স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ১০:৫৫ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৫, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

তাইজুলের স্বপ্ন সাকিবকে ছাড়িয়ে যাওয়ার

সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। ছবি : সংগৃহীত

বাংলাদেশের টেস্ট ইতিহাসে সাকিব আল হাসানের নামের পাশে রয়েছে ২৪৬টি উইকেট, যা দেশের সর্বোচ্চ। তবে এই রেকর্ড যে আর বেশিদিন সাকিবের একার থাকছে না, সেটি স্পষ্ট করে দিচ্ছেন তাইজুল ইসলাম। কলম্বো টেস্টের তৃতীয় দিনে আরও একবার ৫ উইকেট শিকার করে নিজের টেস্ট উইকেট সংখ্যা নিয়ে গেছেন ২৩৭-এ। এখন সাকিবকে পেছনে ফেলতে প্রয়োজন মাত্র ৯ উইকেট।

তাইজুল নিজেও জানেন, এই মাইলফলক এখন আর দূরে নয়। তবে সাকিবকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে কথা বললেও সম্মান দেখাতে ভোলেননি সিনিয়র সতীর্থকে। দিনের খেলা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাঁহাতি এই স্পিনার বলেন, ‘সাকিব ভাইকে ছাড়াতে পারি বা না-ই পারি, তিনি অবশ্যই অনেক বড় ক্রিকেটার। যখন আপনি এমন একজন লিজেন্ডকে ছাড়িয়ে যাবেন, তখন নিজের মধ্যেও একটা ভালো লাগা আসবেই। পারফরম্যান্সের দিক থেকে এটা স্বাভাবিক।’

তবে ব্যক্তিগত রেকর্ড নয়, দলের জন্য অবদান রাখাই তার মূল লক্ষ্য- এ কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ৩২ বছর বয়সী এই স্পিনার। ‘প্রত্যেক প্লেয়ারেরই লক্ষ্য থাকে। তবে আমার নির্দিষ্ট করে উইকেটের কোনো সংখ্যা নেই। আমি যতদিন বাংলাদেশ দলে থাকব, চাইবো দলকে যেন প্রতিনিধিত্ব করতে পারি এবং দলের জন্য ভালো কিছু এনে দিতে পারি।’

তাইজুলের বড় এক পরিচয় তার সহনশীলতা। টেস্টে দীর্ঘ স্পেলে বল করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। এ নিয়ে বলেন, ‘আমি লম্বা স্পেলে বল করতেই পছন্দ করি। শুরু থেকেই আমি এই ধরনের বোলিংয়ে অভ্যস্ত। এতে করে আমার মধ্যে কোনো ক্লান্তি আসে না। আমি সবসময় নিজেকে প্রস্তুত রাখি এবং অনুশীলনেও চেষ্টা করি এই ধারাবাহিকতা বজায় রাখতে।’

তার মতে, একজন স্পিনারের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিস্থিতি অনুযায়ী সিম পজিশনের ব্যবহারে নিজেকে খাপ খাওয়ানো এবং ভ্যারিয়েশন রপ্ত করা। ‘কোন উইকেটে কীভাবে বল ধরবে, সিম পজিশন কেমন হওয়া উচিত- এসব নিয়ে কাজ করে গেছি। এটাকেই আমি নিজের শক্তি বানানোর চেষ্টা করছি।’

বাংলাদেশের টেস্ট বোলিং ইতিহাসে যারা শুরুর ধাপ গড়েছেন, তাদের একজন হয়ে উঠেছেন তাইজুল। এখন সামনে তার সুযোগ সাকিব আল হাসানকেও ছাড়িয়ে যাবার। দেশের বাইরে এখন পর্যন্ত পাঁচবার ৫ উইকেট শিকার করে এই বিভাগেও যৌথভাবে সাকিবের পাশে বসেছেন তিনি। শুধু সময়ের অপেক্ষা-আর কিছু উইকেট ঝুলিতে ঢুকলেই জাতীয় টেস্ট বোলিংয়ের একক শীর্ষে বসবেন এই নীরব যোদ্ধা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

শুটিংয়ের প্রলোভনে মডেলকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর...

কেয়ামতের দিন যে ৩ ব্যক্তির বিরুদ্ধে স্বয়ং মহান আল্লাহ বাদী হবেন

বাম চোখ লাফালে কী হয়? যা বলছেন বিশেষজ্ঞ আলেম

২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

লবণ নাকি চিনি, কোনটি হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে?

হল ত্যাগের নির্দেশ, ঢাবিশিক্ষার্থীদের প্রতি তাসনিম জুমার যে অনুরোধ

ভূমিকম্প আতঙ্কে হল ছেড়ে খোলা আকাশের নিচে অবস্থান ইডেন শিক্ষার্থীদের

৭ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অনেক

১০

ক্যাম্প ন্যুতে বার্সার রাজকীয় প্রত্যাবর্তন

১১

জনগণকে নিয়ে এলাকার কল্যাণে কাজ করব : রবিন 

১২

দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ৭৬ ক্লাবকে নিয়ে কোয়াবের চা-চক্রের আয়োজন

১৩

ভূমিকম্প আতঙ্কে ঢাবি ভিসির বাসভবনের সামনে শুয়ে পড়েছেন শিক্ষার্থীরা

১৪

এবার নিজেদের মাঠে নাস্তানাবুদ লিভারপুল

১৫

ভূমিকম্পে নিহতদের সম্পর্কে যা বলেছেন নবীজি (সা.)

১৬

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন বিতরণ 

১৭

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

১৮

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ

১৯

বাংলাদেশ সমাজকর্ম শিক্ষক সমিতির আত্মপ্রকাশ 

২০
X