আগামী মাসে বাংলাদেশের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ঢাকায় আসবে ওয়েস্ট ইন্ডিজ দল। দুই ফরম্যাটের সিরিজ মিরপুর ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আসন্ন বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের সূচি ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড।
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮, ২০ ও ২৩ অক্টোবর। আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ২৭ ও ৩০ অক্টোবর এবং ১ নভেম্বর। টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে শারজাহতে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। শারজাহতে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭, ২৯ ও ৩০ সেপ্টেম্বর।
আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় দুই দলের জন্যই সিরিজটি গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের আগে দুই দলের জন্য এটাই হতে পারে শেষ মুহূর্তের প্রস্তুতির মঞ্চ। আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে সংক্ষিপ্ত সংস্করণের মেগা টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।
সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই রকম অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো ক্যারিবীয়দের তাদের মাটিতে হোয়াইটওয়াশ করে টাইগাররা। তবে ওয়ানডে সিরিজে বাংলাদেশই হোয়াইটওয়াশ হয়। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছিল ১-১ ড্রয়ে।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি- প্রথম ওয়ানডে : ১৮ অক্টোবর দ্বিতীয় ওয়ানডে : ২০ অক্টোবর তৃতীয় ওয়ানডে : ২৩ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি : ২৭ অক্টোবর দ্বিতীয় টি-টোয়েন্টি : ৩০ অক্টোবর তৃতীয় টি-টোয়েন্টি : ১ নভেম্বর
মন্তব্য করুন