স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

স্নিকো প্রযুক্তির ত্রুটিতে বেঁচে গেলেন ক্যারি

অ্যালেক্স ক্যারি। ছবি : সংগৃহীত
অ্যালেক্স ক্যারি। ছবি : সংগৃহীত

অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ান উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারির বিতর্কিত ‘নট আউট’ সিদ্ধান্তের পেছনে ছিল প্রযুক্তিগত মানবিক ভুল। স্নিকো (Snicko) প্রযুক্তি পরিচালনাকারী অপারেটরের ভুল ফ্রেম নির্বাচনের কারণেই ইংল্যান্ড একটি নিশ্চিত উইকেট থেকে বঞ্চিত হয়—এমনটাই স্বীকার করেছে সংশ্লিষ্ট প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান।

অ্যাডিলেড ওভালে ম্যাচের সময় ইংল্যান্ডের পেসার জশ টাংয়ের বলে ক্যারি স্পষ্টভাবে এজ করেছিলেন বলে পরে নিজেই স্বীকার করেন। বলটি গ্লাভসে ধরা পড়লেও মাঠের আম্পায়ার আউট দেননি। ইংল্যান্ড রিভিউ নিলেও টিভি আম্পায়ার সেটি বাতিল করেন, কারণ স্নিকোতে দেখা শব্দের স্পাইক ব্যাটে বল লাগার সময়ের সঙ্গে মিলছিল না।

পরে জানা যায়, স্নিকোর অডিও নেওয়া হয়েছিল ভুল স্টাম্প মাইক থেকে। ব্যাটসম্যান প্রান্তের বদলে বোলার প্রান্তের মাইকের শব্দ ব্যবহারের ফলে ভিডিও ও অডিওর মধ্যে গরমিল তৈরি হয়। এর ফলেই ক্যারিকে নট আউট ঘোষণা করা হয়।

স্নিকোর মালিকানা প্রতিষ্ঠান বিবিজি স্পোর্টস বিষয়টি স্বীকার করে জানিয়েছে, “ক্যারি নিজেই বলেছে যে সে বলটিতে এজ করেছিল। সেক্ষেত্রে একমাত্র ব্যাখ্যা হলো, সংশ্লিষ্ট সময়ে স্নিকো অপারেটর ভুল স্টাম্প মাইক নির্বাচন করেছিলেন। এই ত্রুটির সম্পূর্ণ দায় আমরা নিচ্ছি।”

এই সিদ্ধান্তে জীবন পেয়ে ক্যারি পরে ইনিংসটি বড় করেন এবং ৭২ রানে থাকা অবস্থায় বেঁচে গিয়ে শেষ পর্যন্ত সেঞ্চুরি তুলে নেন। তার ১০৬ রানের ইনিংসে ভর করে অস্ট্রেলিয়া দিন শেষ করে ৮ উইকেটে ৩২৬ রানে।

ঘটনাটি নিয়ে ইংল্যান্ড শিবির অসন্তোষ প্রকাশ করেছে এবং ম্যাচ রেফারির সঙ্গে বিষয়টি উত্থাপন করেছে। ইংল্যান্ডের বোলিং পরামর্শক ডেভিড সেকার বলেন, “পুরো সিরিজ জুড়েই স্নিকো নিয়ে উদ্বেগ আছে। দিনের খেলা শেষে এসব নিয়ে কথা বলতে হওয়াটাই হতাশাজনক।”

ক্যারিও স্বীকার করেছেন ভাগ্যের সহায়তার কথা। তিনি বলেন, “বল ব্যাটের পাশ দিয়ে যাওয়ার সময় একটা শব্দ পেয়েছিলাম। যদি আউট দেওয়া হতো, আমিও হয়তো রিভিউ নিতাম।”

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় ব্যবহৃত স্নিকো প্রযুক্তি যুক্তরাজ্যে ব্যবহৃত আলট্রাএজ থেকে ভিন্ন। ফলে দেশভেদে প্রযুক্তিগত পার্থক্যের কারণে এমন বিতর্ক মাঝেমধ্যেই দেখা যাচ্ছে।

সব মিলিয়ে, প্রযুক্তিনির্ভর ক্রিকেটে মানবিক ভুল যে এখনো বড় প্রভাব ফেলতে পারে, ক্যারির এই ‘রিপ্রিভ’ তারই সাম্প্রতিক উদাহরণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজয় দিবসে শিক্ষার্থীদের জন্য ছাত্রদল নেতা তারিকের ব্যতিক্রমী উদ্যোগ

খালেদা জিয়া-তারেক রহমানের নিরাপত্তা টিমের প্রধানের পরিচয়

ঋণ জালিয়াতির অভিযোগ / মান্না ও ইসলামী ব্যাংকের পাঁচ কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

ফয়সাল ভাড়া দেওয়া গাড়ির মালিক যা বললেন আদালতকে

জননিরাপত্তার অবনতি নিয়ে উদ্বেগ 

২০২৬ মৌসুম পর্যন্ত মেসির সাথে মায়ামিতেই থাকছেন সুয়ারেজ

মেসিকে ফেরানোই লক্ষ্য বার্সা সভাপতি পদপ্রার্থী মার্ক সিরিয়ার

ভূমিকম্পে কাঁপল সৌদি আরব

ওসমান হাদির শারীরিক সর্বশেষ অবস্থা জানালেন ডা. আহাদ

ভিক্ষা করায় বিভিন্ন দেশ থেকে হাজারো পাকিস্তানিকে ফেরত

১০

আ.লীগের সন্ত্রাসীদের দেখামাত্র ব্যবস্থা নেওয়ার নির্দেশ

১১

কলকাতা স্কোয়াডে কার কত পারিশ্রমিক, তালিকায় কোথায় মোস্তাফিজ? 

১২

শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিতে প্রতিপক্ষ কে?

১৩

ইতালিতে ছিনতাইকারীদের গাড়িচাপায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

১৪

দুষ্টু নাচে বিতর্কে নেহা

১৫

জামায়াতের মনোনয়ন সংগ্রহ করেছেন ৫৭ প্রার্থী

১৬

তারেক রহমানের ফ্লাইটে দেশে ফিরতে নেতাকর্মীদের হিড়িক, সব টিকিট বিক্রি

১৭

লন্ডন গেলেন জামায়াত আমির

১৮

গ্রামীণ ব্যাংকের সামনে ককটেল, এলাকাজুড়ে আতঙ্ক

১৯

স্নিকো প্রযুক্তির ত্রুটিতে বেঁচে গেলেন ক্যারি

২০
X