ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
মুচলেকায়  মুক্তি

ঢাকা কলেজে ছাত্রলীগ কর্মীকে পুলিশ দিল শিক্ষার্থীরা 

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা কলেজের এক কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। পরে ছাত্রলীগের কোনো কার্যক্রমে ভবিষ্যতে যুক্ত হবে না, এমন শর্তে মুচলেকা নিয়ে ওই কর্মীকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় মাঠ থেকে শিক্ষার্থীরা তাকে আটক করেন। এরপর রাত ৮টার দিকে তাকে নিউমার্কেট থানা পুলিশের হাতে সোপর্দ করে।

ছাত্রলীগের ওই কর্মীর নাম রাসেল রানা। তিনি ঢাকা কলেজের ইতিহাস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বর্তমানে কলেজের উত্তর ছাত্রাবাসের ১০১ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী।

অভিযুক্ত রাসেল রানার সহপাঠীরা জানান, ২০২৩ সালে তিনি কলেজে ভর্তি হওয়ার পর থেকেই ছাত্রলীগের সহায়তায় হলে থাকতেন। ছাত্রলীগের কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ করতেন। তিনি ছাত্রলীগের হয়ে বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে জড়িয়েছেন। তার বিরুদ্ধে সহপাঠীদের বিভিন্ন সময়ে হেনস্তা করার অভিযোগ রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর সাইন্সল্যাবে ছাত্রলীগের হয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ছিল সাধারণ শিক্ষার্থীরা জানান।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফুটেজে দেখা যায়, ২০২৪ সালের ১৬ জুলাই অভিযুক্ত রাসেল রানা টিচার্স ট্রেনিং কলেজের সামনে মাথায় রুমাল বেধে সাইন্সল্যাবে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের নির্দেশে হামলা করছেন।

থানায় সোপর্দ করা নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজের সম্বন্বয়ক বলেন, ‘রাসেল রানা হাসিনার শাসনামলে হলে থাকতেন, ছাত্রলীগের সঙ্গে পুরোপুরি সক্রিয় ছিল, এখনো আছে। যার প্রমাণ আমরা তার ব্যক্তিগত মোবাইল ফোন থেকে পেয়েছি। সে এখনো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিভিন্ন গ্রুপে যুক্ত আছে, নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার তথ্য তার মোবাইল থেকে পাওয়া গেছে। এজন্য আমরা তাকে ধরে পুলিশে দিয়েছি।’

এ বিষয়ে নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মাহফুজুল হক বলেন, ‘বর্তমানে সে ছাত্রলীগের কোনো কার্যক্রমে নাই। তাই তার শিক্ষা কার্যক্রম চলমান রাখার জন্য এবং ভবিষ্যতে সে আর এ ধরনের কার্যক্রমে জড়িত হবে না, এই শর্তে তাকে মুচলেকা দিয়ে ছাড়া হচ্ছে। পরবর্তীতে সে আবার সক্রিয় হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘সে একটি গরীব ঘরের সন্তান, সে এখানে লেখাপড়া করতে এসেছে। এটুকু তো তার জন্য আমাদের ছাড় দিতেই হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মনোনয়ন পাওয়ার একদিন পর স্থগিত—কে এই কামাল জামান মোল্লা

ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক

সভা শেষে ফেরার পথে প্রাণ গেল তিন বিএনপি কর্মীর

মুচলেকায়  মুক্তি / ঢাকা কলেজে ছাত্রলীগ কর্মীকে পুলিশ দিল শিক্ষার্থীরা 

মেডিক্যাল শিক্ষকদের জন্য বড় সুখবর

উত্তরাধিকার সূত্রে ধানের শীষের প্রার্থী যারা

নভেম্বরের ৩ দিনে রেমিট্যান্স এলো ৩৫০ মিলিয়ন ডলার

এশিয়া কাপ বিতর্কে বড় শাস্তি পেলেন পাকিস্তানি পেসার

‘তত্তাবধায়ক ব্যবস্থা বাতিল রায়ের অভিশাপ ভোগ করছে পুরো জাতি’

১০

আশাশুনিতে বিএনপির বিক্ষোভ মিছিল

১১

কুমিল্লার রামমালা গ্রন্থাগার দীর্ঘদিন ধরে অবহেলিত : তথ্য উপদেষ্টা মাহফুজ

১২

কেশবপুর আসনটি বিএনপিকে উপহার দিতে চান শ্রাবণ

১৩

চূড়ান্ত হলো বিপিএলের পাঁচ দল

১৪

প্রাথমিকের সংগীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ নিয়ে সরকারের নতুন বার্তা

১৫

গাইবান্ধা-৩ আসনে ভোট করতে চান এনসিপির সোহাগ

১৬

রাতে মাঠে নামছে লিভারপুল-রিয়াল মাদ্রিদ, খেলা দেখবেন যেভাবে

১৭

মনোনয়ন না পাওয়া নেতাদের উদ্দেশে যা বললেন মির্জা ফখরুল

১৮

প্রার্থিতা হারিয়ে বিএনপি নেতার ক্ষুব্ধ প্রতিক্রিয়া

১৯

ভোটারপ্রতি সর্বোচ্চ যত টাকা ব্যয় করতে পারবেন প্রার্থী

২০
X