মাদক মিশ্রিত পানীয় খাওয়ানোর পর নারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে সুপরিচিত ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে। কৌশলে দুই নারীকে মাদকসেবন করানোর পর একজনকে নির্যাতনের অভিযোগে ওই ক্রিকেটারকে পুলিশি তদন্তের মুখোমুখি করানো হয়েছে।
ইংলিশ গণমাধ্যম জানিয়েছে, চলতি বছরের জুনে দক্ষিণ-পশ্চিম লন্ডনের একটি পানীয়ের দোকানে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। এই ঘটনার পর চল্লিশ বছর বয়সী ওই অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে স্কটল্যান্ড মেট্রোপলিটন পুলিশ।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওই ক্রিকেটারের নামও গোপন রাখা হয়েছে।
মেট্রোপলিটন পুলিশ জানায়, দুই নারীর পানীয়তে মাদক মেশানো এবং একজনকে যৌন নিপীড়নের অভিযোগ তদন্ত করছি। দুই নারীকে মাদক খাওয়ানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযোগ উঠেছে তাদের মধ্যে একজন যৌন নিপীড়নের শিকার হয়েছেন। চল্লিশোর্ধ্ব এক ব্যক্তিকে সতর্কীকরণমূলক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্ত এখনো চলমান।
মন্তব্য করুন