পুরোপুরি পুনর্গঠন নয়, বরং কিছু জায়গায় বিচক্ষণ পরিবর্তন হতে পারে। সামনে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফর, যার মধ্য দিয়েই নতুন ডব্লিউটিসি চক্র শুরু করবে অস্ট্রেলিয়া। কামিন্স জানালেন, ‘এটা এক ধরনের রিসেট। হয়তো সময় এসেছে ভাববার, আমরা কি একই দলের ওপর আস্থা রাখব, নাকি নতুনদের সুযোগ দেব।’

এই নতুনদের তালিকায় উঠে আসছে স্যাম কনস্তাস–যিনি ভারতের বিপক্ষে দুটি টেস্ট খেলার পর দলের বাইরে। আরেকজন সম্ভাব্য নাম জশ ইংলিশ, যিনি উইকেটকিপার হিসেবে ৩০ বছর বয়সেও পাকা বিকল্প হতে পারেন।

তবে বড় পরিবর্তনের সম্ভাবনা এখনই কম। রিজার্ভ পেসার হিসেবে আছেন ৩৬ বছর বয়সী স্কট বোল্যান্ড ও ৩১ বছরের ব্রেন্ডন ডগেট। ফলে ঘূর্ণায়মান ব্যবস্থায় মূল তিন পেসারকে বিশ্রাম দিয়ে বোলিং লাইনআপ ঘোরানোর দিকেও যেতে পারে অস্ট্রেলিয়া।

কামিন্স আরও বললেন, ‘সাদা বলের ক্রিকেটে আমরা চার বছরের সাইকেল ধরে দল গড়ি। টেস্টেও হয়তো এবার সে সুযোগ এসেছে।’

তবে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে—এই হারের দায়টা কোথায়? প্রস্তুতির ঘাটতিতে, না কি ব্যাটিংয়ের ধসেই ডুবেছে দল? লর্ডসে নামার আগে প্রস্তুতি ম্যাচ না খেলে শুধু নেট ও সেন্টার উইকেটে অনুশীলনই করেছিল অস্ট্রেলিয়া, যেটা তারা ২০২৩ ফাইনালের আগেও করেছিল, সেবার ফল এসেছিল দারুণভাবে।

অবশ্য কামিন্স প্রস্তুতি নিয়ে প্রশ্নে আত্মবিশ্বাসী, ‘আমি মনে করি আমরা ঠিকঠাকই প্রস্তুতি নিয়েছিলাম। বোলাররা একেবারে শুরু থেকেই দুর্দান্ত ছিল। তবে এবার আমাদের সেরা খেলাটা হয়নি।’

এখন অপেক্ষা ওয়েস্ট ইন্ডিজ সফরের। জুন ২৫ থেকে শুরু হওয়া এই সফর হতে পারে নতুন চক্রের সূচনা, হতে পারে অস্ট্রেলিয়ান টেস্ট দলের জন্য এক নতুন অধ্যায়ের শুরু।

শেষতক, লর্ডসের হাওয়া কেবল এক ম্যাচ হারায় নয়, কাঁপিয়ে দিয়ে গেল অস্ট্রেলিয়ার ভবিষ্যতের দিকনির্দেশনাকেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত ২

পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ সব আরোহী নিহত

রাবিতে কনসার্ট বাতিল করল আর্টসেল, নেপথ্যে ছাত্রলীগের হুমকি?

পুতিনের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্পের হুঁশিয়ারি

নেইমারের ভিলায় বাজল বাংলা গান

ইউক্রেনের হয়ে চুক্তি করতে আসিনি : ট্রাম্প

যারা বিলম্বে নির্বাচন চায়, তারা দেশের মঙ্গল চায় না : সালাম আজাদ 

কবুতরও ‘দুধ’ দেয় কিন্তু কীভাবে

ধোনিকে নিয়ে গুরুতর অভিযোগ শেবাগের

ওয়ার্ল্ড ভিশনে চাকরির সুযোগ, সপ্তাহে দুদিন ছুটি

১০

সৈকতে নেমেছিলেন চার বন্ধু, ঢেউয়ে ভেসে একজনের মৃত্যু

১১

সরকারি গাড়ি নিয়ে ব্যক্তিগত কাজে গিয়ে দুর্ঘটনার কবলে প্রধান নির্বাহী

১২

দিল্লিতে মুঘল সম্রাটের সমাধিস্থলে ভবন ধস, নিহত ৫

১৩

জানুন মাথাব্যথার যত ধরন

১৪

লোহাগড়ায় এনপিপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন

১৫

জন্মাষ্টমীর শোভাযাত্রায় অংশ নেবেন ৩ বাহিনী প্রধান

১৬

পানিবন্দি পুরো এলাকা, মরদেহ দাফনে চরম সংকট

১৭

খালেদা জিয়ার জন্মদিনে পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার খাবার বিতরণ

১৮

১৫ আগস্টের গণভোজ খেতে গিয়ে আটক ৩

১৯

সীমান্তে ভারতীয় মদসহ বিপুল চোরাই পণ্য জব্দ

২০
X