

বিপিএলের উন্মাদনা শুরু হয়ে গেছে দেশের ক্রীড়াঙ্গনে। ইতোমধ্যেই অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিলো নিজেদের দল গোছানোতে ব্যস্ত সময় পার করছে। নিলামের আগেই সরাসরি চুক্তিতে স্থানীয় এবং বিদেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে অংশগ্রহণকারী পাঁচ দল। বিপিএলের পরবর্তী আসরকে সামনে রেখে একের পর এক চমক দেখাচ্ছে ঢাকা ক্যাপিটালস।
এরই মধ্যে সরাসরি চুক্তিতে দেশের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদ ও ব্যাটার সাইফ হাসানকে দলভুক্ত করেছে ঢাকা। বিদেশি ক্রিকেটার সাইনিংয়েও চমক তাদের। বিশ্বকাপজয়ী ইংলিশ ক্রিকেটার আ্যলেক্স হেলসের সঙ্গেও চুক্তি সম্পন্ন তাদের। এবার টিম ম্যানেজমেন্টেও বড় চমক তাদের। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটারকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে ঢাকা ক্যাপিটালস।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি। শোয়েব আখতারকে মেন্টর হিসেবে নিয়োগের বিষয়টি চূড়ান্ত করে তারা লেখে, গতির সঙ্গে কৌশলের মেলবন্ধন। আমাদের মেন্টর—শোয়েব আখতার। শুরু হোক গর্জন!
রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে পরিচিত শোয়েব আখতার খেলোয়াড়ি জীবনে নিজের তুমুল গতির জন্য বিশ্বজুড়েই খ্যাতি কুড়িয়েছেন। ক্রিকেট ছাড়ার পর তিনি কোচিংয়ে যুক্ত হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন বেশ কয়েকবার। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট দল স্টেইট ব্যাংকের প্রধান কোচ হওয়ার কথাও ছিল, তবে শেষ পর্যন্ত তা বাস্তবে রূপ নেয়নি।
ক্রিকেটকে বিদায় জানানোর পর শোয়েব আখতার নিজেকে গড়ে তুলেছেন জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে। খেলায় বিভিন্ন বিশ্লেষণী অনুষ্ঠান থেকে শুরু করে বিশেষ আলোচনা—সব জায়গাতেই তাকে দেখা গেছে নিয়মিত। পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলে তিনি পাকিস্তানসহ আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে নানা ধরনের কনটেন্ট তৈরি করে ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন।
মন্তব্য করুন