এশিয়া কাপের আর মাত্র কিছুদিন বাকি, তার আগেই বড় ধাক্কায় পড়তে চলেছে টিম ইন্ডিয়া। অনলাইন ফ্যান্টাসি গেমিং ও জুয়ার অ্যাপ নিষিদ্ধ করে ভারতীয় সংসদে পাস হওয়া নতুন আইনের কারণে জার্সি স্পনসর হারাতে পারে সূর্যকুমার যাদবদের। এর ফলে আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপে হয়তো স্পনসরবিহীন জার্সি গায়ে খেলতে দেখা যেতে পারে ভারতকে।
২০২৩ সালের জুলাই থেকে টিম ইন্ডিয়ার প্রধান জার্সি স্পনসর হিসেবে যুক্ত ছিল ড্রিম-১১। তিন বছরের চুক্তি অনুযায়ী তাদের নাম থাকার কথা ছিল ২০২৬ পর্যন্ত। কিন্তু সদ্য পাস হওয়া ‘প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল’ এর ফলে বন্ধ হয়ে গেছে ড্রিম-১১–এর সব ধরনের ক্যাশ গেম ও কনটেস্ট।
বিসিসিআই এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবে বোর্ডের সচিব দেবজিত সাইকিয়া জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের নীতি মেনেই চলবে ক্রিকেট বোর্ড। তার ভাষায়, ‘যদি এটা অনুমোদিত না হয়, তাহলে আমরা কিছুই করব না। দেশের নীতি মেনেই বিসিসিআই চলবে।’
শুক্রবার ড্রিম-১১–এর পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে যে বিল পাস হওয়ার পর থেকে তারা নগদ অর্থভিত্তিক গেম ও কনটেস্ট বন্ধ করে দিয়েছে।
এই আইনের আওতায় যেকোনো ধরনের অনলাইন অর্থভিত্তিক গেম ও বাজি ধরা পুরোপুরি নিষিদ্ধ। এমন প্ল্যাটফর্মকে প্রচার বা অর্থায়ন করাও এখন ফৌজদারি অপরাধ। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। সরকারি হিসাবে দেখা গেছে, এসব ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম বছরে প্রায় ২.৩ বিলিয়ন মার্কিন ডলার নিয়ে যেত ভারতের ৪৫ কোটি মানুষের কাছ থেকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স (পূর্বতন টুইটার)–এ লিখেছেন, ‘এই বিল আমাদের সমাজকে অনলাইন অর্থভিত্তিক গেমের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করবে। একই সঙ্গে ভারতে গেমিং, উদ্ভাবন ও সৃজনশীলতাকে এগিয়ে নেবে। ই-স্পোর্টস ও সামাজিক অনলাইন গেমকে উৎসাহিত করবে।’
প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও বলেন, ‘এই আইন ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি নিয়েছে—যা ভালো, তা উৎসাহিত করছে, আর যা ক্ষতিকর, তা নিষিদ্ধ করছে।’
মন্তব্য করুন