কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

উত্তরাধিকার সূত্রে ধানের শীষের প্রার্থী যারা

বিএনপির দলীয় পতাকা ও ধানের শীষ। ছবি: সংগৃহীত
বিএনপির দলীয় পতাকা ও ধানের শীষ। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে ২৩৭ জনের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির এ তালিকায় উত্তরাধিকার সূত্রেও অনেকে স্থান পেয়েছেন। এতে স্থান পাওয়া দ্বিতীয় প্রজন্মের বেশ কিছু প্রার্থীর মধ্যে কেউ কেউ আগেও জাতীয় নির্বাচনে প্রার্থী ছিলেন। দুয়েকজন সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পঞ্চগড়-১ আসনে সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকারের জায়গায় ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন তার ছেলে মোহাম্মদ নওশাদ জমির। তিনি বর্তমানে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক।

নাটোর-১ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক যুব ও ক্রীড়া এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুল। তিনি নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং একজন আইনজীবী।

কুষ্টিয়া-২ আসনে সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ চৌধুরীর ছেলে রাগীব রউফ চৌধুরী প্রার্থী হয়েছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং দুর্নীতি দমন কমিশনের প্যানেল আইনজীবী হিসেবে কাজ করেন।

যশোর-৩ আসনে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত আবারও ধানের শীষের প্রার্থী হয়েছেন। ২০১৮ সালের নির্বাচনে তিনিও এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

ঢাকা-৪ আসনে প্রার্থী হচ্ছেন সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের ছেলে তানভীর আহমেদ রবিন। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব। অন্যদিকে ঢাকা-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন। ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে পরাজিত হওয়ার পর তিনি বেশ আলোচনায় আসেন।

ফরিদপুর-২ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক মহাসচিব ও মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়েদ। তিনি বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ২০১৮ সালেও একই আসনে প্রার্থী ছিলেন। ফরিদপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক ত্রাণমন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে চৌধুরী নায়াব ইউসুফ। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের প্রতিনিধি।

মৌলভীবাজার-৩ আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসের রহমান। তিনি জেলা বিএনপির সভাপতি এবং ২০০১ সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

চট্টগ্রাম-৫ আসনে প্রার্থী হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনের ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। চট্টগ্রাম-৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। চট্টগ্রাম-১৪ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

গাজীপুর-৪ আসনে ধানের শীষের প্রার্থী হচ্ছেন সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহ’র ছেলে শাহ রিয়াজুল হান্নান রিয়াজ। মানিকগঞ্জ-২ আসনে প্রার্থী হয়েছেন সাবেক শিল্পমন্ত্রী শামসুল ইসলাম খানের ছেলে মঈনুল ইসলাম খান, যিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য।

ময়মনসিংহ-৯ আসনে সাবেক সংসদ সদস্য আনওয়ারুল হোসেন খান চৌধুরীর ছেলে ইয়াসের খান চৌধুরী প্রার্থী হয়েছেন। শেরপুর জেলার তিনটি আসনেই বিএনপি দ্বিতীয় প্রজন্মের নেতাদের মনোনয়ন দিয়েছে। এরমধ্যে শেরপুর-১ আসনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চিকিৎসক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা মনোনয়ন পেয়েছেন। তিনি সাবেক সাধারণ সম্পাদক হযরত আলীর মেয়ে। শেরপুর-২ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরীর ছেলে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। শেরপুর-৩ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি সিরাজুল হকের ছেলে মাহমুদুল হক রুবেল।

ঝিনাইদহ-৩ আসনে প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম মাস্টারের ছেলে মেহেদী হাসান। গাজীপুর-২ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক মেয়র আব্দুল মান্নানের ছেলে এম মঞ্জুরুল করিম রনি। এছাড়া পিরোজপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী হচ্ছেন সাবেক এমপি নুরুল ইসলাম মঞ্জুরের ছেলে আহমেদ সোহেল মঞ্জু সুমন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মনোনয়ন পাওয়ার একদিন পর স্থগিত—কে এই কামাল জামান মোল্লা

ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক

সভা শেষে ফেরার পথে প্রাণ গেল তিন বিএনপি কর্মীর

মুচলেকায়  মুক্তি / ঢাকা কলেজে ছাত্রলীগ কর্মীকে পুলিশ দিল শিক্ষার্থীরা 

মেডিক্যাল শিক্ষকদের জন্য বড় সুখবর

উত্তরাধিকার সূত্রে ধানের শীষের প্রার্থী যারা

নভেম্বরের ৩ দিনে রেমিট্যান্স এলো ৩৫০ মিলিয়ন ডলার

এশিয়া কাপ বিতর্কে বড় শাস্তি পেলেন পাকিস্তানি পেসার

‘তত্তাবধায়ক ব্যবস্থা বাতিল রায়ের অভিশাপ ভোগ করছে পুরো জাতি’

১০

আশাশুনিতে বিএনপির বিক্ষোভ মিছিল

১১

কুমিল্লার রামমালা গ্রন্থাগার দীর্ঘদিন ধরে অবহেলিত : তথ্য উপদেষ্টা মাহফুজ

১২

কেশবপুর আসনটি বিএনপিকে উপহার দিতে চান শ্রাবণ

১৩

চূড়ান্ত হলো বিপিএলের পাঁচ দল

১৪

প্রাথমিকের সংগীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ নিয়ে সরকারের নতুন বার্তা

১৫

গাইবান্ধা-৩ আসনে ভোট করতে চান এনসিপির সোহাগ

১৬

রাতে মাঠে নামছে লিভারপুল-রিয়াল মাদ্রিদ, খেলা দেখবেন যেভাবে

১৭

মনোনয়ন না পাওয়া নেতাদের উদ্দেশে যা বললেন মির্জা ফখরুল

১৮

প্রার্থিতা হারিয়ে বিএনপি নেতার ক্ষুব্ধ প্রতিক্রিয়া

১৯

ভোটারপ্রতি সর্বোচ্চ যত টাকা ব্যয় করতে পারবেন প্রার্থী

২০
X