সপ্তাহ দুয়েক পরই ভারতের মাটিতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ক্রিকেটের এই মহাযজ্ঞ ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আয়োজক ভারত। আজ (বুধবার) মুক্তি পেয়েছে বিশ্বকাপের থিম সং ‘দিল জশন বোলে’। যার বাংলা অর্থ ‘হৃদয় উদযাপন করে’।
থিম সংয়ের মধ্যে হৃদয় শব্দটি বেশ ভালোমতো জানান দিচ্ছে। তবে থিম সংটি সবার হৃদয় ভরাতে পারছে তো? প্রশ্নটা উঠছেই। কারণ ইতোমধ্যে এই থিম সং নিয়ে যতটা না প্রশংসা তার চেয়ে বেশি হচ্ছে সমালোচনা।
আইসিসির উন্মুক্ত করা ৩ মিনিট ২১ সেকেন্ডের থিম সং ভিডিওতে দেখা গেছে, বলিউড তারকা রণবীর সিংকে। ‘ওয়ানডে এক্সপ্রেস’ নামের ট্রেনে চড়ে যাত্রীদের সঙ্গে হইহুল্লোড়ে মেতেছেন তিনি। মাইকিং করে চেষ্টা করছেন সবাইকে প্রাণবন্ত করতে। এরপর সবাই তাঁর সঙ্গে নাচতে ও গাইতে শুরু করেন।
থিম সংটি লিখেছেন স্লোকে লাল এবং সাভেরি বর্মা। সংগীত পরিচালনা করেছেন প্রীতম। তাঁর সঙ্গে গানটি গেয়েছেন নাকাশ আজিজ, শ্রীরাম চন্দ্র, অমিত মিশ্র, জোনিতা গান্ধী, আকাশ ও চরণ।
DIL JASHN BOLE! #CWC23 Official Anthem arriving now on platform 2023 Board the One Day Xpress and join the greatest cricket Jashn ever! Credits: Music - Pritam Lyrics - Shloke Lal, Saaveri Verma Singers - Pritam, Nakash Aziz, Sreerama Chandra, Amit Mishra, Jonita pic.twitter.com/09AK5B8STG
— ICC (@ICC) September 20, 2023নামিদামি লোক দিয়ে থিম সং করা হলেও সমালোচনার পাল্লাটাই যেন ভারী। ফেসবুক-টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্যই বেশি। অনেকে ‘দিল জশন বোলে’র চেয়ে ২০১১ বিশ্বকাপের থিম সং ‘দে ঘুমাকে’কে (বাংলা অর্থ মার ঘুরিয়ে) সেরা দাবি করেছেন। কেউ কেউ লিখেছেন, ‘প্রীতমের মতো সুরকারের কাছে এমন গান আশা করিনি। সে হতাশ করেছে।’ কারও কারও চোখে গানটি জঘন্য।’
একজন আবার মজা করে লিখেছেন, ‘গানটি শুধু আইসিসি ও বিসিসিআইর কার্যালয়ে বাজান। জনসমক্ষে আনার দরকার নাই।’ আরেকজনের টুইট, ‘এটা ২০২৩ বিশ্বকাপের থিম সং নাকি কোলগেট ম্যাক্স ফ্রেশের (টুথপেস্ট) বিজ্ঞাপন।’
মন্তব্য করুন