শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ১০:৫৫ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৫, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

তাইজুলের স্বপ্ন সাকিবকে ছাড়িয়ে যাওয়ার

সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। ছবি : সংগৃহীত

বাংলাদেশের টেস্ট ইতিহাসে সাকিব আল হাসানের নামের পাশে রয়েছে ২৪৬টি উইকেট, যা দেশের সর্বোচ্চ। তবে এই রেকর্ড যে আর বেশিদিন সাকিবের একার থাকছে না, সেটি স্পষ্ট করে দিচ্ছেন তাইজুল ইসলাম। কলম্বো টেস্টের তৃতীয় দিনে আরও একবার ৫ উইকেট শিকার করে নিজের টেস্ট উইকেট সংখ্যা নিয়ে গেছেন ২৩৭-এ। এখন সাকিবকে পেছনে ফেলতে প্রয়োজন মাত্র ৯ উইকেট।

তাইজুল নিজেও জানেন, এই মাইলফলক এখন আর দূরে নয়। তবে সাকিবকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে কথা বললেও সম্মান দেখাতে ভোলেননি সিনিয়র সতীর্থকে। দিনের খেলা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাঁহাতি এই স্পিনার বলেন, ‘সাকিব ভাইকে ছাড়াতে পারি বা না-ই পারি, তিনি অবশ্যই অনেক বড় ক্রিকেটার। যখন আপনি এমন একজন লিজেন্ডকে ছাড়িয়ে যাবেন, তখন নিজের মধ্যেও একটা ভালো লাগা আসবেই। পারফরম্যান্সের দিক থেকে এটা স্বাভাবিক।’

তবে ব্যক্তিগত রেকর্ড নয়, দলের জন্য অবদান রাখাই তার মূল লক্ষ্য- এ কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ৩২ বছর বয়সী এই স্পিনার। ‘প্রত্যেক প্লেয়ারেরই লক্ষ্য থাকে। তবে আমার নির্দিষ্ট করে উইকেটের কোনো সংখ্যা নেই। আমি যতদিন বাংলাদেশ দলে থাকব, চাইবো দলকে যেন প্রতিনিধিত্ব করতে পারি এবং দলের জন্য ভালো কিছু এনে দিতে পারি।’

তাইজুলের বড় এক পরিচয় তার সহনশীলতা। টেস্টে দীর্ঘ স্পেলে বল করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। এ নিয়ে বলেন, ‘আমি লম্বা স্পেলে বল করতেই পছন্দ করি। শুরু থেকেই আমি এই ধরনের বোলিংয়ে অভ্যস্ত। এতে করে আমার মধ্যে কোনো ক্লান্তি আসে না। আমি সবসময় নিজেকে প্রস্তুত রাখি এবং অনুশীলনেও চেষ্টা করি এই ধারাবাহিকতা বজায় রাখতে।’

তার মতে, একজন স্পিনারের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিস্থিতি অনুযায়ী সিম পজিশনের ব্যবহারে নিজেকে খাপ খাওয়ানো এবং ভ্যারিয়েশন রপ্ত করা। ‘কোন উইকেটে কীভাবে বল ধরবে, সিম পজিশন কেমন হওয়া উচিত- এসব নিয়ে কাজ করে গেছি। এটাকেই আমি নিজের শক্তি বানানোর চেষ্টা করছি।’

বাংলাদেশের টেস্ট বোলিং ইতিহাসে যারা শুরুর ধাপ গড়েছেন, তাদের একজন হয়ে উঠেছেন তাইজুল। এখন সামনে তার সুযোগ সাকিব আল হাসানকেও ছাড়িয়ে যাবার। দেশের বাইরে এখন পর্যন্ত পাঁচবার ৫ উইকেট শিকার করে এই বিভাগেও যৌথভাবে সাকিবের পাশে বসেছেন তিনি। শুধু সময়ের অপেক্ষা-আর কিছু উইকেট ঝুলিতে ঢুকলেই জাতীয় টেস্ট বোলিংয়ের একক শীর্ষে বসবেন এই নীরব যোদ্ধা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

১০

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

১১

জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

১২

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা

১৩

আগামী সংসদ প্রথম তিন মাস ‘সংবিধান সংস্কার সভা’ হিসেবে কাজ করার প্রস্তাব

১৪

ধরলার তীব্র ভাঙন, টেকসই বাঁধ নির্মাণের দাবি

১৫

নেতা ও ভোটারের জবাবদিহিই হবে শ্রেষ্ঠ সংস্কার : মঈন খান

১৬

পাপের ফল ওদের ভোগ করতেই হবে : রাশেদ খান

১৭

ক্ষমা চাইলেন স্বাধীন খসরু 

১৮

স্বাধীনতাবিরোধীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত : আমিনুল হক

১৯

ঢাকায় উদযাপিত হলো রাশিয়ান পতাকা দিবস

২০
X